ETV Bharat / state

রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা, জনসমুদ্রে ভাসল জলপাইগুড়ি - Bharat Jodo Nyay Yatra

Rahul Gandhi: আজ ফের শুরু হল ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ রবিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নামেন রাহুল গান্ধি ৷ তারপর সেখান থেকে জলপাইগুড়ি পৌঁছে যাত্রার সূচনা করেন তিনি ৷

ETV Bhart
জলপাইগুড়িতে রোড শো করছেন রাহুল গান্ধি
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 4:54 PM IST

Updated : Jan 28, 2024, 5:20 PM IST

জলপাইগুড়িতে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধি

জলপাইগুড়ি, 28 জানুয়ারি: যাত্রায় ফিরলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ রবিবার সকালে জলপাইগুড়ি থেকে ফের শুরু হল ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ ওয়েনাড়ের কংগ্রেস সাংসদকে দেখতে রাস্তায় ঢল নামল মানুষের ৷ জলপাইগুড়ি পিডব্লিউডি মোড় থেকে এসইউভিতে বেগুনটারি মোড় পর্যন্ত রোড শো করেন সনিয়া-পুত্র ৷ এদিন দুপুর 2টো 44 মিনিটে শিলিগুড়ি থেকে সড়ক পথে জলপাইগুড়িতে আসেন রাহুল গান্ধি ৷ শহরের পিডব্লিউডি মোড় থেকে গাড়ি থেকে পায়ে হেঁটে নেতাজি সুভাষ চন্দ্র বোসের মূর্তিতে মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাহুল ৷

এরপর হুড খোলা গাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে সঙ্গে নিয়ে রোড শো করেন কংগ্রেস নেতা ৷ জলপাইগুড়িতে রাহুল গান্ধি আসছেন, এই খবরে রাস্তার দু'ধারে হাজার হাজার মানুষ তাঁকে দেখতে সার দিয়ে অপেক্ষা করছিলেন ৷

এদিন ভারত জোড়ো ন্যায় যাত্রা পিডব্লিউডি মোড় থেকে পোস্ট অফিস মোড়, থানা মোড় হয়ে কদমতলায় পৌঁছয় ৷ এরপর কদমতলা থেকে বেগুনটারি পর্যন্ত হুড খোলা গাড়িতে রোড শো করে গাড়ি থেকে নেমে যান রাহুল । এরপর তিনি বাসে উঠে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন । রাহুলকে দেখে কেউ গোলাপ দিলেন, কেউ বা ছবি উপহার দেন ৷ সবমিলিয়ে রবিবাসরীয় ন্যায় যাত্রায় রাহুল নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷

ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় রাহুল গান্ধি বাবুপাড়া থেকে এক পড়ুয়াকে তাঁর গাড়িতে তুলে নেন ৷ এরপর ওই পড়ুয়াকে সঙ্গে নিয়ে থানা মোড় পর্যন্ত যান ৷ এরপর প্রভাত মোড়ে এক ছাত্রীকে তাঁর গাড়িতে তুলে নেন ৷ এইভাবেই তিনি জলপাইগুড়িতে সাধারণ মানুষের মধ্যে মিশে যান ৷

এদিনের ভারত জোড়ো ন্যায় যাত্রার মিছিলে ছিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী-সহ অন্য কংগ্রেস নেতারা ৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "জলপাইগুড়ির মানুষ আজ জনসমুদ্র দেখল ৷ আজ যেভাবে মানুষ রাহুলের জনসংযোগ যাত্রায় রাস্তার নেমে এসেছিলেন তাতে আমরা আপ্লুত ৷ হাজার হাজার মানুষ তাঁকে স্বাগত জানিয়েছেন ৷" কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা আজ রাতে শিলিগুড়িতেই থাকবে ৷ সোমবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের যাবে ন্যায় যাত্রা ৷ এরপর বিহারে পৌঁছবে ৷

আরও পড়ুন:

  1. রাহুলের জন্য তিস্তার বোরোলি মাছের ঝোল-সহ 14 রকমের খাবারের আয়োজন জলপাইগুড়িতে
  2. জলপাইগুড়িতে রাহুলের পদযাত্রায় কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় পুলিশ
  3. নীতীশকে গিরগিটির সঙ্গে তুলনা জয়রামের, বললেন 'বিশ্বাসঘাতক'

জলপাইগুড়িতে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধি

জলপাইগুড়ি, 28 জানুয়ারি: যাত্রায় ফিরলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ রবিবার সকালে জলপাইগুড়ি থেকে ফের শুরু হল ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ ওয়েনাড়ের কংগ্রেস সাংসদকে দেখতে রাস্তায় ঢল নামল মানুষের ৷ জলপাইগুড়ি পিডব্লিউডি মোড় থেকে এসইউভিতে বেগুনটারি মোড় পর্যন্ত রোড শো করেন সনিয়া-পুত্র ৷ এদিন দুপুর 2টো 44 মিনিটে শিলিগুড়ি থেকে সড়ক পথে জলপাইগুড়িতে আসেন রাহুল গান্ধি ৷ শহরের পিডব্লিউডি মোড় থেকে গাড়ি থেকে পায়ে হেঁটে নেতাজি সুভাষ চন্দ্র বোসের মূর্তিতে মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাহুল ৷

এরপর হুড খোলা গাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে সঙ্গে নিয়ে রোড শো করেন কংগ্রেস নেতা ৷ জলপাইগুড়িতে রাহুল গান্ধি আসছেন, এই খবরে রাস্তার দু'ধারে হাজার হাজার মানুষ তাঁকে দেখতে সার দিয়ে অপেক্ষা করছিলেন ৷

এদিন ভারত জোড়ো ন্যায় যাত্রা পিডব্লিউডি মোড় থেকে পোস্ট অফিস মোড়, থানা মোড় হয়ে কদমতলায় পৌঁছয় ৷ এরপর কদমতলা থেকে বেগুনটারি পর্যন্ত হুড খোলা গাড়িতে রোড শো করে গাড়ি থেকে নেমে যান রাহুল । এরপর তিনি বাসে উঠে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন । রাহুলকে দেখে কেউ গোলাপ দিলেন, কেউ বা ছবি উপহার দেন ৷ সবমিলিয়ে রবিবাসরীয় ন্যায় যাত্রায় রাহুল নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷

ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় রাহুল গান্ধি বাবুপাড়া থেকে এক পড়ুয়াকে তাঁর গাড়িতে তুলে নেন ৷ এরপর ওই পড়ুয়াকে সঙ্গে নিয়ে থানা মোড় পর্যন্ত যান ৷ এরপর প্রভাত মোড়ে এক ছাত্রীকে তাঁর গাড়িতে তুলে নেন ৷ এইভাবেই তিনি জলপাইগুড়িতে সাধারণ মানুষের মধ্যে মিশে যান ৷

এদিনের ভারত জোড়ো ন্যায় যাত্রার মিছিলে ছিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী-সহ অন্য কংগ্রেস নেতারা ৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "জলপাইগুড়ির মানুষ আজ জনসমুদ্র দেখল ৷ আজ যেভাবে মানুষ রাহুলের জনসংযোগ যাত্রায় রাস্তার নেমে এসেছিলেন তাতে আমরা আপ্লুত ৷ হাজার হাজার মানুষ তাঁকে স্বাগত জানিয়েছেন ৷" কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা আজ রাতে শিলিগুড়িতেই থাকবে ৷ সোমবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের যাবে ন্যায় যাত্রা ৷ এরপর বিহারে পৌঁছবে ৷

আরও পড়ুন:

  1. রাহুলের জন্য তিস্তার বোরোলি মাছের ঝোল-সহ 14 রকমের খাবারের আয়োজন জলপাইগুড়িতে
  2. জলপাইগুড়িতে রাহুলের পদযাত্রায় কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় পুলিশ
  3. নীতীশকে গিরগিটির সঙ্গে তুলনা জয়রামের, বললেন 'বিশ্বাসঘাতক'
Last Updated : Jan 28, 2024, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.