ETV Bharat / state

দুর্গাপুজোর অনুদান জুরুরি নাকি খয়রাতি ! কী বলছে ক্লাব, ফোরাম থেকে শিল্পীরা ? - Government Donation for Durga Puja

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 7:40 PM IST

Durga Puja Donation: দুর্গাপুজোর অনুদান নিয়ে এবার নিজেদের মতামত জানালেন কমিটিগুলি ৷ দুর্গাপুজোর সঙ্গে জড়িত শিল্পী থেকে আরও অনেকেই রাজ্য সরকারের এই অনুদান দেওয়াকে ন্যায্য বলে দাবি করেছেন ৷

Durga Puja Donation
দুর্গাপুজোর অনুদান নিয়ে মতামত ক্লাব, ফোরাম এবং শিল্পীদের (নিজস্ব চিত্র)

কলকাতা, 24 জুলাই: শুরু হয়েছিল 25 হাজার টাকা দিয়ে ৷ চলতি বছর দুর্গাপুজো কমিটিগুলির সেই সরকারি অনুদান বেড়ে হয়েছে 85 হাজার টাকা ৷ আগামী বছরে তা 1 লাখ হবে ৷ মঙ্গলবার তা আগাম ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও এই পুজোর সঙ্গে জড়িত সবাই একে সমর্থন করেছে (ইটিভি ভারত)

এই অনুদান নিয়ে বিভিন্ন সময় রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারকে কটাক্ষ করেছে ৷ ভোটের জন্য দান-খয়রাতি বলে দেগেছে তারা ৷ তবে, এই অনুদানের বিষয়টি কীভাবে দেখছে পুজো কমিটিগুলি ? কীভাবে ভাবছেন থিম শিল্পীরা বা ফোরাম ফর দুর্গোৎসব ? এই নিয়ে মুখ খুলল সবপক্ষ ৷

মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটিদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তিনি গতবারের 70 হাজার টাকা অনুদান বাড়িয়ে 85 হাজার টাকা ঘোষণা করেন ৷ এমনকী আগামী বছরে আরও 15 হাজার বাড়িয়ে, তা 1 লাখ করার কথাও জানিয়ে দেন মমতা ৷ এই পরিমাণ টাকা পাবে রাজ্যের 43 হাজার ছোট-বড় দুর্গাপুজো কমিটি ৷

বিরোধীদের একাংশের দাবি, 2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তাই এবছরে এই ঘোষণা, একেবারেই সেই ভোটকে মাথায় রেখে করা ৷ তবে, বিরোধীরা যাই বলুক দুর্গা পুজো কমিটিগুলির যৌথ মঞ্চ, ফোরাম ফর দুর্গোৎসব থেকে শিল্পী, ক্লাব কর্তারা বলছেন অন্য কথা ৷

ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলেন, "এই অনুদান আমাদের খুবই দরকার ৷ কারণ, জিনিসপত্রের দাম প্রতি বছর বাড়ছে ৷ এবছর নিরাপত্তার জন্য বাড়তি নজর দিতে বলেছেন দিদি ৷ স্বেচ্ছাসেবক, সিসিটিভি এইসব ব্যবস্থা করতে অনেক খরচ ৷ 85 হাজার অনুদান ও 75 শতাংশ বিদ্যুতে ছাড় ধরলে এটা অনেকটাই ৷ রাজ্যে 90 শতাংশ ছোট পুজো ৷ তাদের কাছে এটা বিশাল ব্যাপার ৷ বাজেটের 25 শতাংশ বলা যেতে পারে ৷ এই টাকা তো রোলিং হবে ৷ টাকাটা সামাজিক ও অর্থনৈতিক কাজেই লাগছে ৷"

শিল্পী অনির্বাণ দাস বলেন, "বাংলার দুর্গাপুজো এখন বিশ্বজনীন ৷ গোটা বাংলায় এই উৎসবকে কেন্দ্র করে বহু মানুষের জীবিকা নির্বাহ হয় ৷ আমার সঙ্গে 350 জনের বেশি সহশিল্পী কাজ করেন ৷ ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ফলে টাকা ঘুরবে ছোট ছোট ব্যবসায়ী ও কর্মীদের হাতে ৷ সমাজের একটা বড় অংশ উপকৃত হবে ওই টাকায় ৷ এটা খয়রাতি নয়, দুর্গাপুজো এখন একটা ইন্ডাস্ট্রি ৷ শিল্প ও জীবিকা দুই যুক্ত এর সঙ্গে ৷

আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির কার্যকরী সভাপতি সঞ্জয় চন্দ বলেন, "আমরা খুবই উপকৃত ৷ সবসময় আমাদের পুজোয় সহযোগিতা করেন মুখ্যমন্ত্রী ৷ অনুদান দেওয়ায় আর্থিকভাবে পুজোগুলি উপকৃত হবে ৷ বিশেষত, ছোট পুজোগুলি বেশি উপকৃত হয় ৷"

কলকাতা, 24 জুলাই: শুরু হয়েছিল 25 হাজার টাকা দিয়ে ৷ চলতি বছর দুর্গাপুজো কমিটিগুলির সেই সরকারি অনুদান বেড়ে হয়েছে 85 হাজার টাকা ৷ আগামী বছরে তা 1 লাখ হবে ৷ মঙ্গলবার তা আগাম ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও এই পুজোর সঙ্গে জড়িত সবাই একে সমর্থন করেছে (ইটিভি ভারত)

এই অনুদান নিয়ে বিভিন্ন সময় রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারকে কটাক্ষ করেছে ৷ ভোটের জন্য দান-খয়রাতি বলে দেগেছে তারা ৷ তবে, এই অনুদানের বিষয়টি কীভাবে দেখছে পুজো কমিটিগুলি ? কীভাবে ভাবছেন থিম শিল্পীরা বা ফোরাম ফর দুর্গোৎসব ? এই নিয়ে মুখ খুলল সবপক্ষ ৷

মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটিদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তিনি গতবারের 70 হাজার টাকা অনুদান বাড়িয়ে 85 হাজার টাকা ঘোষণা করেন ৷ এমনকী আগামী বছরে আরও 15 হাজার বাড়িয়ে, তা 1 লাখ করার কথাও জানিয়ে দেন মমতা ৷ এই পরিমাণ টাকা পাবে রাজ্যের 43 হাজার ছোট-বড় দুর্গাপুজো কমিটি ৷

বিরোধীদের একাংশের দাবি, 2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তাই এবছরে এই ঘোষণা, একেবারেই সেই ভোটকে মাথায় রেখে করা ৷ তবে, বিরোধীরা যাই বলুক দুর্গা পুজো কমিটিগুলির যৌথ মঞ্চ, ফোরাম ফর দুর্গোৎসব থেকে শিল্পী, ক্লাব কর্তারা বলছেন অন্য কথা ৷

ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলেন, "এই অনুদান আমাদের খুবই দরকার ৷ কারণ, জিনিসপত্রের দাম প্রতি বছর বাড়ছে ৷ এবছর নিরাপত্তার জন্য বাড়তি নজর দিতে বলেছেন দিদি ৷ স্বেচ্ছাসেবক, সিসিটিভি এইসব ব্যবস্থা করতে অনেক খরচ ৷ 85 হাজার অনুদান ও 75 শতাংশ বিদ্যুতে ছাড় ধরলে এটা অনেকটাই ৷ রাজ্যে 90 শতাংশ ছোট পুজো ৷ তাদের কাছে এটা বিশাল ব্যাপার ৷ বাজেটের 25 শতাংশ বলা যেতে পারে ৷ এই টাকা তো রোলিং হবে ৷ টাকাটা সামাজিক ও অর্থনৈতিক কাজেই লাগছে ৷"

শিল্পী অনির্বাণ দাস বলেন, "বাংলার দুর্গাপুজো এখন বিশ্বজনীন ৷ গোটা বাংলায় এই উৎসবকে কেন্দ্র করে বহু মানুষের জীবিকা নির্বাহ হয় ৷ আমার সঙ্গে 350 জনের বেশি সহশিল্পী কাজ করেন ৷ ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ফলে টাকা ঘুরবে ছোট ছোট ব্যবসায়ী ও কর্মীদের হাতে ৷ সমাজের একটা বড় অংশ উপকৃত হবে ওই টাকায় ৷ এটা খয়রাতি নয়, দুর্গাপুজো এখন একটা ইন্ডাস্ট্রি ৷ শিল্প ও জীবিকা দুই যুক্ত এর সঙ্গে ৷

আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির কার্যকরী সভাপতি সঞ্জয় চন্দ বলেন, "আমরা খুবই উপকৃত ৷ সবসময় আমাদের পুজোয় সহযোগিতা করেন মুখ্যমন্ত্রী ৷ অনুদান দেওয়ায় আর্থিকভাবে পুজোগুলি উপকৃত হবে ৷ বিশেষত, ছোট পুজোগুলি বেশি উপকৃত হয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.