বহরমপুর, 1 ফেব্রুয়ারি: দ্বিতীয় দফার ন্যায় যাত্রা চলছে পশ্চিমবঙ্গে ৷ বৃহস্পতিবার সকালে কংগ্রেস গড় মুর্শিদাবাদে প্রবেশ করল ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ জেলায় পৌঁছে সরাসরি বিড়ি শ্রমিকদের বাড়িতে গেলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷
বিড়ি শ্রমিকদের মাঝেই বসে পড়লেন কংগ্রেস সাংসদ ৷ কথা বললেন বিড়ি শ্রমিকদের সঙ্গে ৷ শ্রমিকরা কেমন মজুরি পান, তাদের সমস্যার কথা শুনলেন রাহুল ৷ এদিন রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল হয়েছিলেন প্রবীণ বাম নেতা সুজন চক্রবর্তীও ৷ বামফ্রন্টের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পদযাত্রায় যোগ দেওয়ার কথা রয়েছে ৷ গতকাল রাহুলের গাড়ির কাচ ভাঙা নিয়ে তরজা শুরু হয় ৷ তবে দিনের শেষে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে জানান, হুড়োহুড়ির ফলেই কংগ্রেস সাংসদের গাড়ির কাঁচ ভেঙেছে ৷
এদিকে বুধবারই বহরমপুরের প্রশাসনিক সভা থেকে ঝাঁঝাল গলায় মুখ্যমন্ত্রী বলেন, "কংগ্রেসের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ করেছে বামফ্রন্ট ৷ বামফ্রন্ট বিজেপির প্রধান দালাল ৷ কংগ্রেসকে দুটো আসন দিতে চেয়েছিলাম ৷ ওরা রাজি হয়নি ৷" তিনি কটাক্ষ করে বলেন, "ওদের 42টা চাই ৷ একটাও দেব না ৷ আমি একাই লড়ব ৷ আমার ক্ষমতা আছে ৷" অন্যদিকে বামফ্রন্টের দুই শীর্ষ নেতা আজ ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দিয়েছেন ৷ মিছিলে দুই দলের দলীয় পতাকা মিশে একাকার হয়ে যেতে দেখা গেল ৷
মুর্শিদাবাদে ঢুকে প্রথমেই বিড়ি মহল্লায় পা রাখেন রাহুল গান্ধি ৷ বিড়ি শিল্পীদের বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি ৷ জেলায় প্রায় 13 লক্ষ বিড়ি শ্রমিক রয়েছে ৷ বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে বামেদের সাতটি সংগঠন দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে ৷ বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও পদযাত্রা করেন ৷ বিড়ি শ্রমিকদের ভোট ব্যাঙ্কে কবজা করতে মরিয়া বাম কংগ্রেস ৷
আরও পড়ুন: