ETV Bharat / state

কলকাতা থেকে দিঘা-এনজেপি, আরও পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা - Durga Puja Special Trains

author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

Puja Special Trains 2024: পুজোর সময় ট্রেনের টিকিটের চাহিদা অনেকটা বেশি বেড়ে যায় । তাই এবার সেই কথা চিন্তা করেই পূর্ব রেলের পক্ষ থেকে শিয়ালদা থেকে উত্তরবঙ্গ-সহ আরও বেশ কয়েকটি পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা করা হল ।

Durga Puja Special Trains
আরও একগুচ্ছ পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের (ইটিভি ভারত)

কলকাতা, 25 সেপ্টেম্বর: যাত্রী ভিড় সামাল দিতে আরও একগুচ্ছ পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল । প্রতিবার পুজোর মরশুমে টিকিটের চাহিদা থাকে তুঙ্গে ৷ তাই সেই চাহিদা মেটাতে পুজো স্পেশাল ট্রেনগুলির ঘোষণা করা হচ্ছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ৷ ট্রেনগুলির জন্য আগাম টিকিট বুকিং করার আবেদন করা হয়েছে । অনলাইনে বা কাউন্টারে গিয়ে টিকিট কাটতে পারবেন যাত্রীরা ।

ভ্রমণপিপাসু বাঙালির কাছে সাধ্যের মধ্যে উত্তরবঙ্গের পাহাড় থেকে দিঘার সমুদ্র বড়ই প্রিয় ৷ তাই গরম হোক বা পুজোর ছুটি, সময় পেলেই ওইসব জায়গাগুলি অন্বেষণে বেরিয়ে পড়েন তাঁরা ৷ উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য্যে মন ভরে যায় ৷ সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রাণ যেন জুড়িয়ে দেয় পর্যটকদের । পাশাপাশি দিঘার সমুদ্রে জলকেলিও বাঙালির পছন্দের তালিকার মধ্যে পড়ে ৷

এসব কারণে স্বাভাবিকভাবেই ওইসব জায়গাগুলোতে যাওয়ার জন্য টিকিটের চাহিদাও থাকে একেবারে তুঙ্গে । তাই শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে আরও 9টি পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে । এই ট্রেনগুলো সারা অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে পরিষেবা দেবে । শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের জন্য ছাড়বে এই ট্রেনগুলো ।

পুজো স্পেশাল ট্রেনগুলির তালিকা একনজরে:

  • শিয়ালদা-নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল ট্রেন ৷ শিয়ালদা থেকে এই ট্রেনটি সপ্তাহে একদিন ছাড়বে ।
  • কলকাতা-দিঘা পুজো স্পেশাল ট্রেন ৷ কলকাতা স্টেশন থেকে ট্রেনটি সপ্তাহে একদিন ছাড়বে ।
  • শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পুজো স্পেশাল ট্রেন ৷ শিয়ালদা থেকে ট্রেনটি সপ্তাহে দু'দিন ছাড়বে ৷
  • শিয়ালদা-পটনা পুজো স্পেশাল ট্রেন ৷ শিয়ালদা থেকে ট্রেনটি সপ্তাহে তিনদিন ছাড়বে ।
  • কলকাতা-কাটিহার পুজো স্পেশাল ট্রেন ৷ কলকাতা স্টেশন থেকে ট্রেনটি সপ্তাহে তিনদিন ছাড়বে ।
  • কলকাতা-জামালপুর পুজো স্পেশাল ট্রেন ৷ কলকাতা স্টেশন থেকে ট্রেনটি সপ্তাহে তিনদিন ছাড়বে ।
  • কলকাতা-গোয়া পুজো স্পেশাল ট্রেন ৷ কলকাতা স্টেশন থেকে ট্রেনটি সপ্তাহে তিনদিন ছাড়বে ।
  • শিয়ালদা-সহর্শ পুজো স্পেশাল ট্রেন ৷ শিয়ালদা থেকে ট্রেনটি সপ্তাহে তিনদিন ছাড়বে ।
  • শিয়ালদা-গোরক্ষপুর পুজো স্পেশাল ট্রেন ৷ শিয়ালদহ থেকে ট্রেনটি সপ্তাহে তিনদিন ছাড়বে ।

কলকাতা, 25 সেপ্টেম্বর: যাত্রী ভিড় সামাল দিতে আরও একগুচ্ছ পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল । প্রতিবার পুজোর মরশুমে টিকিটের চাহিদা থাকে তুঙ্গে ৷ তাই সেই চাহিদা মেটাতে পুজো স্পেশাল ট্রেনগুলির ঘোষণা করা হচ্ছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ৷ ট্রেনগুলির জন্য আগাম টিকিট বুকিং করার আবেদন করা হয়েছে । অনলাইনে বা কাউন্টারে গিয়ে টিকিট কাটতে পারবেন যাত্রীরা ।

ভ্রমণপিপাসু বাঙালির কাছে সাধ্যের মধ্যে উত্তরবঙ্গের পাহাড় থেকে দিঘার সমুদ্র বড়ই প্রিয় ৷ তাই গরম হোক বা পুজোর ছুটি, সময় পেলেই ওইসব জায়গাগুলি অন্বেষণে বেরিয়ে পড়েন তাঁরা ৷ উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য্যে মন ভরে যায় ৷ সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রাণ যেন জুড়িয়ে দেয় পর্যটকদের । পাশাপাশি দিঘার সমুদ্রে জলকেলিও বাঙালির পছন্দের তালিকার মধ্যে পড়ে ৷

এসব কারণে স্বাভাবিকভাবেই ওইসব জায়গাগুলোতে যাওয়ার জন্য টিকিটের চাহিদাও থাকে একেবারে তুঙ্গে । তাই শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে আরও 9টি পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে । এই ট্রেনগুলো সারা অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে পরিষেবা দেবে । শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের জন্য ছাড়বে এই ট্রেনগুলো ।

পুজো স্পেশাল ট্রেনগুলির তালিকা একনজরে:

  • শিয়ালদা-নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল ট্রেন ৷ শিয়ালদা থেকে এই ট্রেনটি সপ্তাহে একদিন ছাড়বে ।
  • কলকাতা-দিঘা পুজো স্পেশাল ট্রেন ৷ কলকাতা স্টেশন থেকে ট্রেনটি সপ্তাহে একদিন ছাড়বে ।
  • শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পুজো স্পেশাল ট্রেন ৷ শিয়ালদা থেকে ট্রেনটি সপ্তাহে দু'দিন ছাড়বে ৷
  • শিয়ালদা-পটনা পুজো স্পেশাল ট্রেন ৷ শিয়ালদা থেকে ট্রেনটি সপ্তাহে তিনদিন ছাড়বে ।
  • কলকাতা-কাটিহার পুজো স্পেশাল ট্রেন ৷ কলকাতা স্টেশন থেকে ট্রেনটি সপ্তাহে তিনদিন ছাড়বে ।
  • কলকাতা-জামালপুর পুজো স্পেশাল ট্রেন ৷ কলকাতা স্টেশন থেকে ট্রেনটি সপ্তাহে তিনদিন ছাড়বে ।
  • কলকাতা-গোয়া পুজো স্পেশাল ট্রেন ৷ কলকাতা স্টেশন থেকে ট্রেনটি সপ্তাহে তিনদিন ছাড়বে ।
  • শিয়ালদা-সহর্শ পুজো স্পেশাল ট্রেন ৷ শিয়ালদা থেকে ট্রেনটি সপ্তাহে তিনদিন ছাড়বে ।
  • শিয়ালদা-গোরক্ষপুর পুজো স্পেশাল ট্রেন ৷ শিয়ালদহ থেকে ট্রেনটি সপ্তাহে তিনদিন ছাড়বে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.