ETV Bharat / state

বেশি গয়না পরলে দিতে হবে জরিমানা, কথার ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ালেন অধ্যাপিকা - Jewellery Loot in Raiganj - JEWELLERY LOOT IN RAIGANJ

Jewellery Loot in Raiganj: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এক অধ্য়াপিকার প্রায় 15 লক্ষ টাকার গয়না লুঠ করা হয়েছে বলে অভিযোগ ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ৷ তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ শুরু হয়েছে পুলিশি তদন্ত ৷

Jewellry Loot in Raiganj
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 7:02 PM IST

রায়গঞ্জ, 23 অগস্ট: বেশি গয়না পরলে নাকি পুলিশকে জরিমানা দিতে হয় ! এমনই দাবি করে এক মহিলাকে কথার ফাঁদে ফেলে প্রায় 15 লক্ষ টাকার গয়না লুঠের অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৷ বৃহস্পতিবার সন্ধ্য়ায় এই ঘটনাটি ঘটেছে ৷ যিনি প্রতারিত হয়েছেন তিনি কোনও সাধারণ নারী নন ৷ তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ৷ নাম ড. শকুন্তলা গুপ্তা ৷ এভাবে প্রতারিত হয়ে তিনি যতটা বিহ্বল হয়ে পড়েছেন, তার থেকেই বেশি দুঃখিত এটা ভেবে যে একজন শিক্ষিত মহিলা হওয়া সত্ত্বেও তিনি এবাবে বোকা বনে গেলেন ৷

বেশি গয়না পরলে দিতে হবে জরিমানা, কথার ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ালেন রায়গঞ্জের অধ্যাপিকা (ইটিভি ভারত)

স্থানীয় ব্যবসায়ী মনোজ শর্ফ জানিয়েছেন যে তাঁরা এক মহিলাকে রাস্তায় ধারে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখেন ৷ তার পর হঠাৎই একটি বাইকে দু’জন চলে যান ৷ এর পর ওই মহিলা চিৎকার-চেঁচামেচি শুরু করেন ৷ তখনই তাঁরা জানতে পারেন যে ওই মহিলার গয়না লুঠ করা হয়েছে ?

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে যে ঘটনাটি ঠিক কী ?

শকুন্তলা গুপ্তা নামে ওই অধ্যাপিকা জানিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পর মোহনবাটি বাজারে যাওয়ার উদ্দেশে পায়ে হেঁটে রওনা দেন । ঠিক রাধাকৃষ্ণ মন্দির সংলগ্নস্থানে এক যুবক তাঁকে ডাক দিয়ে বলেন যে ‘আপনাকে একজন ডাকছে’ । সেই কথা শুনে রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকা অন্য এক ব্যক্তিকে দেখিয়ে দেন ওই যুবক । অধ্যাপিকা সেই ব্যক্তির কাছে গিয়ে জানতে পারেন যে তিনি বেশি গয়না পরে থাকায় তাঁর জরিমানা দিতে হবে ৷ লোকটি নিজেকে পুলিশ বলে পরিচয় দেন ৷ একটি পরিচয়পত্রও দেখান ৷ কিন্তু আলো-আঁধারিতে সেটা ভালো করে দেখতে পাননি শকুন্তলা গুপ্তা ৷

Jewellry Loot in Raiganj
প্রতারিত অধ্যাপিকা শকুন্তলা গুপ্তা (নিজস্ব চিত্র)

অধ্য়াপিকার দাবি, দু’জনই হিন্দিতে কথা বলছিলেন ৷ তাঁরা অন্য একজনকে গলায় থাকা হার খুলতে বলেন ৷ সেই ব্যক্তি তা খুলেও নেন৷ এসব দেখে অধ্যাপিকা কিছুটা স্তম্ভিত হয়ে পড়েন । এবং নিজের গয়না খুলে নিজের ব্যাগে ভরে নেন । কিন্তু কথোপকথন চলাকালীন হঠাৎ সেই ব্যক্তি ব্যাগে রাখা গয়না কোনোরকমে ছিনিয়ে নিয়ে চম্পট দেন । সঙ্গে সঙ্গে বাকিরাও চলে যান ৷

এর পরই বিষয়টি স্পষ্ট হয় শকুন্তলা গুপ্তার কাছে ৷ কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে ৷ পরে তিনি পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তবে এই ঘটনার রায়গঞ্জে মহিলাদের নিরাপত্তা আরও একবার প্রশ্নের মুখে পড়েছে ৷

রায়গঞ্জ, 23 অগস্ট: বেশি গয়না পরলে নাকি পুলিশকে জরিমানা দিতে হয় ! এমনই দাবি করে এক মহিলাকে কথার ফাঁদে ফেলে প্রায় 15 লক্ষ টাকার গয়না লুঠের অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৷ বৃহস্পতিবার সন্ধ্য়ায় এই ঘটনাটি ঘটেছে ৷ যিনি প্রতারিত হয়েছেন তিনি কোনও সাধারণ নারী নন ৷ তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ৷ নাম ড. শকুন্তলা গুপ্তা ৷ এভাবে প্রতারিত হয়ে তিনি যতটা বিহ্বল হয়ে পড়েছেন, তার থেকেই বেশি দুঃখিত এটা ভেবে যে একজন শিক্ষিত মহিলা হওয়া সত্ত্বেও তিনি এবাবে বোকা বনে গেলেন ৷

বেশি গয়না পরলে দিতে হবে জরিমানা, কথার ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ালেন রায়গঞ্জের অধ্যাপিকা (ইটিভি ভারত)

স্থানীয় ব্যবসায়ী মনোজ শর্ফ জানিয়েছেন যে তাঁরা এক মহিলাকে রাস্তায় ধারে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখেন ৷ তার পর হঠাৎই একটি বাইকে দু’জন চলে যান ৷ এর পর ওই মহিলা চিৎকার-চেঁচামেচি শুরু করেন ৷ তখনই তাঁরা জানতে পারেন যে ওই মহিলার গয়না লুঠ করা হয়েছে ?

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে যে ঘটনাটি ঠিক কী ?

শকুন্তলা গুপ্তা নামে ওই অধ্যাপিকা জানিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পর মোহনবাটি বাজারে যাওয়ার উদ্দেশে পায়ে হেঁটে রওনা দেন । ঠিক রাধাকৃষ্ণ মন্দির সংলগ্নস্থানে এক যুবক তাঁকে ডাক দিয়ে বলেন যে ‘আপনাকে একজন ডাকছে’ । সেই কথা শুনে রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকা অন্য এক ব্যক্তিকে দেখিয়ে দেন ওই যুবক । অধ্যাপিকা সেই ব্যক্তির কাছে গিয়ে জানতে পারেন যে তিনি বেশি গয়না পরে থাকায় তাঁর জরিমানা দিতে হবে ৷ লোকটি নিজেকে পুলিশ বলে পরিচয় দেন ৷ একটি পরিচয়পত্রও দেখান ৷ কিন্তু আলো-আঁধারিতে সেটা ভালো করে দেখতে পাননি শকুন্তলা গুপ্তা ৷

Jewellry Loot in Raiganj
প্রতারিত অধ্যাপিকা শকুন্তলা গুপ্তা (নিজস্ব চিত্র)

অধ্য়াপিকার দাবি, দু’জনই হিন্দিতে কথা বলছিলেন ৷ তাঁরা অন্য একজনকে গলায় থাকা হার খুলতে বলেন ৷ সেই ব্যক্তি তা খুলেও নেন৷ এসব দেখে অধ্যাপিকা কিছুটা স্তম্ভিত হয়ে পড়েন । এবং নিজের গয়না খুলে নিজের ব্যাগে ভরে নেন । কিন্তু কথোপকথন চলাকালীন হঠাৎ সেই ব্যক্তি ব্যাগে রাখা গয়না কোনোরকমে ছিনিয়ে নিয়ে চম্পট দেন । সঙ্গে সঙ্গে বাকিরাও চলে যান ৷

এর পরই বিষয়টি স্পষ্ট হয় শকুন্তলা গুপ্তার কাছে ৷ কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে ৷ পরে তিনি পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তবে এই ঘটনার রায়গঞ্জে মহিলাদের নিরাপত্তা আরও একবার প্রশ্নের মুখে পড়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.