ETV Bharat / state

প্রচারে ভূরিভোজ রচনার, চেয়ে খেলেন আলুপোস্ত - Lok Sabha Election 2024

Rachna Banerjee vote campaign: ভোট প্রচারে বেরিয়ে আদিবাসী মহিলার বাড়ি জমিয়ে দুপুরে ভোজন সারলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ কী কী খেলেন, জানালেন বিস্তারে ৷

Rachna Banerjee vote campaign
ভূরিভোজ রচনার
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 8:45 PM IST

আদিবাসী

বলাগড়, 20 এপ্রিল: দইয়ের পর ঘটি-বাঙাল ভুলে গরমে আলুপোস্ত দিয়ে জমিয়ে দুপুরের ভূরিভোজ সারলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ বলাগড়ের একতারপুরের প্রচার করতে গিয়ে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে মধ্যাহ্ন ভোজ সাড়েন তৃণমূলের তারকা প্রার্থী। জল-ডাব তো আছেই ৷ এবার তালিকায় নতুন সংযোজন আলু-পোস্ত ৷

শনিবার পরিকল্পনা মতোই প্রচারে বেরোন রচনা ৷ একতারপুরের গাজিপাড়ার আদিবাসী ছবি মান্ডির বাড়িতে তাঁর জন্য করা হয়েছিল এলাহি আয়োজন ৷ তৃণমূল প্রার্থীর জন্য শাক, ভাত, শুক্তো, ডাল, পটল ভাজা, আলু পোস্ত, আলু পটলের তরকারি সহযোগে ব্যবস্থা করা হয়েছিল দইয়েরও ৷ মাটির থালায় কলাপাতা দিয়ে সাজিয়ে খেতে দেওয়া হয় অভিনেত্রী তথা প্রার্থীকে ৷ মাটির বারান্দায় বসে স্থানীয় তৃনমূল নেতৃত্বের সঙ্গে মন ভরে ভোজ সারেন রচনা।

কেমন হয়েছে রান্না? রচনা প্রশ্নের উত্তরে বলেন, "প্রত্যেকটা আইটেম ভালোবেসে বানিয়েছেন ৷ খুব ভালোখেলাম।" আলু পোস্ত চেয়ে খেয়ে রচনা বলেন, "আমাকে দিতে ভুলে গিয়েছিল। আলুপোস্ত ভালোবাসি। সব বাঙালি খাবার খাই আর পোস্ত ছাড়া নিরামিষ খাবার অসম্পূর্ণ। যদিও আমি বাঙাল ৷ তবুও আলুপোস্ত খেতে ভালোবাসি।" মাটির দাওয়ায় বসে দিব্য চেটেপুটে সবকটা খাবার তৃপ্তি ভরে খান রচনা ৷ এদিন আবারও দই খেয়ে বলেন হুগলির দই ভালো। সিঙ্গুর না বলাগড়ের দই এ প্রশ্নে জানান, একটা জায়গার নাম বলে অন্য জায়াগকে দুঃখ দেওয়া ঠিক নয় ৷

রচনাকে দেখতে পেয়ে স্থানীয় অনেক মহিলা এসে জলের সমস্যার কথা তুলে ধরেন ৷ এই প্রসঙ্গে রচনা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলাগর ও পাণ্ডুয়ায় জলের সমস্যার জন্য কোটি টাকার প্রকল্প ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ৷ আশা করি মানুষের জলের সমস্যা মিটে যাবে।

অন্যদিকে, যাঁদের বাড়িতে বসে রচনা খাওয়া-দাওয়া সারেন সেই ছবি মান্ডি বলেন, "আমাদের ঘর নেই ৷ মাটির ঘরে বাস করছি। জলের কল ও শৌচালয় নেই।" এই অভিযোগ শুনে রচনা আশ্বস্ত করে জানিয়েছেন সব হয়ে যাবে ৷ ঠাকুরের উপর ভরসা রাখা উচিত ৷

আরও পড়ুন

1. গরমেও মেকআপ রচনার, ফিট থাকতে পরামর্শ 'দই খান'

2. 'অরিজিতকে কাজে লাগাতে চাই...' মমতার মন্তব্যে শোরগোল

3. 'দিল্লির কুকুর হওয়ার চেয়ে রয়্যাল বেঙ্গল হয়ে মাথা উঁচু করে বাঁচব', মমতার সুরেই হুঙ্কার অভিষেকের

আদিবাসী

বলাগড়, 20 এপ্রিল: দইয়ের পর ঘটি-বাঙাল ভুলে গরমে আলুপোস্ত দিয়ে জমিয়ে দুপুরের ভূরিভোজ সারলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ বলাগড়ের একতারপুরের প্রচার করতে গিয়ে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে মধ্যাহ্ন ভোজ সাড়েন তৃণমূলের তারকা প্রার্থী। জল-ডাব তো আছেই ৷ এবার তালিকায় নতুন সংযোজন আলু-পোস্ত ৷

শনিবার পরিকল্পনা মতোই প্রচারে বেরোন রচনা ৷ একতারপুরের গাজিপাড়ার আদিবাসী ছবি মান্ডির বাড়িতে তাঁর জন্য করা হয়েছিল এলাহি আয়োজন ৷ তৃণমূল প্রার্থীর জন্য শাক, ভাত, শুক্তো, ডাল, পটল ভাজা, আলু পোস্ত, আলু পটলের তরকারি সহযোগে ব্যবস্থা করা হয়েছিল দইয়েরও ৷ মাটির থালায় কলাপাতা দিয়ে সাজিয়ে খেতে দেওয়া হয় অভিনেত্রী তথা প্রার্থীকে ৷ মাটির বারান্দায় বসে স্থানীয় তৃনমূল নেতৃত্বের সঙ্গে মন ভরে ভোজ সারেন রচনা।

কেমন হয়েছে রান্না? রচনা প্রশ্নের উত্তরে বলেন, "প্রত্যেকটা আইটেম ভালোবেসে বানিয়েছেন ৷ খুব ভালোখেলাম।" আলু পোস্ত চেয়ে খেয়ে রচনা বলেন, "আমাকে দিতে ভুলে গিয়েছিল। আলুপোস্ত ভালোবাসি। সব বাঙালি খাবার খাই আর পোস্ত ছাড়া নিরামিষ খাবার অসম্পূর্ণ। যদিও আমি বাঙাল ৷ তবুও আলুপোস্ত খেতে ভালোবাসি।" মাটির দাওয়ায় বসে দিব্য চেটেপুটে সবকটা খাবার তৃপ্তি ভরে খান রচনা ৷ এদিন আবারও দই খেয়ে বলেন হুগলির দই ভালো। সিঙ্গুর না বলাগড়ের দই এ প্রশ্নে জানান, একটা জায়গার নাম বলে অন্য জায়াগকে দুঃখ দেওয়া ঠিক নয় ৷

রচনাকে দেখতে পেয়ে স্থানীয় অনেক মহিলা এসে জলের সমস্যার কথা তুলে ধরেন ৷ এই প্রসঙ্গে রচনা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলাগর ও পাণ্ডুয়ায় জলের সমস্যার জন্য কোটি টাকার প্রকল্প ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ৷ আশা করি মানুষের জলের সমস্যা মিটে যাবে।

অন্যদিকে, যাঁদের বাড়িতে বসে রচনা খাওয়া-দাওয়া সারেন সেই ছবি মান্ডি বলেন, "আমাদের ঘর নেই ৷ মাটির ঘরে বাস করছি। জলের কল ও শৌচালয় নেই।" এই অভিযোগ শুনে রচনা আশ্বস্ত করে জানিয়েছেন সব হয়ে যাবে ৷ ঠাকুরের উপর ভরসা রাখা উচিত ৷

আরও পড়ুন

1. গরমেও মেকআপ রচনার, ফিট থাকতে পরামর্শ 'দই খান'

2. 'অরিজিতকে কাজে লাগাতে চাই...' মমতার মন্তব্যে শোরগোল

3. 'দিল্লির কুকুর হওয়ার চেয়ে রয়্যাল বেঙ্গল হয়ে মাথা উঁচু করে বাঁচব', মমতার সুরেই হুঙ্কার অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.