ETV Bharat / state

LIVE UPDATES: অনশন প্রত্যাহার হবে ? শুরু জুনিয়র চিকিৎসকদের বৈঠক

author img

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

Updated : 11 minutes ago

LIVE UPDATES
অনশন মঞ্চের ছবি (ইটিভি ভারত)

বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার তাঁদের অনশন মঞ্চে গিয়েছিলেন রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তা ৷ এর মধ্যে মুখ্যসচিব মনোজ পন্থের ফোনের মাধ্যমে মমতা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ৷ তাঁদের বৈঠকে আসতে বলেন। সেই মতো আজ বৈঠক হবে নবান্নে। কারা কারা এই বৈঠকে থাকবেন, তা ঠিক করতে দুপুরে বৈঠকে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। তবে কোনও অনশনকারী বৈঠকে যাবেন না বলে ঠিক হয়েছে।

LIVE FEED

7:55 PM, 21 Oct 2024 (IST)

অনশন মঞ্চে শুরু বৈঠক

অনশনকারীরা নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন। পরবর্তী পদক্ষেপ তাঁরা কী নেবেন, সেই নিয়ে নিজেদের মধ্যে কথা বলছেন তাঁরা। এদিকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে অনশন মঞ্চে ফিরে এসেছেন জুনিয়র চিকিৎসকরাও। তাঁদের সঙ্গে কথা বলে অনশন প্রত্যাহার হবে কি না তা ঠিক হবে।

7:51 PM, 21 Oct 2024 (IST)

নতুন করে তৈরি হবে কলেজ স্তরের কমিটিও

যৌন নির্যাতন থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যের বিভিন্ন কলেজে কমিটি ছিল । কিন্তু বৈঠকে যোগ দেওয়া জুনিয়র চিকিৎসকদের দাবি কলেজ স্তরের ওই কমিটির অনেক সদস্য পাশ করে বেরিয়ে গিয়েছেন । কিন্তু এখনও তাঁরা কমিটির সদস্য । সেই জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে অন্যদের নিয়ে আসা হবে ।

7:49 PM, 21 Oct 2024 (IST)

স্বাস্থ্য-সংক্রান্ত টাক্সফোর্সের পুনর্গঠন

মুখ্যসচিবের নেতৃত্বাধীন রাজ্য স্তরের স্বাস্থ্য সংক্রান্ত টাক্সফোর্সে দুজন জুনিয়র চিকিৎসক, দুজন আবাসিক ডাক্তার এবং একজন মহিলা আবাসিক চিকিৎসক প্রতিনিধি যুক্ত হবেন বলে বৈঠকে ঠিক হয়েছে ।

7:44 PM, 21 Oct 2024 (IST)

জুনিয়র চিকিৎসকদের দাবি নিয়ে সরকার কী বলল?

জুনিয়র চিকিৎসকদের 10 দফা দাবি নিয়ে সরকার কী কী বলল:

1) নির্যাতিতার দ্রুত ন্যায় বিচার: সিবিআই তদন্ত চলছে ।

2) ছাত্র সংসদ নির্বাচন: 2025 সালের মার্চের মধ্যে ভোট-প্রক্রিয়া শেষ করার আশ্বাস ।

3) রাজ্য মেডিক্যাল কাউন্সিল পুনর্গঠন: মানা সম্ভব নয় ।

4) রাজ্য স্বাস্থ্যসচিবের অপসারণ: মানা সম্ভব নয়।

5) হাসপাতালে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি: আশ্বাস মিলেছে ।

6) কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু: কাজ শুরু হয়েছে ।

7) হাসপাতালে খালি বেডের নজরদরারি: কাজ শুরু হয়েছে ।

8) হাসপাতালে সিসিটিভি, প্যানিক বোতাম লাগানো: কাজ চলছে ।

9) হাসপাতালে শূন্যপদ পূরণ: আশ্বাস মিলেছে, তবে ওবিসি সংরক্ষণ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন ।

10) থ্রেট কালচারের বিরুদ্ধে পদক্ষেপ: আশ্বাস মিলেছে।

6:59 PM, 21 Oct 2024 (IST)

আলোচনার বিষয় লিখিতভাবে জানানো হবে

আলোচনার বিষয়বস্তু মঙ্গলবার দুপুর তিনটের মধ্যে জুুনিয়র চিকিৎসকদের জানিয়ে দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

6:49 PM, 21 Oct 2024 (IST)

হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান মমতার

হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান মুখ্যমন্ত্রীর । পরিস্থিতি স্বাভাবিক না হলে সরকার কাজ করতে পারবে না বলে দাবি মমতার।

6:32 PM, 21 Oct 2024 (IST)

সুপ্রিম কোর্টে রাজ্যের মুখ পুড়েছে: মমতা

আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী বলেছেন সরকারি হাসপাতালে তুলো ছাড়া আর কিছু পাওয়া যায় না । এই বক্তব্যে রাজ্যের মুখ পুড়েছে ।

6:12 PM, 21 Oct 2024 (IST)

সাসপেনশন নিয়ে ক্ষোভ মমতার

আরজি কর কলেজে থ্রেট কালচারে অভিযুক্তদের সাসপেনশন নিয়ে ক্ষোভ মমতার ।

6:02 PM, 21 Oct 2024 (IST)

অধ্যক্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন মমতার

কয়েকজন অধ্যক্ষ রাজনৈতিক ভূমিকা পালন করেছেন, বৈঠকে দাবি মমতার।

6:00 PM, 21 Oct 2024 (IST)

পাল্টা থ্রেট কালচারের কথা বললেন মমতা

মুখ্যমন্ত্রী বলেন, "কয়েকদিন আগে উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজে দেখেছি ঘেরাও হচ্ছে। সেখানেই একজন চিকিৎসককে বাধ্য হয়ে ইস্তফা দিতে হয়েছে । সেটা কি থ্রেট কালচার নয় !"

5:37 PM, 21 Oct 2024 (IST)

অভিযুক্ত-তরজা

স্বাস্থ্যসচিবকে অভিযুক্ত বলা যাবে না, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে দাবি মমতার ।

5:28 PM, 21 Oct 2024 (IST)

হাসপাতালের থ্রেট কালচার নিয়ে সরব কিঞ্জল

বৈঠকে চিকিৎসক কিঞ্জল নন্দ দাবি করেন, তাঁরা প্রথম দিন থেকে থ্রেট কালচার নিয়ে আমরা বলে আসছি। তবু সেটা বন্ধ হয়নি। আজও ডায়মন্ড হারবার হাসপাতালে গিয়ে থ্রেট কালচারে মূল অভিযুক্ত অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে দিয়েছে । পাশাপাশি যারা আরজি কর কলেজে ভাঙচুর চালাল তাদেরও ছেড়ে দেওয়া হয়েছে ।

5:20 PM, 21 Oct 2024 (IST)

সিবিআইকে সাহায্য়ের অনুরোধ

আরজি করে নির্যাতিতা যাতে দ্রুত বিচার পায় তা নিশ্চিত করতে রাজ্য সরকারকে সিবিআইকে সাহায্য করতে অনুরোধ জুনিয়র চিকিৎসকদের ।

5:17 PM, 21 Oct 2024 (IST)

পদ্ধতিগত ত্রুটির ফল

অভয়ার সঙ্গে যা হয়েছে সেটা পদ্ধতিগত ত্রুটির ফল। বৈঠকে দাবি জুনিয়র চিকিৎসকদের নেতা দেবাশিস হালদার।

5:12 PM, 21 Oct 2024 (IST)

কারও নামে অভিযোগ নয়: মমতা

নিজেদের দাবির কথা বলতে গিয়ে বেশ কয়েকজন চিকিৎসকের নাম উল্লেখ করেন দেবাশিস। সন্দীপ ঘোষ থেকে শুরু করে আশিস পাণ্ডে, বীরুপাক্ষ এবং অভীকের নাম উচ্চারণ করেন দেবাশিস। এখানেই তাঁকে থামিয়ে মমতা বলেন, যাঁরা এখানে নেই তাঁদের নাম নেওয়া উচিত নয় । কারণ তাঁরা নিজেদের পক্ষ নিতে পারবেন না।

5:06 PM, 21 Oct 2024 (IST)

অনশনকারীদের খোঁজ নিলেন মমতা

বৈঠকের শুরুতেই অনশনকারীা জুনিয়র চিকিৎসকরা কেমন আছে তা জানতে চাইলেন মুখ্যমন্ত্রী ।

4:57 PM, 21 Oct 2024 (IST)

17 জনকে প্রবেশের অনুমতি

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিলেন 17 জন জুনিয়র চিকিৎসক।

4:41 PM, 21 Oct 2024 (IST)

উপস্থিত সরকারি হাসপাতালের কর্তারাও

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের উচ্চপদস্থ কর্তারাও উপস্থিত থাকছেন। এসএসকেএম, আরজি কর এবং কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকছেন বলে জানা গিয়েছে ।

4:30 PM, 21 Oct 2024 (IST)

অনশন মঞ্চ থেকে 10 মিনিটে নবান্নে পৌঁছল বাস

মুখ্যসচিবের দেওয়া সময় মেনে ঠিক সাড়ে চারটের সময় নবান্ন সভাঘরের সামনে পৌঁছে গেল জুনিয়র চিকিৎসকদের বাস ।

4:18 PM, 21 Oct 2024 (IST)

রওনা দিল বাস

ধর্মতলার অনশন মঞ্চ থেকে রওনা দিল জুনিয়র চিকিৎসকদের বাস। একটি সূত্রে জানা গিয়েছে 17-18 জন জুনিয়র চিকিৎসকরা বৈঠকে যোগ দিতে যাচ্ছেন।

4:13 PM, 21 Oct 2024 (IST)

নথি নিয়ে নবান্নে

আন্দোলনকারীদের তরফে দেবাশিস হালদার জানান, প্রশাসনের কয়েকজন কর্তাদর বিরুদ্ধে তাঁদের সুর্নিদিষ্ট অভিযোগ আছে। সেই সংক্রান্ত প্রমাণ নিয়েই তাঁরা নবান্নে যাচ্ছেন ।

3:43 PM, 21 Oct 2024 (IST)

অনশন তোলার আহ্বান কুণালের

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে জুনিয়র চিকিৎসকদের অনশন তোলার আহ্বান কুণাল ঘোষের। সোমবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে জুনিয়র চিকিৎসকদের অনশন শেষ করা উচিত।"

3:22 PM, 21 Oct 2024 (IST)

বৈঠকে আন্দোলনকারীরা

জুনিয়র চিকিৎসকরা নিজেদের মধ্যে বৈঠক করছেন। কারা যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সেই নিয়েই হচ্ছে বৈঠক। তবে বৈঠকে জুনিয়র চিকিৎসকদের প্রনিধিরা গেলেও অনশন কারীরা থাকবেন তাদের ধর্নামঞ্চে।

বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার তাঁদের অনশন মঞ্চে গিয়েছিলেন রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তা ৷ এর মধ্যে মুখ্যসচিব মনোজ পন্থের ফোনের মাধ্যমে মমতা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ৷ তাঁদের বৈঠকে আসতে বলেন। সেই মতো আজ বৈঠক হবে নবান্নে। কারা কারা এই বৈঠকে থাকবেন, তা ঠিক করতে দুপুরে বৈঠকে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। তবে কোনও অনশনকারী বৈঠকে যাবেন না বলে ঠিক হয়েছে।

LIVE FEED

7:55 PM, 21 Oct 2024 (IST)

অনশন মঞ্চে শুরু বৈঠক

অনশনকারীরা নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন। পরবর্তী পদক্ষেপ তাঁরা কী নেবেন, সেই নিয়ে নিজেদের মধ্যে কথা বলছেন তাঁরা। এদিকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে অনশন মঞ্চে ফিরে এসেছেন জুনিয়র চিকিৎসকরাও। তাঁদের সঙ্গে কথা বলে অনশন প্রত্যাহার হবে কি না তা ঠিক হবে।

7:51 PM, 21 Oct 2024 (IST)

নতুন করে তৈরি হবে কলেজ স্তরের কমিটিও

যৌন নির্যাতন থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যের বিভিন্ন কলেজে কমিটি ছিল । কিন্তু বৈঠকে যোগ দেওয়া জুনিয়র চিকিৎসকদের দাবি কলেজ স্তরের ওই কমিটির অনেক সদস্য পাশ করে বেরিয়ে গিয়েছেন । কিন্তু এখনও তাঁরা কমিটির সদস্য । সেই জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে অন্যদের নিয়ে আসা হবে ।

7:49 PM, 21 Oct 2024 (IST)

স্বাস্থ্য-সংক্রান্ত টাক্সফোর্সের পুনর্গঠন

মুখ্যসচিবের নেতৃত্বাধীন রাজ্য স্তরের স্বাস্থ্য সংক্রান্ত টাক্সফোর্সে দুজন জুনিয়র চিকিৎসক, দুজন আবাসিক ডাক্তার এবং একজন মহিলা আবাসিক চিকিৎসক প্রতিনিধি যুক্ত হবেন বলে বৈঠকে ঠিক হয়েছে ।

7:44 PM, 21 Oct 2024 (IST)

জুনিয়র চিকিৎসকদের দাবি নিয়ে সরকার কী বলল?

জুনিয়র চিকিৎসকদের 10 দফা দাবি নিয়ে সরকার কী কী বলল:

1) নির্যাতিতার দ্রুত ন্যায় বিচার: সিবিআই তদন্ত চলছে ।

2) ছাত্র সংসদ নির্বাচন: 2025 সালের মার্চের মধ্যে ভোট-প্রক্রিয়া শেষ করার আশ্বাস ।

3) রাজ্য মেডিক্যাল কাউন্সিল পুনর্গঠন: মানা সম্ভব নয় ।

4) রাজ্য স্বাস্থ্যসচিবের অপসারণ: মানা সম্ভব নয়।

5) হাসপাতালে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি: আশ্বাস মিলেছে ।

6) কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু: কাজ শুরু হয়েছে ।

7) হাসপাতালে খালি বেডের নজরদরারি: কাজ শুরু হয়েছে ।

8) হাসপাতালে সিসিটিভি, প্যানিক বোতাম লাগানো: কাজ চলছে ।

9) হাসপাতালে শূন্যপদ পূরণ: আশ্বাস মিলেছে, তবে ওবিসি সংরক্ষণ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন ।

10) থ্রেট কালচারের বিরুদ্ধে পদক্ষেপ: আশ্বাস মিলেছে।

6:59 PM, 21 Oct 2024 (IST)

আলোচনার বিষয় লিখিতভাবে জানানো হবে

আলোচনার বিষয়বস্তু মঙ্গলবার দুপুর তিনটের মধ্যে জুুনিয়র চিকিৎসকদের জানিয়ে দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

6:49 PM, 21 Oct 2024 (IST)

হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান মমতার

হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান মুখ্যমন্ত্রীর । পরিস্থিতি স্বাভাবিক না হলে সরকার কাজ করতে পারবে না বলে দাবি মমতার।

6:32 PM, 21 Oct 2024 (IST)

সুপ্রিম কোর্টে রাজ্যের মুখ পুড়েছে: মমতা

আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী বলেছেন সরকারি হাসপাতালে তুলো ছাড়া আর কিছু পাওয়া যায় না । এই বক্তব্যে রাজ্যের মুখ পুড়েছে ।

6:12 PM, 21 Oct 2024 (IST)

সাসপেনশন নিয়ে ক্ষোভ মমতার

আরজি কর কলেজে থ্রেট কালচারে অভিযুক্তদের সাসপেনশন নিয়ে ক্ষোভ মমতার ।

6:02 PM, 21 Oct 2024 (IST)

অধ্যক্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন মমতার

কয়েকজন অধ্যক্ষ রাজনৈতিক ভূমিকা পালন করেছেন, বৈঠকে দাবি মমতার।

6:00 PM, 21 Oct 2024 (IST)

পাল্টা থ্রেট কালচারের কথা বললেন মমতা

মুখ্যমন্ত্রী বলেন, "কয়েকদিন আগে উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজে দেখেছি ঘেরাও হচ্ছে। সেখানেই একজন চিকিৎসককে বাধ্য হয়ে ইস্তফা দিতে হয়েছে । সেটা কি থ্রেট কালচার নয় !"

5:37 PM, 21 Oct 2024 (IST)

অভিযুক্ত-তরজা

স্বাস্থ্যসচিবকে অভিযুক্ত বলা যাবে না, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে দাবি মমতার ।

5:28 PM, 21 Oct 2024 (IST)

হাসপাতালের থ্রেট কালচার নিয়ে সরব কিঞ্জল

বৈঠকে চিকিৎসক কিঞ্জল নন্দ দাবি করেন, তাঁরা প্রথম দিন থেকে থ্রেট কালচার নিয়ে আমরা বলে আসছি। তবু সেটা বন্ধ হয়নি। আজও ডায়মন্ড হারবার হাসপাতালে গিয়ে থ্রেট কালচারে মূল অভিযুক্ত অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে দিয়েছে । পাশাপাশি যারা আরজি কর কলেজে ভাঙচুর চালাল তাদেরও ছেড়ে দেওয়া হয়েছে ।

5:20 PM, 21 Oct 2024 (IST)

সিবিআইকে সাহায্য়ের অনুরোধ

আরজি করে নির্যাতিতা যাতে দ্রুত বিচার পায় তা নিশ্চিত করতে রাজ্য সরকারকে সিবিআইকে সাহায্য করতে অনুরোধ জুনিয়র চিকিৎসকদের ।

5:17 PM, 21 Oct 2024 (IST)

পদ্ধতিগত ত্রুটির ফল

অভয়ার সঙ্গে যা হয়েছে সেটা পদ্ধতিগত ত্রুটির ফল। বৈঠকে দাবি জুনিয়র চিকিৎসকদের নেতা দেবাশিস হালদার।

5:12 PM, 21 Oct 2024 (IST)

কারও নামে অভিযোগ নয়: মমতা

নিজেদের দাবির কথা বলতে গিয়ে বেশ কয়েকজন চিকিৎসকের নাম উল্লেখ করেন দেবাশিস। সন্দীপ ঘোষ থেকে শুরু করে আশিস পাণ্ডে, বীরুপাক্ষ এবং অভীকের নাম উচ্চারণ করেন দেবাশিস। এখানেই তাঁকে থামিয়ে মমতা বলেন, যাঁরা এখানে নেই তাঁদের নাম নেওয়া উচিত নয় । কারণ তাঁরা নিজেদের পক্ষ নিতে পারবেন না।

5:06 PM, 21 Oct 2024 (IST)

অনশনকারীদের খোঁজ নিলেন মমতা

বৈঠকের শুরুতেই অনশনকারীা জুনিয়র চিকিৎসকরা কেমন আছে তা জানতে চাইলেন মুখ্যমন্ত্রী ।

4:57 PM, 21 Oct 2024 (IST)

17 জনকে প্রবেশের অনুমতি

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিলেন 17 জন জুনিয়র চিকিৎসক।

4:41 PM, 21 Oct 2024 (IST)

উপস্থিত সরকারি হাসপাতালের কর্তারাও

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের উচ্চপদস্থ কর্তারাও উপস্থিত থাকছেন। এসএসকেএম, আরজি কর এবং কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকছেন বলে জানা গিয়েছে ।

4:30 PM, 21 Oct 2024 (IST)

অনশন মঞ্চ থেকে 10 মিনিটে নবান্নে পৌঁছল বাস

মুখ্যসচিবের দেওয়া সময় মেনে ঠিক সাড়ে চারটের সময় নবান্ন সভাঘরের সামনে পৌঁছে গেল জুনিয়র চিকিৎসকদের বাস ।

4:18 PM, 21 Oct 2024 (IST)

রওনা দিল বাস

ধর্মতলার অনশন মঞ্চ থেকে রওনা দিল জুনিয়র চিকিৎসকদের বাস। একটি সূত্রে জানা গিয়েছে 17-18 জন জুনিয়র চিকিৎসকরা বৈঠকে যোগ দিতে যাচ্ছেন।

4:13 PM, 21 Oct 2024 (IST)

নথি নিয়ে নবান্নে

আন্দোলনকারীদের তরফে দেবাশিস হালদার জানান, প্রশাসনের কয়েকজন কর্তাদর বিরুদ্ধে তাঁদের সুর্নিদিষ্ট অভিযোগ আছে। সেই সংক্রান্ত প্রমাণ নিয়েই তাঁরা নবান্নে যাচ্ছেন ।

3:43 PM, 21 Oct 2024 (IST)

অনশন তোলার আহ্বান কুণালের

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে জুনিয়র চিকিৎসকদের অনশন তোলার আহ্বান কুণাল ঘোষের। সোমবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে জুনিয়র চিকিৎসকদের অনশন শেষ করা উচিত।"

3:22 PM, 21 Oct 2024 (IST)

বৈঠকে আন্দোলনকারীরা

জুনিয়র চিকিৎসকরা নিজেদের মধ্যে বৈঠক করছেন। কারা যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সেই নিয়েই হচ্ছে বৈঠক। তবে বৈঠকে জুনিয়র চিকিৎসকদের প্রনিধিরা গেলেও অনশন কারীরা থাকবেন তাদের ধর্নামঞ্চে।

Last Updated : 11 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.