কলকাতা, 9 সেপ্টেম্বর: ঠিক একমাস আগের রাতে চিকিৎসা পরিষেবায় ব্যস্ত ছিলেন আরজি কর হাসপাতালের তরুণী পড়ুয়া ৷ ব্যস্ততা কাটিয়ে বিশ্রাম নিতে যাওয়ার সময়ই জীবনের সবথেকে বড় অন্ধকারময় দিন নেমে আসে তাঁর । নিজের কর্মস্থলে ধর্ষণ ও খুন করা হয় তাঁকে । তারপর থেকে চলছে আন্দোলন । ন্যয় বিচারের দাবিতে পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁদের সঙ্গে সামিল হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষেরা । কিন্তু, এক মাস হয়ে যাওয়ার পরও বিচার মেলেনি । তাই সেপ্টেম্বর মাসের 8 তারিখের রাতটিকে নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার জন্য উৎসর্গ করলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা ৷ পালন করলেন 'অভয়ার রাত' ৷
ঠিক এক মাস আগে অর্থাৎ 9 অগস্টের রাতে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল, সেই ঘটনাকে স্মরণ করে রবিবারের এই কর্মসূচি ৷ 8 সেপ্টেম্বর রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত একাধিক কর্মসূচি নেন জুনিয়র চিকিৎসকরা । আরজি কর হাসপাতালের ভিতরেই তাঁরা এই কর্মসূচি পালন করেন । চিকিৎসক অনিকেত মাহাতো জানান, "আজকে আমরা সারা রাত জেগে থাকবো । কিছু গান, প্রতিবাদী আবৃতি-সহ বেশ কিছু সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে । পোস্টকার্ডে আমরা কী ভাবছি এই আন্দোলন সম্পর্কে, সুপ্রিমো কোর্টের বিচার সম্পর্কে, সে বিষয়ে লিখব । যে জরুরী বিভাগে এই ঘটনা ঘটেছে, সেই রাস্তা ফুল দিয়ে সাজিয়ে তুলবো । সব শেষে আমাদের দিদির নামে বৃক্ষরোপণ করব ।"
সোমবার আরজি কর ঘটনার শুনানি হবে সুপ্রিম কোর্টে । আপাতত সেদিকেই নজর সারা বিশ্বের ৷ সুবিচারের আশায় রয়েছেন, ওই তরুণী চিকিৎসকের পরিবারও । এই বিষয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক অনিকেত বলেন, "আমরাও সুপ্রিম কোর্টের কাছে আশা করে আছি । তারা সদর্থক ভূমিকা নেবেন বলেই মনে করছি । কেন এফআইআর দেরিতে করা হলো? এই ঘটনার পিছনের আসল কারণ কী ? কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? এই বিষয়গুলো আমরা সিবিআই এবং সুপ্রিম কোর্টের তরফে জানতে পারবো বলে আশা করছি ।"