ETV Bharat / state

রাহুল গান্ধির কনভয়ে দুর্ঘটনা, আটক গাড়ি-সহ 2 চালক - Rahul Gandhi

Rahul Gandhi Convoy Accident: বাংলায় রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার পঞ্চম দিন ছিল শুক্রবার ৷ এদিন মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় এই যাত্রার অনুমতি দেয়নি বীরভূম জেলা পুলিশ। তাই জাঁকজমকহীন ভাবেই প্রায় 55 কিলোমিটার ন্যায় যাত্রা করলেন রাহুল গান্ধি, জয়রাম রমেশ, অধীর রঞ্জন চৌধুরীরা ৷ প্রথম থেকেই এই যাত্রায় বিশৃঙ্খলা ছিল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 6:19 PM IST

মুরারই, 2 ফেব্রুয়ারি: রাহুল গান্ধির কনভয়ে দুর্ঘটনা ৷ জানা গিয়েছে, কনভয়ের একটি অ্য়াম্বুলেন্স ধাক্কা মারে বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার ও ওসি'র গাড়িতে। তিনটি গাড়ি-সহ 2 চালককে আটক করেছে বীরভূম পুলিশ। ঝাড়খণ্ড ঢোকার মুখেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও, রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা ততক্ষণে ঝাড়খণ্ডে পৌঁছে গিয়েছিল বলে খবর। স্বভাবতই নেতার চোট লাগেনি।

রাজ্যে কংগ্রেসের এই প্রাক্তন সভাপতির ভারত জোড়ো ন্যায় যাত্রার পঞ্চম দিন ছিল শুক্রবার ৷ এদিন মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় এই যাত্রার অনুমতি দেয়নি বীরভূম জেলা পুলিশ। তাই জাঁকজমকহীন ভাবেই প্রায় 55 কিলোমিটার ন্যায় যাত্রা করলেন রাহুল গান্ধি, জয়রাম রমেশ, অধীর রঞ্জন চৌধুরীরা ৷ প্রথম থেকেই এই যাত্রায় বিশৃঙ্খলা ছিল ৷ রাহুলের মধ্যাহ্ন ভোজনের সময় কংগ্রেস কর্মীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ৷ এরপর রাহুল গান্ধির ভারতজোড়ো ন্যায় যাত্রা বেরিয়ে যায় ঝাড়খণ্ডের উদ্দেশ্যে ৷

ঝাড়খণ্ড ঢোকার মুখে রাহুল গান্ধির কনভয়ে থাকা অ্য়াম্বুলেন্স ধাক্কা মারে বীরভূমের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) সুরজিৎ কুমার দে ও এসওজি-র ওসি জাহিরুল ইসলামের গাড়িতে ৷ ঘটনায় রাহুল গান্ধির কনভয়ে থাকা দুটি অ্যাম্বুলেন্স ও একটি ছোট মাল বোঝাই গাড়িকে আটক করে বীরভূম পুলিশ। সঙ্গে 2 জন চালককেও আটক করা হয় ৷ যদিও, ঘটনায় কেউ গুরুত্বর জখম হয়নি বলেই খবর। তবে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা ঝাড়খণ্ড রাজ্যে পৌঁছে গিয়েছে। বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, "একটা দুর্ঘটনা ঘটেছে। তিনটি গাড়ি ও দুই জনকে আটক করা হয়েছে।"

আরও পড়ুন

চলছে মাধ্যমিক, শর্ত মেনে শুরু ভারত জোড়ো ন্যায় যাত্রা; আজই ঝাড়খণ্ডে রাহুল

বীরভূমে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় চরম বিশৃঙ্খলা

'কালীঘাটে গিয়ে পুজা দিয়েছে মনে হয়', শুক্রে এজলাসে প্রতিক্রিয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

মুরারই, 2 ফেব্রুয়ারি: রাহুল গান্ধির কনভয়ে দুর্ঘটনা ৷ জানা গিয়েছে, কনভয়ের একটি অ্য়াম্বুলেন্স ধাক্কা মারে বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার ও ওসি'র গাড়িতে। তিনটি গাড়ি-সহ 2 চালককে আটক করেছে বীরভূম পুলিশ। ঝাড়খণ্ড ঢোকার মুখেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও, রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা ততক্ষণে ঝাড়খণ্ডে পৌঁছে গিয়েছিল বলে খবর। স্বভাবতই নেতার চোট লাগেনি।

রাজ্যে কংগ্রেসের এই প্রাক্তন সভাপতির ভারত জোড়ো ন্যায় যাত্রার পঞ্চম দিন ছিল শুক্রবার ৷ এদিন মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় এই যাত্রার অনুমতি দেয়নি বীরভূম জেলা পুলিশ। তাই জাঁকজমকহীন ভাবেই প্রায় 55 কিলোমিটার ন্যায় যাত্রা করলেন রাহুল গান্ধি, জয়রাম রমেশ, অধীর রঞ্জন চৌধুরীরা ৷ প্রথম থেকেই এই যাত্রায় বিশৃঙ্খলা ছিল ৷ রাহুলের মধ্যাহ্ন ভোজনের সময় কংগ্রেস কর্মীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ৷ এরপর রাহুল গান্ধির ভারতজোড়ো ন্যায় যাত্রা বেরিয়ে যায় ঝাড়খণ্ডের উদ্দেশ্যে ৷

ঝাড়খণ্ড ঢোকার মুখে রাহুল গান্ধির কনভয়ে থাকা অ্য়াম্বুলেন্স ধাক্কা মারে বীরভূমের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) সুরজিৎ কুমার দে ও এসওজি-র ওসি জাহিরুল ইসলামের গাড়িতে ৷ ঘটনায় রাহুল গান্ধির কনভয়ে থাকা দুটি অ্যাম্বুলেন্স ও একটি ছোট মাল বোঝাই গাড়িকে আটক করে বীরভূম পুলিশ। সঙ্গে 2 জন চালককেও আটক করা হয় ৷ যদিও, ঘটনায় কেউ গুরুত্বর জখম হয়নি বলেই খবর। তবে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা ঝাড়খণ্ড রাজ্যে পৌঁছে গিয়েছে। বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, "একটা দুর্ঘটনা ঘটেছে। তিনটি গাড়ি ও দুই জনকে আটক করা হয়েছে।"

আরও পড়ুন

চলছে মাধ্যমিক, শর্ত মেনে শুরু ভারত জোড়ো ন্যায় যাত্রা; আজই ঝাড়খণ্ডে রাহুল

বীরভূমে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় চরম বিশৃঙ্খলা

'কালীঘাটে গিয়ে পুজা দিয়েছে মনে হয়', শুক্রে এজলাসে প্রতিক্রিয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.