কোচবিহার, 13 মার্চ: নিশীথ প্রামাণিককে না-হারানো পর্যন্ত তিনি আর আমিষ খাবার খাবেন না । এমনই 'পণ' করেছেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । পাশাপাশি বিজেপির নেতাদের গোবরজল খাওয়ানোর পরামর্শ দিয়েছেন তিনি ।
বুধবার কোচবিহার পৌরসভায় সাংবাদিকদের তিনি বলেন, "নিশীথ প্রামাণিক গত পাঁচ বছর কোচবিহার জেলার মানুষের উপর অনেক অত্যাচার করেছে । কোচবিহারের মানুষ গত পাঁচ বছরে তাঁকে দেখেননি । তাই তাঁকে হারিয়েই মাছ খাব বলে পণ করেছি ৷"
রবীন্দ্রনাথ ঘোষের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে কোচবিহার জেলাজুড়ে । যদিও বিজেপির কোচবিহার জেলা-সহ সভানেত্রী দীপা চক্রবর্তী বলেন, "রবীন্দ্রনাথ ঘোষ আগে ছিলেন মন্ত্রী । বিধানসভা নির্বাচনে হেরে পৌরসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন । আর তিনি যদি পণ করে থাকেন, নিশীথকে না হারিয়ে মাছ খাবেন না, তাহলে তাঁকে সারাজীবন নিরামিষ খেয়েই থাকতে হবে ।"
লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও তৃণমূল ও বিজেপি দু'দলই প্রার্থী ঘোষণা করে দিয়েছে । কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক । অপরদিকে, তৃণমূলের প্রার্থী সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া । দু'দলই ইতিমধ্যে ভোটপ্রচার শুরু করে দিয়েছে জোরকদমে । বিজেপি যেখানে 2019 সালের লোকসভা নির্বাচনে জেতা কোচবিহার নিজেদের দখলে রাখতে মরিয়া, সেখানে তৃণমূল এই আসন পুনরুদ্ধার করতে দিনরাত এক করে দিচ্ছে ।
এ সবের মধ্যেই বুধবার সেই নির্বাচনী যুদ্ধের উত্তাপ আরও বাড়িয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "ভোটের সময় আমি নিরামিষ খাই । এতে শরীর সুস্থ থাকে । ভোটপ্রচার করতে সুবিধা হয় । তবে এবারে পণ করেছি যে, নিশীথ প্রামাণিককে হারিয়েই মৎসমুখী করব ।" পাশাপাশি তিনি বলেন, "বিজেপি নেতাদের গোচনা খাওয়ার অভ্যাস আছে । আমি তাঁদের পরামর্শ দেব, যেন তাঁরা গোচনার পাশাপাশি জলে গোবর গুলে সেটাও ঘোলের মতো খান ৷ তাহলে এতদিন ধরে করা পাপ ওদের শুদ্ধ হবে ৷"
আরও পড়ুন: