ETV Bharat / state

দীপাবলি ও ছট পুজোয় দারুণ চমক, আরও একগুচ্ছ স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের

যাত্রীদের আরামে নিজ গন্তব্যে পৌঁছতে দিতে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল রেল । শিয়ালদা, হাওড়া ও কলকাতা স্টেশন থেকে একগুচ্ছ স্পেশাল ট্রেনের ঘোষণা ৷

kali puja
কালীপুজোয় স্পেশাল ট্রেন ঘোষণা রেলের (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2024, 6:30 PM IST

কলকাতা, 30 অক্টোবর: এসে গিয়েছে কালীপুজো ও দীপাবলি ৷ তার কয়েকদিনের মধ্যেই ছট পুজো ৷ এই উপলক্ষে বাড়ি ফেরার ও ঘোরার জন্য ট্রেনে উপচে পড়বে ভিড় ৷ সেই ভিড় সামাল দিতে আরও একগুচ্ছ বিশেষ ট্রেনের ঘোষণা করল রেল । রেলের তরফে আগেই যাত্রী ভিড় অনুমান করে কোচ ও বার্থ বৃদ্ধি করা হয়েছে ৷ এবার যাত্রীরা যাতে আরামে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন, সেজন্য ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

একনজরে দেখে নেওয়া যাক নয়া স্পেশাল ট্রেনের তালিকা,

  • 03119 শিয়ালদা - দ্বারভাঙা
  • 03121 শিয়ালদা - গোরক্ষপুর
  • 03123 কলকাতা - পটনা
  • 03007 হাওড়া – খাতিপুরা স্পেশাল
  • 04311 হাওড়া – হরিদ্বার
  • 03043 হাওড়া – রাক্সৌল স্পেশাল
  • 05059 হাওড়া - লালকুয়ান স্পেশাল
  • 03045 হাওড়া – রাক্সৌল স্পেশাল
  • 03027 হাওড়া – নিউ জলপাইগুড়ি স্পেশাল
  • 02023 হাওড়া – পটনা স্পেশাল
  • 04607 হাওড়া – জম্মু তাউই স্পেশাল
  • 03101 কলকাতা – পুরী স্পেশাল
  • 04681 কলকাতা – জম্মু তাওয়াই স্পেশাল
  • 05640 কলকাতা – শিলচর স্পেশাল
  • 05931 কলকাতা - ডিব্রুগড় স্পেশাল
  • 03135 কলকাতা - পটনা স্পেশাল
  • 03107 শিয়ালদা - লখনউ স্পেশাল
  • 03131 শিয়ালদা – গোরখপুর স্পেশাল
  • 03187 শিয়ালদা - জয়নগর স্পেশাল
  • 03109 শিয়ালদা - ভাদোদরা স্পেশাল
  • 03435 মালদা টাউন – আনন্দ বিহার টার্মিনাস স্পেশাল
  • 03430 মালদা টাউন - সেকেন্দ্রাবাদ স্পেশাল
  • 03413 মালদা টাউন - নয়াদিল্লি স্পেশাল
  • 03425 মালদা টাউন – পুনে স্পেশাল
  • 03465 মালদা টাউন – দিঘা স্পেশাল
  • 09028 মালদা টাউন - বান্দ্রা টার্মিনাস স্পেশাল
  • কালীপুজোতে বারাসত-নৈহাটি যাবেন ? শিয়ালদা শাখায় চলবে বিশেষ লোকাল ট্রেন
  • 03417 মালদা – উধনা স্পেশাল
  • 03483 ভাগলপুর - নয়াদিল্লি স্পেশাল
  • 03423 ভাগলপুর – হরিদ্বার স্পেশাল
  • 09452 ভাগলপুর - গান্ধিধাম স্পেশাল
  • 04035 ভাগলপুর - নয়াদিল্লি স্পেশাল
  • 03281 ভাগলপুর - রাজগীর স্পেশাল
  • 03575 আসানসোল – আনন্দ বিহার টার্মিনাস স্পেশাল
  • 03509 আসানসোল – খাতিপুরা স্পেশাল
  • 01146 আসানসোল – সিএসএমটি মুম্বাই স্পেশাল
  • 03507 আসানসোল - নওতানওয়া স্পেশাল
  • 03501 আসানসোল – কাটিহার স্পেশাল
  • 03411 আসানসোল - পটনা স্পেশাল
  • কালীপুজো-ছটপুজোয় বিশেষ ট্রেন, জানুন পূর্ব রেলের সূচি...

কলকাতা, 30 অক্টোবর: এসে গিয়েছে কালীপুজো ও দীপাবলি ৷ তার কয়েকদিনের মধ্যেই ছট পুজো ৷ এই উপলক্ষে বাড়ি ফেরার ও ঘোরার জন্য ট্রেনে উপচে পড়বে ভিড় ৷ সেই ভিড় সামাল দিতে আরও একগুচ্ছ বিশেষ ট্রেনের ঘোষণা করল রেল । রেলের তরফে আগেই যাত্রী ভিড় অনুমান করে কোচ ও বার্থ বৃদ্ধি করা হয়েছে ৷ এবার যাত্রীরা যাতে আরামে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন, সেজন্য ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

একনজরে দেখে নেওয়া যাক নয়া স্পেশাল ট্রেনের তালিকা,

  • 03119 শিয়ালদা - দ্বারভাঙা
  • 03121 শিয়ালদা - গোরক্ষপুর
  • 03123 কলকাতা - পটনা
  • 03007 হাওড়া – খাতিপুরা স্পেশাল
  • 04311 হাওড়া – হরিদ্বার
  • 03043 হাওড়া – রাক্সৌল স্পেশাল
  • 05059 হাওড়া - লালকুয়ান স্পেশাল
  • 03045 হাওড়া – রাক্সৌল স্পেশাল
  • 03027 হাওড়া – নিউ জলপাইগুড়ি স্পেশাল
  • 02023 হাওড়া – পটনা স্পেশাল
  • 04607 হাওড়া – জম্মু তাউই স্পেশাল
  • 03101 কলকাতা – পুরী স্পেশাল
  • 04681 কলকাতা – জম্মু তাওয়াই স্পেশাল
  • 05640 কলকাতা – শিলচর স্পেশাল
  • 05931 কলকাতা - ডিব্রুগড় স্পেশাল
  • 03135 কলকাতা - পটনা স্পেশাল
  • 03107 শিয়ালদা - লখনউ স্পেশাল
  • 03131 শিয়ালদা – গোরখপুর স্পেশাল
  • 03187 শিয়ালদা - জয়নগর স্পেশাল
  • 03109 শিয়ালদা - ভাদোদরা স্পেশাল
  • 03435 মালদা টাউন – আনন্দ বিহার টার্মিনাস স্পেশাল
  • 03430 মালদা টাউন - সেকেন্দ্রাবাদ স্পেশাল
  • 03413 মালদা টাউন - নয়াদিল্লি স্পেশাল
  • 03425 মালদা টাউন – পুনে স্পেশাল
  • 03465 মালদা টাউন – দিঘা স্পেশাল
  • 09028 মালদা টাউন - বান্দ্রা টার্মিনাস স্পেশাল
  • কালীপুজোতে বারাসত-নৈহাটি যাবেন ? শিয়ালদা শাখায় চলবে বিশেষ লোকাল ট্রেন
  • 03417 মালদা – উধনা স্পেশাল
  • 03483 ভাগলপুর - নয়াদিল্লি স্পেশাল
  • 03423 ভাগলপুর – হরিদ্বার স্পেশাল
  • 09452 ভাগলপুর - গান্ধিধাম স্পেশাল
  • 04035 ভাগলপুর - নয়াদিল্লি স্পেশাল
  • 03281 ভাগলপুর - রাজগীর স্পেশাল
  • 03575 আসানসোল – আনন্দ বিহার টার্মিনাস স্পেশাল
  • 03509 আসানসোল – খাতিপুরা স্পেশাল
  • 01146 আসানসোল – সিএসএমটি মুম্বাই স্পেশাল
  • 03507 আসানসোল - নওতানওয়া স্পেশাল
  • 03501 আসানসোল – কাটিহার স্পেশাল
  • 03411 আসানসোল - পটনা স্পেশাল
  • কালীপুজো-ছটপুজোয় বিশেষ ট্রেন, জানুন পূর্ব রেলের সূচি...
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.