ETV Bharat / state

হাইকোর্টের রায় মেনেও এসএসসি নিয়োগে যোগ্যদের বঞ্চনার অভিযোগ চাকরিপ্রার্থীদের - SSC Recruitment Scam - SSC RECRUITMENT SCAM

Calcutta High Court VERDICT: কলকাতা হাইকোর্ট গ্রুপ-সি, ডি, নবম-দ্বাদশের 2016 সালের প্যানেল সম্পূর্ণ বাতিলের নির্দেশ দিয়েছে ৷ এই রায়কে স্বাগত জানালেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা ৷ পাশাপাশি এর ফলে যোগ্যরা চাকরি থেকে বঞ্চিত হবে বলে অভিযোগ তাঁদের ৷

SSC Recruitment Scam
হাইকোর্টের রায়কে স্বাগত জানালেও যোগ্যদের বঞ্চনার অভিযোগ চাকরিপ্রার্থীদের
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 5:08 PM IST

কলকাতা, 22 এপ্রিল: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে আনন্দের হাসি বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের মুখে । কিন্তু মুখে হাসি থাকলেও পাশাপাশি যোগ্যদের চাকরি চলে যাওয়া নিয়ে দুশ্চিন্তায়ও রয়েছেন তাঁরা । চাকরিপ্রার্থী রাসমণি পাত্রের কথায়, "আমাদের দাবি ছিল, যারা দুর্নীতি করে চাকরি করেছে তাদের জায়গায় যোগ্যরা চাকরি পাক । কিন্তু একটা প্যানেল বাতিল হলে অযোগ্যদের সঙ্গে যোগ্যরাও বঞ্চিত হবে । এর মানে আমরা আবারও বঞ্চিত হলাম । 8 বছর ধরে আমরা বঞ্চিত । এতদিন ধরে আমরা আমাদের অধিকারের লড়াই করেছি, বঞ্চনার লড়াই করেছি । দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি । এই করেই আমাদের জীবনের অর্ধেকটা প্রায় শেষ ।"

দীর্ঘ 1135 ধরে গান্ধি মূর্তির পাদদেশে ধরনায় বসে রয়েছেন নবম থেকে দ্বাদশ শ্রেণির এসএলএসটি চাকরিপ্রার্থীরা । তাঁদের দাবিদাবা নিয়ে একাধিকবার তাঁরা বৈঠক করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে । তবে সেখান থেকে কোনো সদুত্তর আসেনি । অবশেষে সোমবার এল কলকাতা হাইকোর্টের নির্দেশ ।

আদালতের রায় প্রসঙ্গে চাকরিপ্রার্থী আবু নাসের বলেন, "অযোগ্যদের পাশাপাশি বেশ কিছু যোগ্যরাও চাকরি করছিলেন । তাদের মধ্যে বহুজনের বাড়ির অবস্থা আমাদেরই মতো । কিন্তু এই যে নির্দেশ এল এর ফলে সকলের চাকরি বাতিল হল । এটা আমরা কখনওই চাই না । আমরা চাই যোগ্য ব্যক্তিরা চাকরি করুক । এই নতুন নির্দেশেও সকলে চাকরি পাবে না ৷ তার কারণ পদের সংখ্যা বাড়াতে হবে ।"

এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সোমবার বড় ধাক্কা খেয়েছে রাজ্য । গ্রুপ-সি, ডি, নবম-দ্বাদশের 2016 সালের প্যানেল সম্পূর্ণ বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট । টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে । এরই সঙ্গে এত বছর বেআইনিভাবে যারা চাকরি করেছেন তাদের ছয় সপ্তাহের মধ্যে সুদ সমেত বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সুদের হার বছরে 12 শতাংশ হবে বলে জানিয়েছে আদালত ৷ এ দিনের রায়ে 25 হাজারের বেশি নিয়োগ বাতিল করেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন:

  1. 25,753 জনের নিয়োগ বাতিল, এসএসসি মামলার রায়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ হাইকোর্টের
  2. সিবিআই গাজিয়াবাদের গোপন তল্লাশিই ব্রহ্মাস্ত্র হয়ে দাঁড়াল এসএসসি মামলায় হাইকোর্টের রায়দানে
  3. আজ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়দান, ভোটের ময়দানে প্রভাব ফেলবে ?

কলকাতা, 22 এপ্রিল: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে আনন্দের হাসি বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের মুখে । কিন্তু মুখে হাসি থাকলেও পাশাপাশি যোগ্যদের চাকরি চলে যাওয়া নিয়ে দুশ্চিন্তায়ও রয়েছেন তাঁরা । চাকরিপ্রার্থী রাসমণি পাত্রের কথায়, "আমাদের দাবি ছিল, যারা দুর্নীতি করে চাকরি করেছে তাদের জায়গায় যোগ্যরা চাকরি পাক । কিন্তু একটা প্যানেল বাতিল হলে অযোগ্যদের সঙ্গে যোগ্যরাও বঞ্চিত হবে । এর মানে আমরা আবারও বঞ্চিত হলাম । 8 বছর ধরে আমরা বঞ্চিত । এতদিন ধরে আমরা আমাদের অধিকারের লড়াই করেছি, বঞ্চনার লড়াই করেছি । দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি । এই করেই আমাদের জীবনের অর্ধেকটা প্রায় শেষ ।"

দীর্ঘ 1135 ধরে গান্ধি মূর্তির পাদদেশে ধরনায় বসে রয়েছেন নবম থেকে দ্বাদশ শ্রেণির এসএলএসটি চাকরিপ্রার্থীরা । তাঁদের দাবিদাবা নিয়ে একাধিকবার তাঁরা বৈঠক করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে । তবে সেখান থেকে কোনো সদুত্তর আসেনি । অবশেষে সোমবার এল কলকাতা হাইকোর্টের নির্দেশ ।

আদালতের রায় প্রসঙ্গে চাকরিপ্রার্থী আবু নাসের বলেন, "অযোগ্যদের পাশাপাশি বেশ কিছু যোগ্যরাও চাকরি করছিলেন । তাদের মধ্যে বহুজনের বাড়ির অবস্থা আমাদেরই মতো । কিন্তু এই যে নির্দেশ এল এর ফলে সকলের চাকরি বাতিল হল । এটা আমরা কখনওই চাই না । আমরা চাই যোগ্য ব্যক্তিরা চাকরি করুক । এই নতুন নির্দেশেও সকলে চাকরি পাবে না ৷ তার কারণ পদের সংখ্যা বাড়াতে হবে ।"

এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সোমবার বড় ধাক্কা খেয়েছে রাজ্য । গ্রুপ-সি, ডি, নবম-দ্বাদশের 2016 সালের প্যানেল সম্পূর্ণ বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট । টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে । এরই সঙ্গে এত বছর বেআইনিভাবে যারা চাকরি করেছেন তাদের ছয় সপ্তাহের মধ্যে সুদ সমেত বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সুদের হার বছরে 12 শতাংশ হবে বলে জানিয়েছে আদালত ৷ এ দিনের রায়ে 25 হাজারের বেশি নিয়োগ বাতিল করেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন:

  1. 25,753 জনের নিয়োগ বাতিল, এসএসসি মামলার রায়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ হাইকোর্টের
  2. সিবিআই গাজিয়াবাদের গোপন তল্লাশিই ব্রহ্মাস্ত্র হয়ে দাঁড়াল এসএসসি মামলায় হাইকোর্টের রায়দানে
  3. আজ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়দান, ভোটের ময়দানে প্রভাব ফেলবে ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.