ETV Bharat / state

রাখিবন্ধনেও অব্যাহত আরজি কর ইস্যু, জেলায় জেলায় চলল প্রতিবাদ মিছিল - RAKSHA BANDHAN 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 11:13 PM IST

Protest Continue on Raksha Bandhan: রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় রাখিবন্ধনের দিনেও আরজি কর নিয়ে চলল প্রতিবাদ মিছিল ৷ মেদিনীপুর থেকে বাঁকুড়া, হাওড়া থেকে যাদবপুর; বাদ গেল না ময়দানও ৷ কোথাও কালো রাখি পরিয়ে তো কোথাও মোমবাতি হাতে মৌন মিছিল করলেন সাংসদ ৷

Protest Continue on Raksha Bandhan
রাখিবন্ধনেও জেলায় জেলায় চলল প্রতিবাদ মিছিল (নিজস্ব চিত্র)

কলকাতা, 19 অগস্ট: রাখিপূর্ণিমার দিনেও আরজি করে চিকিৎসক হত্যার প্রতিবাদ চলল রাজ্যজুড়ে ৷ কোথাও রাখি পরিয়ে তো কোথাও আবার সন্ধ্যাবেলায় মোমবাতি মিছিল করে ৷ বাদ গেল না ময়দানও ৷ ডার্বি বাতিলের পরের দিনও রাখি পরিয়ে প্রতিবাদ জারি রাখল ময়দান ৷

জেলায় জেলায় চলল প্রতিবাদ মিছিল (ইটিভি ভারত)

হাওড়া:

সোমবার রাখীবন্ধনের দিনে হাওড়ার শিবপুর এলাকার বিই কলেজের গেটের সামনে স্থানীয় মহিলারা কালো রাখী পরিয়ে আরজি করের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানান । তাঁদের অভিযোগ, ঘটনার দশ দিন অতিক্রান্ত হয়ে গেলে এখনও সুবিচার পেল না নিহত চিকিৎসক । তাই রাখিবন্ধনের দিনে কালো রাখি পড়িয়ে এই নারকীয় ঘটনার প্রতিবাদ ও সমাজকে বার্তা দিচ্ছেন তাঁরা । স্থানীয় বাসিন্দা দীপ্সিতা রায় বলেন, "ঘটনার দশ দিন অতিক্রান্ত হয়েছে । এখনও আমরা সমাজের সামনে বলতে পারছি না ওই মেয়েটার জন্য সুবিচার পেয়েছি । তাই আজকের দিনে এই কালো রঙের রাখি দিয়ে প্রতিবাদের বার্তা দিতে চাইছি । আমাদের আন্দোলনের মাধ্যমে নারী সুরক্ষার দাবি জানাচ্ছি । সমাজে এই ধরনের ঘটনা ঘটলেও প্রশাসন কেন চুপ থাকে ? এই চিকিৎসক যে যন্ত্রণা পেয়ে মৃত্যুবরণ করেছে তার সুবিচার চাইছি ।"

যাদবপুর:

যাদবপুর কেপিসি হাসপাতাল থেকে এদিন একটি প্রতিবাদ মিছিল বের হয় ৷ তাতে পা মেলান ডাক্তার, নার্স ও হাসপাতালের সমস্ত কর্মীরা ৷ তাদের দাবি ছিল, আরজি করের ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে ৷

ময়দান:

রাখি পূর্ণিমার দিনে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে ইস্ট-মোহনের সমর্থকরা রাখি বন্ধন উৎসবে সামিল হলেন । পাশাপাশি মোহনবাগানী তথাগত বন্দ্যোপাধ্যায়, ইস্টবেঙ্গলী দীপন দে-রা বলেন,"আমরা বোনেদের বার্তা অভয় দিতে এসেছি তোমরা সুরক্ষিত । তোমরা এগিয়ে চল আমরা যেকোনও বিপদে পাশে আছি । বাঙালির আবেগকে রবিবার খুন করা হয়েছে । ফুটবল এবং ডার্বি বাঙালির আবেগ । সেই ডার্বিকে হতে দেওয়া হল না । যার অর্থ আবেগকে খুন করা । ফুটবলের মাধ্যমে বাঙালি স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছিল । ফুটবলের মাধ্যমেই আমরা প্রতিবাদের বার্তা দিলাম । দিনের শেষে একটাই কথা বলব খেলা বন্ধ করে আমাদের থামানো যাবে না । একটাই সুর আমাদের জয় মোহনবাগান,জয় ইস্টবেঙ্গল,জয় মহমেডান । জয় বাংলার ফুটবল ৷"

বাঁকুড়া:

এদিন বাঁকুড়া শহরের প্রবেশদ্বার ধলডাঙা মোড়ে সাধারণ জনগণের দ্বারা একটি প্রতিবাদ মিছিল সংঘটিত হয় ৷ প্ল্যাকার্ড হাতে নিয়ে নারী-পুরুষ উভয়েই মিছিল করে পুরো ধলডাঙা চত্বর পরিক্রমা করে ৷ মিছিল শেষে মোমবাতি জ্বেলে নীরবতা পালন করা হয় ৷ মিছিলে যোগদানকারী ব্যক্তিরা জানান, এর যদি উপযুক্ত শাস্তি না হয় তাহলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে ।

মেদিনীপুর:

আরজি করের ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে রাখিবন্ধনের দিন মেদিনীপুর শহরে মোমবাতি হাতে মৌন মিছিল করলেন সাংসদ জুন মালিয়া ৷ সংসদে আগামী অধিবেশনে সমস্ত সাংসদদের আরজি করের ঘটনা নিয়ে প্রস্তাব আনা উচিত ৷ এদিন মেদিনীপুরে দাঁড়িয়ে এমনটাই বললেন তৃণমূল সাংসদ জুন মালিয়া ৷ কাউন্সিলর এবং মহিলাদের নিয়ে এই মিছিলে কয়েকশো জন পা মেলান ৷ মেদিনীপুর শহরের রিং রোডে মিছিল শেষ করে তিনি বলেন,"এই ঘটনা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন । এই অধিবেশনে পার্লামেন্টে এই নিয়ে আমরা প্রশ্ন করব এবং যাতে কঠোর থেকে কঠোর আইন করা যায়, তার জন্য আবেদন করব । সিবিআইয়ের কাছে এই কেসের তদন্ত করছে ৷ যাতে তাড়াতাড়ি তদন্ত করে অপরাধীদের দ্রুত শাস্তি দিতে পারে তারই আর্জি করব । কলকাতার মতো জায়গায় এই ধরনের ঘটনায় আমরা লজ্জিত । নারী সুরক্ষা নিয়ে বাজেট বাড়াতে হবে কেন্দ্র সরকারকে । সামনে আমাদের বড় লড়াই । যেটা একদিন, এক মাস বা ছয় মাসের প্রতিবাদে কখনও শেষ হতে পারে না । আমাদের পরিবারের মধ্যে পরিবর্তন আনতে হবে,পরিবর্তন আনতে হবে মায়েদের মধ্যে । এছাড়া বাড়ির মধ্যে ছেলেদের পরিবর্তন আনতে হবে ৷"

কলকাতা, 19 অগস্ট: রাখিপূর্ণিমার দিনেও আরজি করে চিকিৎসক হত্যার প্রতিবাদ চলল রাজ্যজুড়ে ৷ কোথাও রাখি পরিয়ে তো কোথাও আবার সন্ধ্যাবেলায় মোমবাতি মিছিল করে ৷ বাদ গেল না ময়দানও ৷ ডার্বি বাতিলের পরের দিনও রাখি পরিয়ে প্রতিবাদ জারি রাখল ময়দান ৷

জেলায় জেলায় চলল প্রতিবাদ মিছিল (ইটিভি ভারত)

হাওড়া:

সোমবার রাখীবন্ধনের দিনে হাওড়ার শিবপুর এলাকার বিই কলেজের গেটের সামনে স্থানীয় মহিলারা কালো রাখী পরিয়ে আরজি করের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানান । তাঁদের অভিযোগ, ঘটনার দশ দিন অতিক্রান্ত হয়ে গেলে এখনও সুবিচার পেল না নিহত চিকিৎসক । তাই রাখিবন্ধনের দিনে কালো রাখি পড়িয়ে এই নারকীয় ঘটনার প্রতিবাদ ও সমাজকে বার্তা দিচ্ছেন তাঁরা । স্থানীয় বাসিন্দা দীপ্সিতা রায় বলেন, "ঘটনার দশ দিন অতিক্রান্ত হয়েছে । এখনও আমরা সমাজের সামনে বলতে পারছি না ওই মেয়েটার জন্য সুবিচার পেয়েছি । তাই আজকের দিনে এই কালো রঙের রাখি দিয়ে প্রতিবাদের বার্তা দিতে চাইছি । আমাদের আন্দোলনের মাধ্যমে নারী সুরক্ষার দাবি জানাচ্ছি । সমাজে এই ধরনের ঘটনা ঘটলেও প্রশাসন কেন চুপ থাকে ? এই চিকিৎসক যে যন্ত্রণা পেয়ে মৃত্যুবরণ করেছে তার সুবিচার চাইছি ।"

যাদবপুর:

যাদবপুর কেপিসি হাসপাতাল থেকে এদিন একটি প্রতিবাদ মিছিল বের হয় ৷ তাতে পা মেলান ডাক্তার, নার্স ও হাসপাতালের সমস্ত কর্মীরা ৷ তাদের দাবি ছিল, আরজি করের ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে ৷

ময়দান:

রাখি পূর্ণিমার দিনে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে ইস্ট-মোহনের সমর্থকরা রাখি বন্ধন উৎসবে সামিল হলেন । পাশাপাশি মোহনবাগানী তথাগত বন্দ্যোপাধ্যায়, ইস্টবেঙ্গলী দীপন দে-রা বলেন,"আমরা বোনেদের বার্তা অভয় দিতে এসেছি তোমরা সুরক্ষিত । তোমরা এগিয়ে চল আমরা যেকোনও বিপদে পাশে আছি । বাঙালির আবেগকে রবিবার খুন করা হয়েছে । ফুটবল এবং ডার্বি বাঙালির আবেগ । সেই ডার্বিকে হতে দেওয়া হল না । যার অর্থ আবেগকে খুন করা । ফুটবলের মাধ্যমে বাঙালি স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছিল । ফুটবলের মাধ্যমেই আমরা প্রতিবাদের বার্তা দিলাম । দিনের শেষে একটাই কথা বলব খেলা বন্ধ করে আমাদের থামানো যাবে না । একটাই সুর আমাদের জয় মোহনবাগান,জয় ইস্টবেঙ্গল,জয় মহমেডান । জয় বাংলার ফুটবল ৷"

বাঁকুড়া:

এদিন বাঁকুড়া শহরের প্রবেশদ্বার ধলডাঙা মোড়ে সাধারণ জনগণের দ্বারা একটি প্রতিবাদ মিছিল সংঘটিত হয় ৷ প্ল্যাকার্ড হাতে নিয়ে নারী-পুরুষ উভয়েই মিছিল করে পুরো ধলডাঙা চত্বর পরিক্রমা করে ৷ মিছিল শেষে মোমবাতি জ্বেলে নীরবতা পালন করা হয় ৷ মিছিলে যোগদানকারী ব্যক্তিরা জানান, এর যদি উপযুক্ত শাস্তি না হয় তাহলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে ।

মেদিনীপুর:

আরজি করের ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে রাখিবন্ধনের দিন মেদিনীপুর শহরে মোমবাতি হাতে মৌন মিছিল করলেন সাংসদ জুন মালিয়া ৷ সংসদে আগামী অধিবেশনে সমস্ত সাংসদদের আরজি করের ঘটনা নিয়ে প্রস্তাব আনা উচিত ৷ এদিন মেদিনীপুরে দাঁড়িয়ে এমনটাই বললেন তৃণমূল সাংসদ জুন মালিয়া ৷ কাউন্সিলর এবং মহিলাদের নিয়ে এই মিছিলে কয়েকশো জন পা মেলান ৷ মেদিনীপুর শহরের রিং রোডে মিছিল শেষ করে তিনি বলেন,"এই ঘটনা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন । এই অধিবেশনে পার্লামেন্টে এই নিয়ে আমরা প্রশ্ন করব এবং যাতে কঠোর থেকে কঠোর আইন করা যায়, তার জন্য আবেদন করব । সিবিআইয়ের কাছে এই কেসের তদন্ত করছে ৷ যাতে তাড়াতাড়ি তদন্ত করে অপরাধীদের দ্রুত শাস্তি দিতে পারে তারই আর্জি করব । কলকাতার মতো জায়গায় এই ধরনের ঘটনায় আমরা লজ্জিত । নারী সুরক্ষা নিয়ে বাজেট বাড়াতে হবে কেন্দ্র সরকারকে । সামনে আমাদের বড় লড়াই । যেটা একদিন, এক মাস বা ছয় মাসের প্রতিবাদে কখনও শেষ হতে পারে না । আমাদের পরিবারের মধ্যে পরিবর্তন আনতে হবে,পরিবর্তন আনতে হবে মায়েদের মধ্যে । এছাড়া বাড়ির মধ্যে ছেলেদের পরিবর্তন আনতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.