ETV Bharat / state

আরজি কর কাণ্ডের প্রতিবাদ, টিচার্স-ডে'তে এবার উপোস করবেন শিক্ষকরা - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Protest: 'জাস্টিস ফর আরজি কর' ৷ 'উই ওয়ান্ট জাস্টিস' ৷ এই স্লোগানেই এখন মুখর তিলোত্তমা ৷ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্যাতিতার বিচার চাই রাজ্য তথা দেশবাসী ৷ সকলেই প্রতিবাদ মুখর ৷ আগামী 5 তারিখ শিক্ষক দিবস ৷ আরজি করের ঘটনায় এবার উপোস করবেন শিক্ষকরা, নেবেন না কোনও উপহার ৷

RG Kar Protest
শিক্ষক দিবসে এবার উপোস করবেন টিচার্সরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 9:52 PM IST

রায়গঞ্জ, 2 সেপ্টেম্বর: গত 9 অগস্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটে যায় একটি নারকীয় ঘটনা। এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। যার প্রতিবাদে গর্জে উঠেছে পুরো দেশ। সমস্ত স্তরের মানুষে এক যোগে আন্দোলনে সামিল হয়েছেন। একটাই আওয়াজ 'উই ওয়ান্ট জাস্টিস'। আর সামনেই আসছে শিক্ষক দিবস। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবারে শিক্ষক দিবসকে অন্যভাবে পালনের সিদ্ধান নিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের চিকিৎসক শিক্ষকরা।

টিচার্স-ডে'তে এবার উপোস করবেন শিক্ষকরা (ইটিভি ভারত)

রায়গঞ্জ মেডিক্যাল কলেজের চিকিৎসক শিক্ষক ও চিকিৎসক বিদ্যুৎ বন্দোপাধ্যায় বলেন, "এবারের শিক্ষক দিবস অন্য বারের মতো নয়। আরজি করে যে ঘটনা ঘটেছে তার জেরে এবারের শিক্ষক দিবসে কোনও শিক্ষকের শুভেচ্ছা গ্রহণের নৈতিক অধিকার নেই। তাই এবারে মেডিক্যাল কলেজের চিকিৎসক তথা আমরা শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছি এবারে শিক্ষক দিবসে উপোস করব। আমরা কোনও উপহার নেব না। পাশাপাশি ওইদিন বিকেলে আমরা শপথগ্রহণও করব ৷"

তিনি জানান, নিজেদের কাছে শপথ নেবেন যে শিক্ষাঙ্গনে কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। দুর্নীতি দেখলে রুখে দাঁড়াবেন। আত্মশুদ্ধির বার্তা দিলেন ডাঃ বন্দ্যোপাধ্যায়। কারণ, আত্মশুদ্ধির মধ্যে দিয়েই সমাজ শুদ্ধ হবে বলে তিনি জানান। তাই সমস্ত স্তরের শিক্ষকদের এভাবেই দিনটিকে পালনের আবেদন জানিয়েছেন তিনি। চিকিৎসক শিক্ষকদের এমন অভিনব প্রতিবাদ করব সূচিকে সমর্থন জানিয়েছেন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারাও।

রায়গঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা দেবযানী মুখোপাধ্যায় জানিয়েছেন, আরজি করে যে ঘটনা ঘটেছে তা নারকীয় ! সকলেই প্রতিবাদ জানাচ্ছেন। এর মধ্যে চিকিৎসক তথা শিক্ষকদের এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন তিনি। রায়গঞ্জের দেবীনগর কৈলাস চন্দ্র রাধারানি বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা রাখি বিশ্বাস শিক্ষকদের এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছেন। বিশেষ করে আত্মশুদ্ধির বিষয়টিকে সমর্থন জানিয়েছেন তিনি। তিনি বলেন, "আগামী 5 সেপ্টেম্বর তাঁরাও কোনও উপহার গ্রহণ করবেন না।"

হাওড়ার তিন স্কুলকে শোকজের পরও আরজি কর ইস্যুতে পথে হুগলির দুই স্কুল

রায়গঞ্জ, 2 সেপ্টেম্বর: গত 9 অগস্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটে যায় একটি নারকীয় ঘটনা। এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। যার প্রতিবাদে গর্জে উঠেছে পুরো দেশ। সমস্ত স্তরের মানুষে এক যোগে আন্দোলনে সামিল হয়েছেন। একটাই আওয়াজ 'উই ওয়ান্ট জাস্টিস'। আর সামনেই আসছে শিক্ষক দিবস। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবারে শিক্ষক দিবসকে অন্যভাবে পালনের সিদ্ধান নিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের চিকিৎসক শিক্ষকরা।

টিচার্স-ডে'তে এবার উপোস করবেন শিক্ষকরা (ইটিভি ভারত)

রায়গঞ্জ মেডিক্যাল কলেজের চিকিৎসক শিক্ষক ও চিকিৎসক বিদ্যুৎ বন্দোপাধ্যায় বলেন, "এবারের শিক্ষক দিবস অন্য বারের মতো নয়। আরজি করে যে ঘটনা ঘটেছে তার জেরে এবারের শিক্ষক দিবসে কোনও শিক্ষকের শুভেচ্ছা গ্রহণের নৈতিক অধিকার নেই। তাই এবারে মেডিক্যাল কলেজের চিকিৎসক তথা আমরা শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছি এবারে শিক্ষক দিবসে উপোস করব। আমরা কোনও উপহার নেব না। পাশাপাশি ওইদিন বিকেলে আমরা শপথগ্রহণও করব ৷"

তিনি জানান, নিজেদের কাছে শপথ নেবেন যে শিক্ষাঙ্গনে কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। দুর্নীতি দেখলে রুখে দাঁড়াবেন। আত্মশুদ্ধির বার্তা দিলেন ডাঃ বন্দ্যোপাধ্যায়। কারণ, আত্মশুদ্ধির মধ্যে দিয়েই সমাজ শুদ্ধ হবে বলে তিনি জানান। তাই সমস্ত স্তরের শিক্ষকদের এভাবেই দিনটিকে পালনের আবেদন জানিয়েছেন তিনি। চিকিৎসক শিক্ষকদের এমন অভিনব প্রতিবাদ করব সূচিকে সমর্থন জানিয়েছেন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারাও।

রায়গঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা দেবযানী মুখোপাধ্যায় জানিয়েছেন, আরজি করে যে ঘটনা ঘটেছে তা নারকীয় ! সকলেই প্রতিবাদ জানাচ্ছেন। এর মধ্যে চিকিৎসক তথা শিক্ষকদের এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন তিনি। রায়গঞ্জের দেবীনগর কৈলাস চন্দ্র রাধারানি বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা রাখি বিশ্বাস শিক্ষকদের এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছেন। বিশেষ করে আত্মশুদ্ধির বিষয়টিকে সমর্থন জানিয়েছেন তিনি। তিনি বলেন, "আগামী 5 সেপ্টেম্বর তাঁরাও কোনও উপহার গ্রহণ করবেন না।"

হাওড়ার তিন স্কুলকে শোকজের পরও আরজি কর ইস্যুতে পথে হুগলির দুই স্কুল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.