ETV Bharat / state

মনোনয়ন জমা রচনার, অভিনেত্রীর ছবি দেওয়া পাঞ্জাবিতে হাজির স্বামী প্রবাল - Lok Sabha Election 2024

Rachna Banerjee Vote Campaign: সোমবার স্বামী প্রবাল বসুকে নিয়ে চুঁচুড়া জেলা শাসক অফিসে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
মনোনয়ন জমা দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 8:28 PM IST

মনোনয়নে পাশে থাকলেন স্বামী প্রবাল

চুঁচুড়া, 29 এপ্রিল: শুধু জীবন সঙ্গী হিসেবে নয়, রাজনীতিতেও পাশে থাকছেন রচনার স্বামী প্রবাস বসু। তৃণমূল প্রার্থী রচনার মনোনয়নের দিন তাঁর ছবি দেওয়া পাঞ্জাবি পরেছেন স্বামী প্রবাল। এছাড়াও স্পেশাল পোশাকে বাল্যকালের বন্ধুদেরও দেখা যায় চুঁচুড়া জেলা শাসক অফিসে। এদিন বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন রচনা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতা কর্মী-সমর্থকরাও হাজির ছিলেন এদিন।

তৃণমূলের নেতারা ছাড়াও কলকাতা থেকে কুড়িজন বন্ধু আসেন রচনার প্রচারে। সাদা পাজামা-পাঞ্জাবিতে দেখা যায় স্বামী প্রবাল ও বন্ধুদের ৷ নজর কাড়ে পাঞ্জাবিতে রচনার ছবি দিয়ে আঁকা তৃণমূলের জোড়াফুল ৷ রচনার স্বামী প্রবাল বলেন, "স্ত্রী হিসাবে রচনা যথেষ্টই সক্ষম ও স্বাধীন। রাজনীতিবিদ হিসেবে তার ব্যতিক্রম হবে না ৷ আমি ওর পাশে আছি। সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে এসেছে রচনা । যেটাই করেছে সেটাই সফলতার সঙ্গে করেছে । আমাদের পরিবারের তরফে চেষ্টা করছি । স্থানীয় নেতৃত্বরা লড়াই করছেন। পরিশ্রমের জন্য প্রস্তুত থাকলে কোনও অসুবিধা হয় না। মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আছে আর আমরাও পাশে আছি।"

মনোনয়ন জমা দেওয়ার পর রচনা জানান, নতুন অভিজ্ঞতা হয়েছে ৷ ভালো লাগছে ৷ নতুন জায়গায় দাঁড়িয়ে নতুন কাজ ৷ আশা করি ভালোই হবে। আমার স্বামী থেকে বন্ধু-বান্ধবরা এসেছেন। তৃণমূলের জোড়া ফুল আঁকা ও আমার ছবি দেওয়া জামা কাপড় পরেই ওঁরা এসেছেন। সকলেই উচ্ছসিত। প্রত্যেকে সমর্থন করছেন। আমার বন্ধুরাই আমার কাছে বাড়তি অক্সিজেন। এটা আমার কাছে একটা সারপ্রাইজ গিফট।

অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী রচনার ছোট বেলার বন্ধু পারমিতা ঘোষ বলেন, "আমরা মনে করছি রচনা বন্দ্যোপাধ্যায় জিতবে। ওর সময়ের নিয়মানুবর্তিতা ও কাজের প্রতি নিষ্ঠা জয় আনবে। রচনা পরিশ্রম করে নিজের জায়গাটাকে ধরে রেখেছে আজও। সেটা দিদি নম্বর ওয়ান দেখলেই বোঝা যায়। মানুষের ভালোবাসাই রচনাকে জেতাবে।"

সোমবার হুগলি জেলাশাসকের কাছে মনোনয়ন জমা দেন তৃণমূলের তারকা প্রার্থী তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে বাদ্যযন্ত্র সহকারে হুড খোলা গাড়িতে চড়ে খাদিনামোড় পর্যন্ত শোভাযাত্রা কারে মনোনয়ন জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন তার স্বামী প্রবাল বসু, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, অসিত মজুমদার । জেলাশাসক মুক্তা আর্যর কাছে মনোনয়ন জমা দেন রচনা বন্দ্যোপাধ্যায় । ভোটের ময়দানে তাঁর ভাগ্য পরীক্ষা হবে 20 মে ৷

আরও পড়ুন

1. কী রয়েছে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী ‘নির্ভয়া দিদি’র সম্পত্তির হিসেবনিকেশে ?

2. কমিশনের ভয়! জাতগোখরো এখন অতীত, নয়া সংলাপ মহাগুরুর

3. গেরুয়া শক্তিকে হারাতে নাগরিক সমাজের এবারের স্লোগান 'ডিফিট বিজেপি'

মনোনয়নে পাশে থাকলেন স্বামী প্রবাল

চুঁচুড়া, 29 এপ্রিল: শুধু জীবন সঙ্গী হিসেবে নয়, রাজনীতিতেও পাশে থাকছেন রচনার স্বামী প্রবাস বসু। তৃণমূল প্রার্থী রচনার মনোনয়নের দিন তাঁর ছবি দেওয়া পাঞ্জাবি পরেছেন স্বামী প্রবাল। এছাড়াও স্পেশাল পোশাকে বাল্যকালের বন্ধুদেরও দেখা যায় চুঁচুড়া জেলা শাসক অফিসে। এদিন বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন রচনা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতা কর্মী-সমর্থকরাও হাজির ছিলেন এদিন।

তৃণমূলের নেতারা ছাড়াও কলকাতা থেকে কুড়িজন বন্ধু আসেন রচনার প্রচারে। সাদা পাজামা-পাঞ্জাবিতে দেখা যায় স্বামী প্রবাল ও বন্ধুদের ৷ নজর কাড়ে পাঞ্জাবিতে রচনার ছবি দিয়ে আঁকা তৃণমূলের জোড়াফুল ৷ রচনার স্বামী প্রবাল বলেন, "স্ত্রী হিসাবে রচনা যথেষ্টই সক্ষম ও স্বাধীন। রাজনীতিবিদ হিসেবে তার ব্যতিক্রম হবে না ৷ আমি ওর পাশে আছি। সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে এসেছে রচনা । যেটাই করেছে সেটাই সফলতার সঙ্গে করেছে । আমাদের পরিবারের তরফে চেষ্টা করছি । স্থানীয় নেতৃত্বরা লড়াই করছেন। পরিশ্রমের জন্য প্রস্তুত থাকলে কোনও অসুবিধা হয় না। মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আছে আর আমরাও পাশে আছি।"

মনোনয়ন জমা দেওয়ার পর রচনা জানান, নতুন অভিজ্ঞতা হয়েছে ৷ ভালো লাগছে ৷ নতুন জায়গায় দাঁড়িয়ে নতুন কাজ ৷ আশা করি ভালোই হবে। আমার স্বামী থেকে বন্ধু-বান্ধবরা এসেছেন। তৃণমূলের জোড়া ফুল আঁকা ও আমার ছবি দেওয়া জামা কাপড় পরেই ওঁরা এসেছেন। সকলেই উচ্ছসিত। প্রত্যেকে সমর্থন করছেন। আমার বন্ধুরাই আমার কাছে বাড়তি অক্সিজেন। এটা আমার কাছে একটা সারপ্রাইজ গিফট।

অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী রচনার ছোট বেলার বন্ধু পারমিতা ঘোষ বলেন, "আমরা মনে করছি রচনা বন্দ্যোপাধ্যায় জিতবে। ওর সময়ের নিয়মানুবর্তিতা ও কাজের প্রতি নিষ্ঠা জয় আনবে। রচনা পরিশ্রম করে নিজের জায়গাটাকে ধরে রেখেছে আজও। সেটা দিদি নম্বর ওয়ান দেখলেই বোঝা যায়। মানুষের ভালোবাসাই রচনাকে জেতাবে।"

সোমবার হুগলি জেলাশাসকের কাছে মনোনয়ন জমা দেন তৃণমূলের তারকা প্রার্থী তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে বাদ্যযন্ত্র সহকারে হুড খোলা গাড়িতে চড়ে খাদিনামোড় পর্যন্ত শোভাযাত্রা কারে মনোনয়ন জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন তার স্বামী প্রবাল বসু, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, অসিত মজুমদার । জেলাশাসক মুক্তা আর্যর কাছে মনোনয়ন জমা দেন রচনা বন্দ্যোপাধ্যায় । ভোটের ময়দানে তাঁর ভাগ্য পরীক্ষা হবে 20 মে ৷

আরও পড়ুন

1. কী রয়েছে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী ‘নির্ভয়া দিদি’র সম্পত্তির হিসেবনিকেশে ?

2. কমিশনের ভয়! জাতগোখরো এখন অতীত, নয়া সংলাপ মহাগুরুর

3. গেরুয়া শক্তিকে হারাতে নাগরিক সমাজের এবারের স্লোগান 'ডিফিট বিজেপি'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.