ETV Bharat / state

আটদিন পরেও অধরা আততায়ী ! আদিবাসী তরুণী খুনে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা - Tribal Girl Murder Case - TRIBAL GIRL MURDER CASE

Bardhaman Tribal Girl Murder: 'মেয়েদের রাত দখলের' দিন বর্ধমানে উদ্ধার হয় এক আদিবাসী তরুণীর গলা কাটা দেহ ৷ আটদিন কেটে গেলেও এখনও কেউ ধরা পড়েনি ৷ ফলে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা ৷

Burdwan Tribal Girl Murder Case
আদিবাসী তরুণী খুনে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2024, 4:12 PM IST

বর্ধমান, 22 অগস্ট: আরজি কর কাণ্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন চলছে ৷ অন্যদিকে বর্ধমানের এক তরুণীকে নৃশংসভাবে খুনের পর আটদিন কেটে গেলেও এখনও ধরা পড়েনি আততায়ী, তা নিয়েই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ৷ প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও ৷ তরুণীর পরিবারের অভিযোগ, তদন্তের কোনও অগ্রগতি হয়নি ৷ একাধিকবার বিভিন্ন নেতা, পুলিশ আধিকারিকরা বাড়িতে এসে আশ্বাস দিয়ে গিয়েছে ৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, আততায়ী ওই তরুণীর পূর্ব পরিচিত ৷ ঘটনার দিন রাতে চেনা পথেই এসেছিল সে ৷ ফলে ঘটনা ঘটিয়ে তার পক্ষে পালিয়ে যাওয়া কিছুটা হলেও সহজ হয়েছে ৷ পুলিশের ধারণা, খুনের প্রমাণ লোপাট করার জন্য তরুণীর ফোনও সে নিয়ে গেছে ৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, তরুণী বাড়ি থেকে ফোন নিয়েই বেরিয়েছিলেন ৷ তাঁর গলাকাটা দেহ পাওয়া গেলেও মোবাইলের সন্ধান মেলেনি ৷

14 অগস্ট রাতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-2 ব্লকে গলা কেটে এক আদিবাসী তরুণীকে খুন করা হয় । বছর দু’য়েক আগে ওই তরুণী বেঙ্গালুরুতে একটা শপিং মলে কাজ করতে যান । কাজ করার পাশাপাশি তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে এমএ পড়ছিলেন । চলতি মাসের 12 তারিখ তিনি বাড়ি ফেরেন ৷ 14 অগস্ট রাত আট’টা নাগাদ তিনি মোবাইলে কথা বলতে বাড়ি থেকে বের হয়ে যান ৷ তারপর বাড়ি থেকে কিছুটা দূরে মেলে তাঁর গলাকাটা দেহ ।

জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, ‘‘ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । নয় সদস্যের এক তদন্তকারী দল তৈরি করা হয়েছে । তারা ঘটনার তদন্ত শুরু করেছেন । ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে এসেছে ।’’ একই সঙ্গে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি বলেও জানান পুলিশ সুপার ৷
আততায়ী ধরা পড়ছে না কেন ? সেই প্রশ্ন তুলে পথে নেমেছে আদিবাসী সংগঠন ভারত জাকা মাঝি পারগানা মহল ৷ পরপর দু’দিন বর্ধমানের গাংপুর, পূর্বস্থলীর নাদনঘাট, মেমারি ও জামালপুর এলাকায় পথ অবরোধ করে অপরাধীকে গ্রেফতারের দাবি জানায় তারা । এমনকী তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, পুলিশকে কয়েকদিন সময় দিয়েছে । সেই সময়ের মধ্যে অপরাধী ধরা না-পড়লে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন ৷

বর্ধমান, 22 অগস্ট: আরজি কর কাণ্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন চলছে ৷ অন্যদিকে বর্ধমানের এক তরুণীকে নৃশংসভাবে খুনের পর আটদিন কেটে গেলেও এখনও ধরা পড়েনি আততায়ী, তা নিয়েই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ৷ প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও ৷ তরুণীর পরিবারের অভিযোগ, তদন্তের কোনও অগ্রগতি হয়নি ৷ একাধিকবার বিভিন্ন নেতা, পুলিশ আধিকারিকরা বাড়িতে এসে আশ্বাস দিয়ে গিয়েছে ৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, আততায়ী ওই তরুণীর পূর্ব পরিচিত ৷ ঘটনার দিন রাতে চেনা পথেই এসেছিল সে ৷ ফলে ঘটনা ঘটিয়ে তার পক্ষে পালিয়ে যাওয়া কিছুটা হলেও সহজ হয়েছে ৷ পুলিশের ধারণা, খুনের প্রমাণ লোপাট করার জন্য তরুণীর ফোনও সে নিয়ে গেছে ৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, তরুণী বাড়ি থেকে ফোন নিয়েই বেরিয়েছিলেন ৷ তাঁর গলাকাটা দেহ পাওয়া গেলেও মোবাইলের সন্ধান মেলেনি ৷

14 অগস্ট রাতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-2 ব্লকে গলা কেটে এক আদিবাসী তরুণীকে খুন করা হয় । বছর দু’য়েক আগে ওই তরুণী বেঙ্গালুরুতে একটা শপিং মলে কাজ করতে যান । কাজ করার পাশাপাশি তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে এমএ পড়ছিলেন । চলতি মাসের 12 তারিখ তিনি বাড়ি ফেরেন ৷ 14 অগস্ট রাত আট’টা নাগাদ তিনি মোবাইলে কথা বলতে বাড়ি থেকে বের হয়ে যান ৷ তারপর বাড়ি থেকে কিছুটা দূরে মেলে তাঁর গলাকাটা দেহ ।

জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, ‘‘ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । নয় সদস্যের এক তদন্তকারী দল তৈরি করা হয়েছে । তারা ঘটনার তদন্ত শুরু করেছেন । ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে এসেছে ।’’ একই সঙ্গে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি বলেও জানান পুলিশ সুপার ৷
আততায়ী ধরা পড়ছে না কেন ? সেই প্রশ্ন তুলে পথে নেমেছে আদিবাসী সংগঠন ভারত জাকা মাঝি পারগানা মহল ৷ পরপর দু’দিন বর্ধমানের গাংপুর, পূর্বস্থলীর নাদনঘাট, মেমারি ও জামালপুর এলাকায় পথ অবরোধ করে অপরাধীকে গ্রেফতারের দাবি জানায় তারা । এমনকী তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, পুলিশকে কয়েকদিন সময় দিয়েছে । সেই সময়ের মধ্যে অপরাধী ধরা না-পড়লে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.