17 দিন ধরে অনশন চলার পর অবশেষে সোমবার তা তুলে নিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ তারপর সেই প্রসঙ্গে একে একে বক্তব্য়ও রাখেন অনশনকারী জুনিয়র চিকিৎসকরা ৷ তারপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায় ৷ তড়িঘড়ি তাঁকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে ৷
অনশন তোলার পরই অসুস্থ চিকিৎসক, ভর্তি করা হল এসএসকেএমে - KOLKATA DOCTOR RAPE AND MURDER CASE
Published : Oct 21, 2024, 3:36 PM IST
|Updated : Oct 21, 2024, 10:48 PM IST
বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র চিকিৎসকরা । শনিবার তাঁদের অনশন মঞ্চে গিয়েছিলেন রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তা ৷ এর মধ্যে মুখ্যসচিব মনোজ পন্থের ফোনের মাধ্যমে মমতা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ৷ তাঁদের বৈঠকে আসতে বলেন। সেই মতো আজ বৈঠক হয় নবান্নে। কারা কারা এই বৈঠকে থাকবেন, তা ঠিক করতে দুপুরে বৈঠকে বসেন জুনিয়র চিকিৎসকরা । তবে কোনও অনশনকারী বৈঠকে যাবেন না বলে ঠিক হয়েছিল সেটাই হয়েছে ।
LIVE FEED
অনশন তোলার পরই অসুস্থ জুনিয়র চিকিৎসক
17 দিন পর অনশন প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকরা
নিহত চিকিৎসকের বাবা-মার অনুরোধেই অনশন প্রত্যাহার বলে জানালেন জুনিয়র চিকিৎসকরা ৷ তবে ন্যায়বিচারের দাবিতে যদি আবারও আমরণ অনশনে বসতে হয় তাও বসবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ৷ দাবি পূরণে শনিবার আরজি কর মেডিক্যালে গণকনভেনশনের ডাক দিয়েছেন তাঁরা ৷
অনশনের পাশাপাশি স্বাস্থ্য-ধর্মঘটও প্রত্যাহার
আমরণ অনশনের পাশাপাশি আগামিকাল যে স্বাস্থ্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল তাও প্রত্যাহার করে নেওয়া হল । তবে শনিবার মহা-সমাবেশের ডাক দিলেন আন্দোলনকারীরা ।
উই ওয়ান্ট জাস্টিস ব্যাজ খুলে ঢুকতে হয়েছে নবান্নের বৈঠকে
জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদারের দাবি, তাঁদের উই ওয়ান্ট জাস্টিস ব্যাজ খুলে ঢুকতে হয়েছে নবান্নের বৈঠকে।
স্বাস্থ্য সচিবকে নিয়ে কথা বলতে দেওয়া হয়নি
স্বাস্থ্য সচিব কোথায় কোথায় ব্যর্থ সেই সংক্রান্ত তথ্য জোগাড় করে আমরা একটি ফাইল নিয়ে গিয়েছিলাম। সেটা আমরা জমা দিয়েছি। কিন্তু ফাইল নিয়ে কোনও কথা তিনি (মুখ্যমন্ত্রী) বললেন না ।
লাইভ স্ট্রিমিং নিয়ে খুশি জুনিয়র চিকিৎসকরা
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিং হওয়ায় খুশি জুনিয়র চিকিৎসকরা।
অনশন মঞ্চে নির্যাতিতর বাবা-মা
আরজি কর হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা-মা এলেন অনশন মঞ্চে। অনশনকারীদের সঙ্গে কথা বলছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কী ভাবছেন জুনিয়র চিকিৎসকরা সে কথা শুনছেন ওই নির্যাতিতা চিকিৎসক তরুণী চিকিৎসকের পরিবার। এছাড়াও তাঁরা অনশনকারীদের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।
অনশন মঞ্চে শুরু বৈঠক
অনশনকারীরা নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন। পরবর্তী পদক্ষেপ তাঁরা কী নেবেন, সেই নিয়ে নিজেদের মধ্যে কথা বলছেন তাঁরা। এদিকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে অনশন মঞ্চে ফিরে এসেছেন জুনিয়র চিকিৎসকরাও। তাঁদের সঙ্গে কথা বলে অনশন প্রত্যাহার হবে কি না তা ঠিক হবে।
নতুন করে তৈরি হবে কলেজ স্তরের কমিটিও
যৌন নির্যাতন থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যের বিভিন্ন কলেজে কমিটি ছিল । কিন্তু বৈঠকে যোগ দেওয়া জুনিয়র চিকিৎসকদের দাবি কলেজ স্তরের ওই কমিটির অনেক সদস্য পাশ করে বেরিয়ে গিয়েছেন । কিন্তু এখনও তাঁরা কমিটির সদস্য । সেই জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে অন্যদের নিয়ে আসা হবে ।
স্বাস্থ্য-সংক্রান্ত টাক্সফোর্সের পুনর্গঠন
মুখ্যসচিবের নেতৃত্বাধীন রাজ্য স্তরের স্বাস্থ্য সংক্রান্ত টাক্সফোর্সে দুজন জুনিয়র চিকিৎসক, দুজন আবাসিক ডাক্তার এবং একজন মহিলা আবাসিক চিকিৎসক প্রতিনিধি যুক্ত হবেন বলে বৈঠকে ঠিক হয়েছে ।
জুনিয়র চিকিৎসকদের দশ দফা দাবি নিয়ে সরকার কী বলল?
1) নির্যাতিতার দ্রুত ন্যায় বিচার: সিবিআই তদন্ত চলছে ।
2) ছাত্র সংসদ নির্বাচন: 2025 সালের মার্চের মধ্যে ভোট-প্রক্রিয়া শেষ করার আশ্বাস ।
3) রাজ্য মেডিক্যাল কাউন্সিল পুনর্গঠন: মানা সম্ভব নয় ।
4) রাজ্য স্বাস্থ্যসচিবের অপসারণ: মানা সম্ভব নয়।
5) হাসপাতালে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি: আশ্বাস মিলেছে ।
6) কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু: কাজ শুরু হয়েছে ।
7) হাসপাতালে খালি বেডের নজরদরারি: কাজ শুরু হয়েছে ।
8) হাসপাতালে সিসিটিভি, প্যানিক বোতাম লাগানো: কাজ চলছে ।
9) হাসপাতালে শূন্যপদ পূরণ: আশ্বাস মিলেছে, তবে ওবিসি সংরক্ষণ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন ।
10) থ্রেট কালচারের বিরুদ্ধে পদক্ষেপ: আশ্বাস মিলেছে।
আলোচনার বিষয় লিখিতভাবে জানানো হবে
আলোচনার বিষয়বস্তু মঙ্গলবার দুপুর তিনটের মধ্যে জুুনিয়র চিকিৎসকদের জানিয়ে দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান মমতার
হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান মুখ্যমন্ত্রীর । পরিস্থিতি স্বাভাবিক না হলে সরকার কাজ করতে পারবে না বলে দাবি মমতার।
সুপ্রিম কোর্টে রাজ্যের মুখ পুড়েছে: মমতা
আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী বলেছেন সরকারি হাসপাতালে তুলো ছাড়া আর কিছু পাওয়া যায় না । এই বক্তব্যে রাজ্যের মুখ পুড়েছে ।
সাসপেনশন নিয়ে ক্ষোভ মমতার
আরজি কর কলেজে থ্রেট কালচারে অভিযুক্তদের সাসপেনশন নিয়ে ক্ষোভ মমতার ।
অধ্যক্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন মমতার
কয়েকজন অধ্যক্ষ রাজনৈতিক ভূমিকা পালন করেছেন, বৈঠকে দাবি মমতার।
পাল্টা থ্রেট কালচারের কথা বললেন মমতা
মুখ্যমন্ত্রী বলেন, "কয়েকদিন আগে উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজে দেখেছি ঘেরাও হচ্ছে। সেখানেই একজন চিকিৎসককে বাধ্য হয়ে ইস্তফা দিতে হয়েছে । সেটা কি থ্রেট কালচার নয় !"
অভিযুক্ত-তরজা
স্বাস্থ্যসচিবকে অভিযুক্ত বলা যাবে না, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে দাবি মমতার ।
হাসপাতালের থ্রেট কালচার নিয়ে সরব কিঞ্জল
বৈঠকে চিকিৎসক কিঞ্জল নন্দ দাবি করেন, তাঁরা প্রথম দিন থেকে থ্রেট কালচার নিয়ে আমরা বলে আসছি। তবু সেটা বন্ধ হয়নি। আজও ডায়মন্ড হারবার হাসপাতালে গিয়ে থ্রেট কালচারে মূল অভিযুক্ত অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে দিয়েছে । পাশাপাশি যারা আরজি কর কলেজে ভাঙচুর চালাল তাদেরও ছেড়ে দেওয়া হয়েছে ।
সিবিআইকে সাহায্য়ের অনুরোধ
আরজি করে নির্যাতিতা যাতে দ্রুত বিচার পায় তা নিশ্চিত করতে রাজ্য সরকারকে সিবিআইকে সাহায্য করতে অনুরোধ জুনিয়র চিকিৎসকদের ।
পদ্ধতিগত ত্রুটির ফল
অভয়ার সঙ্গে যা হয়েছে সেটা পদ্ধতিগত ত্রুটির ফল। বৈঠকে দাবি জুনিয়র চিকিৎসকদের নেতা দেবাশিস হালদার।
কারও নামে অভিযোগ নয়: মমতা
নিজেদের দাবির কথা বলতে গিয়ে বেশ কয়েকজন চিকিৎসকের নাম উল্লেখ করেন দেবাশিস। সন্দীপ ঘোষ থেকে শুরু করে আশিস পাণ্ডে, বীরুপাক্ষ এবং অভীকের নাম উচ্চারণ করেন দেবাশিস। এখানেই তাঁকে থামিয়ে মমতা বলেন, যাঁরা এখানে নেই তাঁদের নাম নেওয়া উচিত নয় । কারণ তাঁরা নিজেদের পক্ষ নিতে পারবেন না।
অনশনকারীদের খোঁজ নিলেন মমতা
বৈঠকের শুরুতেই অনশনকারীা জুনিয়র চিকিৎসকরা কেমন আছে তা জানতে চাইলেন মুখ্যমন্ত্রী ।
17 জনকে প্রবেশের অনুমতি
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিলেন 17 জন জুনিয়র চিকিৎসক।
উপস্থিত সরকারি হাসপাতালের কর্তারাও
জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের উচ্চপদস্থ কর্তারাও উপস্থিত থাকছেন। এসএসকেএম, আরজি কর এবং কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকছেন বলে জানা গিয়েছে ।
অনশন মঞ্চ থেকে 10 মিনিটে নবান্নে পৌঁছল বাস
মুখ্যসচিবের দেওয়া সময় মেনে ঠিক সাড়ে চারটের সময় নবান্ন সভাঘরের সামনে পৌঁছে গেল জুনিয়র চিকিৎসকদের বাস ।
রওনা দিল বাস
ধর্মতলার অনশন মঞ্চ থেকে রওনা দিল জুনিয়র চিকিৎসকদের বাস। একটি সূত্রে জানা গিয়েছে 17-18 জন জুনিয়র চিকিৎসকরা বৈঠকে যোগ দিতে যাচ্ছেন।
নথি নিয়ে নবান্নে
আন্দোলনকারীদের তরফে দেবাশিস হালদার জানান, প্রশাসনের কয়েকজন কর্তাদর বিরুদ্ধে তাঁদের সুর্নিদিষ্ট অভিযোগ আছে। সেই সংক্রান্ত প্রমাণ নিয়েই তাঁরা নবান্নে যাচ্ছেন ।
অনশন তোলার আহ্বান কুণালের
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে জুনিয়র চিকিৎসকদের অনশন তোলার আহ্বান কুণাল ঘোষের। সোমবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে জুনিয়র চিকিৎসকদের অনশন শেষ করা উচিত।"
বৈঠকে আন্দোলনকারীরা
জুনিয়র চিকিৎসকরা নিজেদের মধ্যে বৈঠক করছেন। কারা যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সেই নিয়েই হচ্ছে বৈঠক। তবে বৈঠকে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা গেলেও অনশন কারীরা থাকবেন তাদের ধর্নামঞ্চে।
বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র চিকিৎসকরা । শনিবার তাঁদের অনশন মঞ্চে গিয়েছিলেন রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তা ৷ এর মধ্যে মুখ্যসচিব মনোজ পন্থের ফোনের মাধ্যমে মমতা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ৷ তাঁদের বৈঠকে আসতে বলেন। সেই মতো আজ বৈঠক হয় নবান্নে। কারা কারা এই বৈঠকে থাকবেন, তা ঠিক করতে দুপুরে বৈঠকে বসেন জুনিয়র চিকিৎসকরা । তবে কোনও অনশনকারী বৈঠকে যাবেন না বলে ঠিক হয়েছিল সেটাই হয়েছে ।
LIVE FEED
অনশন তোলার পরই অসুস্থ জুনিয়র চিকিৎসক
17 দিন ধরে অনশন চলার পর অবশেষে সোমবার তা তুলে নিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ তারপর সেই প্রসঙ্গে একে একে বক্তব্য়ও রাখেন অনশনকারী জুনিয়র চিকিৎসকরা ৷ তারপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায় ৷ তড়িঘড়ি তাঁকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে ৷
17 দিন পর অনশন প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকরা
নিহত চিকিৎসকের বাবা-মার অনুরোধেই অনশন প্রত্যাহার বলে জানালেন জুনিয়র চিকিৎসকরা ৷ তবে ন্যায়বিচারের দাবিতে যদি আবারও আমরণ অনশনে বসতে হয় তাও বসবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ৷ দাবি পূরণে শনিবার আরজি কর মেডিক্যালে গণকনভেনশনের ডাক দিয়েছেন তাঁরা ৷
অনশনের পাশাপাশি স্বাস্থ্য-ধর্মঘটও প্রত্যাহার
আমরণ অনশনের পাশাপাশি আগামিকাল যে স্বাস্থ্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল তাও প্রত্যাহার করে নেওয়া হল । তবে শনিবার মহা-সমাবেশের ডাক দিলেন আন্দোলনকারীরা ।
উই ওয়ান্ট জাস্টিস ব্যাজ খুলে ঢুকতে হয়েছে নবান্নের বৈঠকে
জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদারের দাবি, তাঁদের উই ওয়ান্ট জাস্টিস ব্যাজ খুলে ঢুকতে হয়েছে নবান্নের বৈঠকে।
স্বাস্থ্য সচিবকে নিয়ে কথা বলতে দেওয়া হয়নি
স্বাস্থ্য সচিব কোথায় কোথায় ব্যর্থ সেই সংক্রান্ত তথ্য জোগাড় করে আমরা একটি ফাইল নিয়ে গিয়েছিলাম। সেটা আমরা জমা দিয়েছি। কিন্তু ফাইল নিয়ে কোনও কথা তিনি (মুখ্যমন্ত্রী) বললেন না ।
লাইভ স্ট্রিমিং নিয়ে খুশি জুনিয়র চিকিৎসকরা
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিং হওয়ায় খুশি জুনিয়র চিকিৎসকরা।
অনশন মঞ্চে নির্যাতিতর বাবা-মা
আরজি কর হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা-মা এলেন অনশন মঞ্চে। অনশনকারীদের সঙ্গে কথা বলছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কী ভাবছেন জুনিয়র চিকিৎসকরা সে কথা শুনছেন ওই নির্যাতিতা চিকিৎসক তরুণী চিকিৎসকের পরিবার। এছাড়াও তাঁরা অনশনকারীদের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।
অনশন মঞ্চে শুরু বৈঠক
অনশনকারীরা নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন। পরবর্তী পদক্ষেপ তাঁরা কী নেবেন, সেই নিয়ে নিজেদের মধ্যে কথা বলছেন তাঁরা। এদিকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে অনশন মঞ্চে ফিরে এসেছেন জুনিয়র চিকিৎসকরাও। তাঁদের সঙ্গে কথা বলে অনশন প্রত্যাহার হবে কি না তা ঠিক হবে।
নতুন করে তৈরি হবে কলেজ স্তরের কমিটিও
যৌন নির্যাতন থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যের বিভিন্ন কলেজে কমিটি ছিল । কিন্তু বৈঠকে যোগ দেওয়া জুনিয়র চিকিৎসকদের দাবি কলেজ স্তরের ওই কমিটির অনেক সদস্য পাশ করে বেরিয়ে গিয়েছেন । কিন্তু এখনও তাঁরা কমিটির সদস্য । সেই জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে অন্যদের নিয়ে আসা হবে ।
স্বাস্থ্য-সংক্রান্ত টাক্সফোর্সের পুনর্গঠন
মুখ্যসচিবের নেতৃত্বাধীন রাজ্য স্তরের স্বাস্থ্য সংক্রান্ত টাক্সফোর্সে দুজন জুনিয়র চিকিৎসক, দুজন আবাসিক ডাক্তার এবং একজন মহিলা আবাসিক চিকিৎসক প্রতিনিধি যুক্ত হবেন বলে বৈঠকে ঠিক হয়েছে ।
জুনিয়র চিকিৎসকদের দশ দফা দাবি নিয়ে সরকার কী বলল?
1) নির্যাতিতার দ্রুত ন্যায় বিচার: সিবিআই তদন্ত চলছে ।
2) ছাত্র সংসদ নির্বাচন: 2025 সালের মার্চের মধ্যে ভোট-প্রক্রিয়া শেষ করার আশ্বাস ।
3) রাজ্য মেডিক্যাল কাউন্সিল পুনর্গঠন: মানা সম্ভব নয় ।
4) রাজ্য স্বাস্থ্যসচিবের অপসারণ: মানা সম্ভব নয়।
5) হাসপাতালে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি: আশ্বাস মিলেছে ।
6) কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু: কাজ শুরু হয়েছে ।
7) হাসপাতালে খালি বেডের নজরদরারি: কাজ শুরু হয়েছে ।
8) হাসপাতালে সিসিটিভি, প্যানিক বোতাম লাগানো: কাজ চলছে ।
9) হাসপাতালে শূন্যপদ পূরণ: আশ্বাস মিলেছে, তবে ওবিসি সংরক্ষণ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন ।
10) থ্রেট কালচারের বিরুদ্ধে পদক্ষেপ: আশ্বাস মিলেছে।
আলোচনার বিষয় লিখিতভাবে জানানো হবে
আলোচনার বিষয়বস্তু মঙ্গলবার দুপুর তিনটের মধ্যে জুুনিয়র চিকিৎসকদের জানিয়ে দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান মমতার
হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান মুখ্যমন্ত্রীর । পরিস্থিতি স্বাভাবিক না হলে সরকার কাজ করতে পারবে না বলে দাবি মমতার।
সুপ্রিম কোর্টে রাজ্যের মুখ পুড়েছে: মমতা
আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী বলেছেন সরকারি হাসপাতালে তুলো ছাড়া আর কিছু পাওয়া যায় না । এই বক্তব্যে রাজ্যের মুখ পুড়েছে ।
সাসপেনশন নিয়ে ক্ষোভ মমতার
আরজি কর কলেজে থ্রেট কালচারে অভিযুক্তদের সাসপেনশন নিয়ে ক্ষোভ মমতার ।
অধ্যক্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন মমতার
কয়েকজন অধ্যক্ষ রাজনৈতিক ভূমিকা পালন করেছেন, বৈঠকে দাবি মমতার।
পাল্টা থ্রেট কালচারের কথা বললেন মমতা
মুখ্যমন্ত্রী বলেন, "কয়েকদিন আগে উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজে দেখেছি ঘেরাও হচ্ছে। সেখানেই একজন চিকিৎসককে বাধ্য হয়ে ইস্তফা দিতে হয়েছে । সেটা কি থ্রেট কালচার নয় !"
অভিযুক্ত-তরজা
স্বাস্থ্যসচিবকে অভিযুক্ত বলা যাবে না, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে দাবি মমতার ।
হাসপাতালের থ্রেট কালচার নিয়ে সরব কিঞ্জল
বৈঠকে চিকিৎসক কিঞ্জল নন্দ দাবি করেন, তাঁরা প্রথম দিন থেকে থ্রেট কালচার নিয়ে আমরা বলে আসছি। তবু সেটা বন্ধ হয়নি। আজও ডায়মন্ড হারবার হাসপাতালে গিয়ে থ্রেট কালচারে মূল অভিযুক্ত অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে দিয়েছে । পাশাপাশি যারা আরজি কর কলেজে ভাঙচুর চালাল তাদেরও ছেড়ে দেওয়া হয়েছে ।
সিবিআইকে সাহায্য়ের অনুরোধ
আরজি করে নির্যাতিতা যাতে দ্রুত বিচার পায় তা নিশ্চিত করতে রাজ্য সরকারকে সিবিআইকে সাহায্য করতে অনুরোধ জুনিয়র চিকিৎসকদের ।
পদ্ধতিগত ত্রুটির ফল
অভয়ার সঙ্গে যা হয়েছে সেটা পদ্ধতিগত ত্রুটির ফল। বৈঠকে দাবি জুনিয়র চিকিৎসকদের নেতা দেবাশিস হালদার।
কারও নামে অভিযোগ নয়: মমতা
নিজেদের দাবির কথা বলতে গিয়ে বেশ কয়েকজন চিকিৎসকের নাম উল্লেখ করেন দেবাশিস। সন্দীপ ঘোষ থেকে শুরু করে আশিস পাণ্ডে, বীরুপাক্ষ এবং অভীকের নাম উচ্চারণ করেন দেবাশিস। এখানেই তাঁকে থামিয়ে মমতা বলেন, যাঁরা এখানে নেই তাঁদের নাম নেওয়া উচিত নয় । কারণ তাঁরা নিজেদের পক্ষ নিতে পারবেন না।
অনশনকারীদের খোঁজ নিলেন মমতা
বৈঠকের শুরুতেই অনশনকারীা জুনিয়র চিকিৎসকরা কেমন আছে তা জানতে চাইলেন মুখ্যমন্ত্রী ।
17 জনকে প্রবেশের অনুমতি
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিলেন 17 জন জুনিয়র চিকিৎসক।
উপস্থিত সরকারি হাসপাতালের কর্তারাও
জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের উচ্চপদস্থ কর্তারাও উপস্থিত থাকছেন। এসএসকেএম, আরজি কর এবং কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকছেন বলে জানা গিয়েছে ।
অনশন মঞ্চ থেকে 10 মিনিটে নবান্নে পৌঁছল বাস
মুখ্যসচিবের দেওয়া সময় মেনে ঠিক সাড়ে চারটের সময় নবান্ন সভাঘরের সামনে পৌঁছে গেল জুনিয়র চিকিৎসকদের বাস ।
রওনা দিল বাস
ধর্মতলার অনশন মঞ্চ থেকে রওনা দিল জুনিয়র চিকিৎসকদের বাস। একটি সূত্রে জানা গিয়েছে 17-18 জন জুনিয়র চিকিৎসকরা বৈঠকে যোগ দিতে যাচ্ছেন।
নথি নিয়ে নবান্নে
আন্দোলনকারীদের তরফে দেবাশিস হালদার জানান, প্রশাসনের কয়েকজন কর্তাদর বিরুদ্ধে তাঁদের সুর্নিদিষ্ট অভিযোগ আছে। সেই সংক্রান্ত প্রমাণ নিয়েই তাঁরা নবান্নে যাচ্ছেন ।
অনশন তোলার আহ্বান কুণালের
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে জুনিয়র চিকিৎসকদের অনশন তোলার আহ্বান কুণাল ঘোষের। সোমবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে জুনিয়র চিকিৎসকদের অনশন শেষ করা উচিত।"
বৈঠকে আন্দোলনকারীরা
জুনিয়র চিকিৎসকরা নিজেদের মধ্যে বৈঠক করছেন। কারা যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সেই নিয়েই হচ্ছে বৈঠক। তবে বৈঠকে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা গেলেও অনশন কারীরা থাকবেন তাদের ধর্নামঞ্চে।