ETV Bharat / state

জনরোষের তত্ত্বই কি বুমেরাং হয়ে ফিরল তৃণমূলের দিকে, সন্দেশখালিতে লাগাতার বিক্ষোভে উঠছে প্রশ্ন - Protest

Protest in Sandeshkhali: তিনদিন ধরে উত্তপ্ত উত্তর 24 পরগনার সন্দেশখালি ৷ স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তাঁর দুই ঘনিষ্ঠ নেতা শিবপ্রসাদ হাজরা ও উত্তম সরদারদের বিরুদ্ধে ৷ ইডির হানার দিন তৃণমূল যে জনরোষের তত্ত্ব সামনে এনেছিল, এবার কি সেটাই ফিরে আসছে ? উঠছে প্রশ্ন ৷

Protest in Sandeshkhali
Protest in Sandeshkhali
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 6:47 PM IST

Updated : Feb 9, 2024, 8:10 PM IST

জনরোষের তত্ত্বই কি বুমেরাং হয়ে ফিরল তৃণমূলের দিকে, সন্দেশখালিতে লাগাতার বিক্ষোভে উঠছে প্রশ্ন

সন্দেশখালি, 9 ফেব্রুয়ারি: এবার জনরোষের তত্ত্বই কি বুমেরাং হয়ে ফিরল তৃণমূলের দিকে ? এই প্রশ্ন ওঠার নেপথ্যে রয়েছে শাসকদলের সেই পুরনো জনরোষের তত্ত্ব ! একমাস আগে সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার পর শাসকদলের একের পর এক নেতার মুখে উঠে এসেছিল 'জনরোষের তত্ত্ব' । সেই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সংযোগ নেই বলেও দাবি করেছিলেন স্থানীয় নেতারা । উলটে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সক্রিয়তা নিয়েই প্রশ্ন তুলেছিলেন তাঁরা । সেই ঘটনার একমাস পর সন্দেশখালিতে গ্রামবাসীদের ক্ষোভের আগুন যেভাবে জ্বলতে শুরু করেছে, তাতে শাসকের সেই জনরোষের তত্ত্বই মনে করিয়ে দিয়েছে অনেককে ।

তবে স্থানীয়দের একাংশের দাবি, তৃণমূলের 'বাহুবলী' নেতা শেখ শাহজাহান এবং তাঁর দুই ঘনিষ্ঠ নেতা শিবপ্রসাদ হাজরা ও উত্তম সরদারদের বিরুদ্ধে গ্রামবাসীদের এই ক্ষোভ একদিনের নয় ! তাঁদের দীর্ঘদিনের ‘অন‍্যায়-অত‍্যাচার’ সহ‍্য করতে করতে আজ গ্রামবাসীদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে । তাই, গণজাগরণ শুরু হয়েছে ক্ষিপ্ত গ্রামবাসীদের মধ্যে । বাঁশ, লাঠিসোঁটা, দা, কুড়ুল হাতে নিয়ে গ্রামের আদিবাসী মহিলারা বেরিয়ে এসেছেন ঘর থেকে ।

শুধু তাই নয়, লাগাতার তিনদিন যাবৎ একটানা বিক্ষোভ, থানা ঘেরাও কর্মসূচি করে শাহজাহান এবং তাঁর দলবলের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় মহিলারা । শুক্রবারও উত্তর 24 পরগনা জেলা পরিষদের দুই তৃণমূল সদস্য শিবপ্রসাদ হাজরা ও উত্তম সরদারের বিরুদ্ধে বড়সড় আন্দোলন হয় ৷ সেই আন্দোলন ঠেকাতে সন্দেশখালি থানা চত্বরে 144 ধারা জারি করে প্রশাসন । তাতে আদৌও কোনও কাজ হয়নি ৷ বরং শেখ শাহজাহান এবং তাঁর দুই ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা ও উত্তম সরদারের গ্রেফতারের দাবিতে গ্রামবাসীরা যে এককাট্টা, তা তাঁদের আন্দোলন থেকেই স্পষ্ট । স্থানীয় বাসিন্দা সাবিত্রী সরদার, মহারানি সরদাররা ওই তিন তৃণমূল নেতার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ৷

স্থানীয় সূত্রের খবর, যে সমস্ত গ্রামবাসী পথে নেমে শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে গর্জে উঠেছেন । তাঁদের অধিকাংশই তৃণমূলের সঙ্গে জড়িত । অভিযোগ, দলের নাম ভাঙিয়ে গ্রামবাসীদের শোষণ করতেন শাহজাহান, শিবু, উত্তম ও তাঁদের সহযোগীরা । সেই নেতাদের শোষণরাজ খতম করতেই পালটা গ্রামের তৃণমূল সমর্থক মহিলারা পথে নেমে সোচ্চার হয়েছেন তাঁদের অনৈতিক কাজকর্মের প্রতিবাদ জানাতে । যা টানা তিনদিন অব‍্যাহত রয়েছে সন্দেশখালিতে ।

এদিকে, সন্দেশখালিতে বিক্ষোভ-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ইতিমধ্যে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে । এর মধ্যে তিনজন গ্রামবাসীও রয়েছেন । পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতা শিবুপ্রসাদ হাজরার পোল্ট্রি ফার্মে আগুন ধরানোর ঘটনায় ওই তিন গ্রামবাসীকে পাকড়াও করা হয়েছে । এই নিয়ে শিবপ্রসাদ হাজরা অভিযোগ দায়ের করেছিলেন সন্দেশখালি থানায় । গ্রামবাসীদের আরও একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে । যদিও, যাঁদের গ্রেফতারের দাবিতে সন্দেশখালি জ্বলছে, সেই শাহজাহান, শিবু ও উত্তম কারোরই এখনও পর্যন্ত ধরতে পারেনি পুলিশ । ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । গ্রামবাসীদের একাংশের অভিযোগ, পুলিশই ওই তিন তৃণমূল নেতাকে নিরাপত্তা দিয়ে 'সেফ' জায়গায় রেখে দিয়েছে । যাতে তাঁদের কোনও সমস্যার মুখে না পড়তে হয় !

অন‍্যদিকে, তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা যে 117 জনের নামে অভিযোগ দায়ের করেছেন সন্দেশখালি থানাতে, সেই অভিযোগপত্রের প্রথমেই নাম রয়েছে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরদারের । তিনি জানিয়েছেন, পুলিশের কাছে মানুষ অভিযোগ জানাতে গিয়ে সুরাহা পায়নি ৷ উলটে উত্তম সরকারের হুমকির মুখে পড়তে হয় ৷ সেই কারণেই মানুষ দলবদ্ধ হয়ে বিক্ষোভ করছেন ৷ আর বিজেপি নেতা রাজেন্দ্র সাহার দাবি, এই ধরনের জনরোষ এবার সারা বাংলায় ছড়িয়ে পড়বে ৷

শুক্রবার সকাল থেকেই থমথমে পরিবেশ সন্দেশখালি । বড়সড় গন্ডগোলের আশঙ্কায় এ দিন সকাল থেকে এলাকার বিভিন্ন দোকানপাট বন্ধ করে রাখা হয় আগে থেকেই । শুধু ব‍্যবসায়ীরাই নয় ! লাগাতার অশান্তির জেরে প্রভাব এসে পড়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনেও । তাঁরাও চাইছেন, সন্দেশখালিতে আবারও শান্তি ফিরে আসুক !

আরও পড়ুন:

  1. লেখাপড়া করা উচিত না, 'চিল্লার পার্টি' বানিয়ে শিশুদের মগজ ধোলাই করত শাহজাহান !
  2. অশান্ত সন্দেশখালি, শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার তিনটি পোল্ট্রি ফার্মে আগুন ক্ষিপ্ত গ্রামবাসীদের
  3. শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারের দাবিতে ফের উত্তপ্ত সন্দেশখালি, গ্রামবাসীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের

জনরোষের তত্ত্বই কি বুমেরাং হয়ে ফিরল তৃণমূলের দিকে, সন্দেশখালিতে লাগাতার বিক্ষোভে উঠছে প্রশ্ন

সন্দেশখালি, 9 ফেব্রুয়ারি: এবার জনরোষের তত্ত্বই কি বুমেরাং হয়ে ফিরল তৃণমূলের দিকে ? এই প্রশ্ন ওঠার নেপথ্যে রয়েছে শাসকদলের সেই পুরনো জনরোষের তত্ত্ব ! একমাস আগে সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার পর শাসকদলের একের পর এক নেতার মুখে উঠে এসেছিল 'জনরোষের তত্ত্ব' । সেই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সংযোগ নেই বলেও দাবি করেছিলেন স্থানীয় নেতারা । উলটে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সক্রিয়তা নিয়েই প্রশ্ন তুলেছিলেন তাঁরা । সেই ঘটনার একমাস পর সন্দেশখালিতে গ্রামবাসীদের ক্ষোভের আগুন যেভাবে জ্বলতে শুরু করেছে, তাতে শাসকের সেই জনরোষের তত্ত্বই মনে করিয়ে দিয়েছে অনেককে ।

তবে স্থানীয়দের একাংশের দাবি, তৃণমূলের 'বাহুবলী' নেতা শেখ শাহজাহান এবং তাঁর দুই ঘনিষ্ঠ নেতা শিবপ্রসাদ হাজরা ও উত্তম সরদারদের বিরুদ্ধে গ্রামবাসীদের এই ক্ষোভ একদিনের নয় ! তাঁদের দীর্ঘদিনের ‘অন‍্যায়-অত‍্যাচার’ সহ‍্য করতে করতে আজ গ্রামবাসীদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে । তাই, গণজাগরণ শুরু হয়েছে ক্ষিপ্ত গ্রামবাসীদের মধ্যে । বাঁশ, লাঠিসোঁটা, দা, কুড়ুল হাতে নিয়ে গ্রামের আদিবাসী মহিলারা বেরিয়ে এসেছেন ঘর থেকে ।

শুধু তাই নয়, লাগাতার তিনদিন যাবৎ একটানা বিক্ষোভ, থানা ঘেরাও কর্মসূচি করে শাহজাহান এবং তাঁর দলবলের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় মহিলারা । শুক্রবারও উত্তর 24 পরগনা জেলা পরিষদের দুই তৃণমূল সদস্য শিবপ্রসাদ হাজরা ও উত্তম সরদারের বিরুদ্ধে বড়সড় আন্দোলন হয় ৷ সেই আন্দোলন ঠেকাতে সন্দেশখালি থানা চত্বরে 144 ধারা জারি করে প্রশাসন । তাতে আদৌও কোনও কাজ হয়নি ৷ বরং শেখ শাহজাহান এবং তাঁর দুই ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা ও উত্তম সরদারের গ্রেফতারের দাবিতে গ্রামবাসীরা যে এককাট্টা, তা তাঁদের আন্দোলন থেকেই স্পষ্ট । স্থানীয় বাসিন্দা সাবিত্রী সরদার, মহারানি সরদাররা ওই তিন তৃণমূল নেতার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ৷

স্থানীয় সূত্রের খবর, যে সমস্ত গ্রামবাসী পথে নেমে শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে গর্জে উঠেছেন । তাঁদের অধিকাংশই তৃণমূলের সঙ্গে জড়িত । অভিযোগ, দলের নাম ভাঙিয়ে গ্রামবাসীদের শোষণ করতেন শাহজাহান, শিবু, উত্তম ও তাঁদের সহযোগীরা । সেই নেতাদের শোষণরাজ খতম করতেই পালটা গ্রামের তৃণমূল সমর্থক মহিলারা পথে নেমে সোচ্চার হয়েছেন তাঁদের অনৈতিক কাজকর্মের প্রতিবাদ জানাতে । যা টানা তিনদিন অব‍্যাহত রয়েছে সন্দেশখালিতে ।

এদিকে, সন্দেশখালিতে বিক্ষোভ-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ইতিমধ্যে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে । এর মধ্যে তিনজন গ্রামবাসীও রয়েছেন । পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতা শিবুপ্রসাদ হাজরার পোল্ট্রি ফার্মে আগুন ধরানোর ঘটনায় ওই তিন গ্রামবাসীকে পাকড়াও করা হয়েছে । এই নিয়ে শিবপ্রসাদ হাজরা অভিযোগ দায়ের করেছিলেন সন্দেশখালি থানায় । গ্রামবাসীদের আরও একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে । যদিও, যাঁদের গ্রেফতারের দাবিতে সন্দেশখালি জ্বলছে, সেই শাহজাহান, শিবু ও উত্তম কারোরই এখনও পর্যন্ত ধরতে পারেনি পুলিশ । ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । গ্রামবাসীদের একাংশের অভিযোগ, পুলিশই ওই তিন তৃণমূল নেতাকে নিরাপত্তা দিয়ে 'সেফ' জায়গায় রেখে দিয়েছে । যাতে তাঁদের কোনও সমস্যার মুখে না পড়তে হয় !

অন‍্যদিকে, তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা যে 117 জনের নামে অভিযোগ দায়ের করেছেন সন্দেশখালি থানাতে, সেই অভিযোগপত্রের প্রথমেই নাম রয়েছে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরদারের । তিনি জানিয়েছেন, পুলিশের কাছে মানুষ অভিযোগ জানাতে গিয়ে সুরাহা পায়নি ৷ উলটে উত্তম সরকারের হুমকির মুখে পড়তে হয় ৷ সেই কারণেই মানুষ দলবদ্ধ হয়ে বিক্ষোভ করছেন ৷ আর বিজেপি নেতা রাজেন্দ্র সাহার দাবি, এই ধরনের জনরোষ এবার সারা বাংলায় ছড়িয়ে পড়বে ৷

শুক্রবার সকাল থেকেই থমথমে পরিবেশ সন্দেশখালি । বড়সড় গন্ডগোলের আশঙ্কায় এ দিন সকাল থেকে এলাকার বিভিন্ন দোকানপাট বন্ধ করে রাখা হয় আগে থেকেই । শুধু ব‍্যবসায়ীরাই নয় ! লাগাতার অশান্তির জেরে প্রভাব এসে পড়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনেও । তাঁরাও চাইছেন, সন্দেশখালিতে আবারও শান্তি ফিরে আসুক !

আরও পড়ুন:

  1. লেখাপড়া করা উচিত না, 'চিল্লার পার্টি' বানিয়ে শিশুদের মগজ ধোলাই করত শাহজাহান !
  2. অশান্ত সন্দেশখালি, শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার তিনটি পোল্ট্রি ফার্মে আগুন ক্ষিপ্ত গ্রামবাসীদের
  3. শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারের দাবিতে ফের উত্তপ্ত সন্দেশখালি, গ্রামবাসীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের
Last Updated : Feb 9, 2024, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.