ETV Bharat / state

'আপনারা বুদ্ধিজীবী, দেশকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব আপনাদের'; শিলিগুড়িতে মন্তব্য রাহুলের - Bharat Jodo Nyay Yatra

Rahul Gandhi: ভারত জোড়ো ন্যায় যাত্রায় আজ সন্ধ্যায় শিলিগুড়িতে সংক্ষিপ্ত ভাষণে বাঙালির ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ বাঙালিদের বুদ্ধিজীবী বললেন। মনে করিয়ে দিলেন, দেশকে পথ দেখানোর দায়িত্ব বাঙালির ৷

ETV Bharat
ভারত জোড়ো ন্যায় যাত্রায় শিলিগুড়িতে রাহুল গান্ধি
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 9:47 PM IST

শিলিগুড়িতে বক্তৃতা দিচ্ছেন রাহুল গান্ধি

শিলিগুড়ি, 28 জানুয়ারি: "ইংরেজদের বিরুদ্ধে মতাদর্শের দিক দিয়ে লড়াইয়ে কাজটা আপনারা বাঙালিরাই করেছিলেন ৷ আপনারা বাঙালি ৷ তাই এখনও দেশকে পথ দেখানোটা আপনাদেরই দায়িত্ব"। এমনটাই বললেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ রবিবার সন্ধ্যায় শিলিগুড়িতে পৌঁছে তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে এই বার্তা দেন ৷

দু'দিন বন্ধ থাকার পর রবিবার জলপাইগুড়ি থেকে ফের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে ৷ তাঁর এই যাত্রায় পা মিলিয়েছে সিপিএম ৷ এদিন কেন্দ্রীয় সরকারের অগ্নিবীর প্রকল্পের তীব্র সমালোচনা করেন রাহুল ৷ পাশাপাশি তাঁর দাবি, তাঁরা ক্ষমতায় এলে দেশের সেনা বাহিনীর সকলের সঙ্গে ন্যায় হবে। তাঁর কথায়, " আপনি যদি দেশের জন্য প্রাণ দেন, তাহলে আমি আপনাকে গ্য়ারান্টি দিচ্ছি, আপনি শহিদ হলে, আপনার পরিবারকে দেশের সেনা, বায়ুসেনা, নৌবাহিনী রক্ষা করবে ৷ আপনার পরিবার পেনশন পাবে ৷"

তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রার বাসে ওঠার আগে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, "বাংলা কোনও সাধারণ জায়গা নয়, একটা বিশেষ জায়গা ৷ বাংলায় আজ আমি যে ভালোবাসা পেলাম, তা হয়তো অন্য কোনও প্রদেশে পাইনি ৷ আপনারা আপনাদের সব শক্তি দিয়ে এই যাত্রায় অংশ নিয়েছেন ৷ তার জন্য আপনাদের ধন্যবাদ ৷"

ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে বাঙালির ভূমিকা প্রসঙ্গে রাহুল বলেন, "ইংরেজদের বিরুদ্ধে আদর্শের দিক দিয়ে লড়াইয়ের কাজটা আপনারা বাঙালিরা করেছিলেন ৷ আপনারা বুদ্ধিজীবী ৷ এটা কখনও ভুলে যাবেন না ৷ আপনারা একে অপরের সঙ্গে মিলেমিশে চলেন ৷ দেশকে চলার পথ দেখানোটা আপনাদের দায়িত্ব ৷ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন, স্বামী বিবেকানন্দ করেছেন। তাই আপনাদের মধ্যে এই ক্ষমতা আছে ৷ এই আগুন প্রতিটি বাঙালির মধ্যে আছে ৷ এমনকী ছোট শিশুর মধ্যেও সেই স্ফুলিঙ্গ আছে ৷ তাই গভীর চিন্তনের মধ্য দিয়ে, একসঙ্গে কাজ করে আপনাদের ভারতকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিতে হবে ৷ আমি জানি, আপনারা সেটা পারবেন ৷"

আরও পড়ুন:

  1. রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা, জনসমুদ্রে ভাসল জলপাইগুড়ি
  2. ভারত জোড়ো ন্যায় যাত্রায় পা মেলাল বামফ্রন্ট, জেলা নেতৃত্বকে স্বাগত কংগ্রেসের
  3. রাহুলের ন্যায় যাত্রার ঘিরে জট , 'রাজনৈতিক অসভ্যতা' বলে কটাক্ষ অধীরের

শিলিগুড়িতে বক্তৃতা দিচ্ছেন রাহুল গান্ধি

শিলিগুড়ি, 28 জানুয়ারি: "ইংরেজদের বিরুদ্ধে মতাদর্শের দিক দিয়ে লড়াইয়ে কাজটা আপনারা বাঙালিরাই করেছিলেন ৷ আপনারা বাঙালি ৷ তাই এখনও দেশকে পথ দেখানোটা আপনাদেরই দায়িত্ব"। এমনটাই বললেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ রবিবার সন্ধ্যায় শিলিগুড়িতে পৌঁছে তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে এই বার্তা দেন ৷

দু'দিন বন্ধ থাকার পর রবিবার জলপাইগুড়ি থেকে ফের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে ৷ তাঁর এই যাত্রায় পা মিলিয়েছে সিপিএম ৷ এদিন কেন্দ্রীয় সরকারের অগ্নিবীর প্রকল্পের তীব্র সমালোচনা করেন রাহুল ৷ পাশাপাশি তাঁর দাবি, তাঁরা ক্ষমতায় এলে দেশের সেনা বাহিনীর সকলের সঙ্গে ন্যায় হবে। তাঁর কথায়, " আপনি যদি দেশের জন্য প্রাণ দেন, তাহলে আমি আপনাকে গ্য়ারান্টি দিচ্ছি, আপনি শহিদ হলে, আপনার পরিবারকে দেশের সেনা, বায়ুসেনা, নৌবাহিনী রক্ষা করবে ৷ আপনার পরিবার পেনশন পাবে ৷"

তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রার বাসে ওঠার আগে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, "বাংলা কোনও সাধারণ জায়গা নয়, একটা বিশেষ জায়গা ৷ বাংলায় আজ আমি যে ভালোবাসা পেলাম, তা হয়তো অন্য কোনও প্রদেশে পাইনি ৷ আপনারা আপনাদের সব শক্তি দিয়ে এই যাত্রায় অংশ নিয়েছেন ৷ তার জন্য আপনাদের ধন্যবাদ ৷"

ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে বাঙালির ভূমিকা প্রসঙ্গে রাহুল বলেন, "ইংরেজদের বিরুদ্ধে আদর্শের দিক দিয়ে লড়াইয়ের কাজটা আপনারা বাঙালিরা করেছিলেন ৷ আপনারা বুদ্ধিজীবী ৷ এটা কখনও ভুলে যাবেন না ৷ আপনারা একে অপরের সঙ্গে মিলেমিশে চলেন ৷ দেশকে চলার পথ দেখানোটা আপনাদের দায়িত্ব ৷ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন, স্বামী বিবেকানন্দ করেছেন। তাই আপনাদের মধ্যে এই ক্ষমতা আছে ৷ এই আগুন প্রতিটি বাঙালির মধ্যে আছে ৷ এমনকী ছোট শিশুর মধ্যেও সেই স্ফুলিঙ্গ আছে ৷ তাই গভীর চিন্তনের মধ্য দিয়ে, একসঙ্গে কাজ করে আপনাদের ভারতকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিতে হবে ৷ আমি জানি, আপনারা সেটা পারবেন ৷"

আরও পড়ুন:

  1. রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা, জনসমুদ্রে ভাসল জলপাইগুড়ি
  2. ভারত জোড়ো ন্যায় যাত্রায় পা মেলাল বামফ্রন্ট, জেলা নেতৃত্বকে স্বাগত কংগ্রেসের
  3. রাহুলের ন্যায় যাত্রার ঘিরে জট , 'রাজনৈতিক অসভ্যতা' বলে কটাক্ষ অধীরের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.