ETV Bharat / state

প্রথম দফা ভোটে কোথায় কত বাহিনী? কমিশনকে প্রস্তাব রাজ্যের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 6:31 PM IST

Lok Sabha Election 2024: 19 এপ্রিল রাজ্যে প্রথম দফার লোকসভা ভোট ৷ কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চায় রাজ্য তা মূখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠাল কমিশন ৷ বিস্তারিত রইল প্রতিবেদনে ৷

central force
central force

কলকাতা, 10 এপ্রিল: প্রথম দফা লোকসভা নির্বাচনে কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা যায় ? রাজ্যের তরফে প্রস্তাবিত নকশা পাঠানো হল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ৷ প্রথম পর্বের নির্বাচনের জন্য নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করে ফেলতে চলেছে নির্বাচন কমিশন । তার আগে বুধবার রাজ্যের এডিজিপি তথা আইজি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ৷

জানা গিয়েছে, রাজ্যে সব মিলিয়ে থাকছে 277 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । প্রস্তাব অনুযায়ী, এর মধ্যে প্রথম দফা ভোটে জলপাইগুড়িতে 22 কোম্পানি, আলিপুরদুয়ারে 19 কোম্পানি, কোচবিহারে 27 কোম্পানি বাহিনী মোতায়ন করা যেতে পারে । মোট 74 কোম্পানি রাখা যেতে পারে কিউআরটি বা কুইক রিপোজন্স টিম হিসেবে। পাশাপাশি, দ্বিতীয় দফা নির্বাচনে স্পর্শকাতর অঞ্চলে 14 কোম্পানি সিএপিএফ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছে । প্রথম দফায় শিলিগুড়ি (পিসি) 13 কোম্পানি, জলপাইগুড়িতে 75 কোম্পানি, আলিপুরদুয়ার 63 কোম্পানি, কোচবিহারে 112 কোম্পানির প্রস্তাব দেওয়া হয়েছে ।

এছাড়া দ্বিতীয় দফায় এক এক কোম্পানি করে দার্জিলিং, কালিম্পং, ইসলামপুর, রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট, বনগাঁ, পূর্ব মেদিনীপুর, চন্দননগরে, হাওড়া, ব্যারাকপুর এবং কলকাতা পুলিশে এক কোম্পানি বাহিনী মোতায়েন করার প্রস্তাব দেওয়া হয়েছে । প্রত্যেকটি কেন্দ্রেও এক কোম্পানি করে বাহিনী মোতায়েন রাখতে হবে ।

ভোট কেন্দ্রে একটা বুথ হলে একজন লাঠিধারী পুলিশ এবং হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রস্তাব দেওয়া হয়েছে । দুটি বুথ হলে দুজন লাঠিধারী পুলিশের সঙ্গে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী রাখার কথা বলা হয়েছে । তিনটি বুথ হলে তিনজন লাঠিধারী পুলিশ এবং এক সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়ন রাখার কথা বলা হয়েছে । চারটি বুথ হলে চারজন লাঠিধারী এবং এক সেকশন কেন্দ্রীয় বাহিনী প্রস্তাব দেওয়া হয়েছে। পাঁচটি বুথ হলে এক সেকশন কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি পাঁচজন লাঠিধারি পুলিশ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। 6টি করে বুথ প্রেমিসেস হলে দেড় সেকশন করে কেন্দ্রীয় বাহিনী রাখার প্রস্তাব দেওয়া হয়েছে । সাতটি করে বুথ প্রিমিসেস হলে দেড় সেকশন কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাব দেওয়া হয়েছে ।

একইভাবে আটটি করে বুথ প্রেমিসস হলে আটজন লাঠিধারী এবং দেড় সেকশন কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাব দেওয়া হয়েছে । পাশাপাশি 10,875 জন রাজ্য পুলিশ থাকছে প্রথম দফার নির্বাচনে । অর্থাৎ দেখা যাচ্ছে, আজ রাজ্যের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছে তাতে বর্তমান 277 কোম্পানি ব্যবহার করে সবকটি বুথ এবং স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা যাবে । অন্যদিকে, কিউআরটি, আরটি-সহ বাকি জায়গায় রাজ্য পুলিশ থাকবে । প্রস্তাবিত সিকিউরিটি প্লানটি স্পেশাল জেনারেল অবজার্ভার এবং পুলিশ অফিসারের সিলমোহরের জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন:

  1. কড়া নিরাপত্তা! প্রথম দফা ভোটের আগেই রাজ্যে আসছে আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
  2. ভূপতিনগরের ঘটনায় বদলাল ছবি, রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী
  3. পাহাড়ে মোতায়েন 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শুরু রুটমার্চ

কলকাতা, 10 এপ্রিল: প্রথম দফা লোকসভা নির্বাচনে কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা যায় ? রাজ্যের তরফে প্রস্তাবিত নকশা পাঠানো হল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ৷ প্রথম পর্বের নির্বাচনের জন্য নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করে ফেলতে চলেছে নির্বাচন কমিশন । তার আগে বুধবার রাজ্যের এডিজিপি তথা আইজি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ৷

জানা গিয়েছে, রাজ্যে সব মিলিয়ে থাকছে 277 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । প্রস্তাব অনুযায়ী, এর মধ্যে প্রথম দফা ভোটে জলপাইগুড়িতে 22 কোম্পানি, আলিপুরদুয়ারে 19 কোম্পানি, কোচবিহারে 27 কোম্পানি বাহিনী মোতায়ন করা যেতে পারে । মোট 74 কোম্পানি রাখা যেতে পারে কিউআরটি বা কুইক রিপোজন্স টিম হিসেবে। পাশাপাশি, দ্বিতীয় দফা নির্বাচনে স্পর্শকাতর অঞ্চলে 14 কোম্পানি সিএপিএফ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছে । প্রথম দফায় শিলিগুড়ি (পিসি) 13 কোম্পানি, জলপাইগুড়িতে 75 কোম্পানি, আলিপুরদুয়ার 63 কোম্পানি, কোচবিহারে 112 কোম্পানির প্রস্তাব দেওয়া হয়েছে ।

এছাড়া দ্বিতীয় দফায় এক এক কোম্পানি করে দার্জিলিং, কালিম্পং, ইসলামপুর, রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট, বনগাঁ, পূর্ব মেদিনীপুর, চন্দননগরে, হাওড়া, ব্যারাকপুর এবং কলকাতা পুলিশে এক কোম্পানি বাহিনী মোতায়েন করার প্রস্তাব দেওয়া হয়েছে । প্রত্যেকটি কেন্দ্রেও এক কোম্পানি করে বাহিনী মোতায়েন রাখতে হবে ।

ভোট কেন্দ্রে একটা বুথ হলে একজন লাঠিধারী পুলিশ এবং হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রস্তাব দেওয়া হয়েছে । দুটি বুথ হলে দুজন লাঠিধারী পুলিশের সঙ্গে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী রাখার কথা বলা হয়েছে । তিনটি বুথ হলে তিনজন লাঠিধারী পুলিশ এবং এক সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়ন রাখার কথা বলা হয়েছে । চারটি বুথ হলে চারজন লাঠিধারী এবং এক সেকশন কেন্দ্রীয় বাহিনী প্রস্তাব দেওয়া হয়েছে। পাঁচটি বুথ হলে এক সেকশন কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি পাঁচজন লাঠিধারি পুলিশ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। 6টি করে বুথ প্রেমিসেস হলে দেড় সেকশন করে কেন্দ্রীয় বাহিনী রাখার প্রস্তাব দেওয়া হয়েছে । সাতটি করে বুথ প্রিমিসেস হলে দেড় সেকশন কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাব দেওয়া হয়েছে ।

একইভাবে আটটি করে বুথ প্রেমিসস হলে আটজন লাঠিধারী এবং দেড় সেকশন কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাব দেওয়া হয়েছে । পাশাপাশি 10,875 জন রাজ্য পুলিশ থাকছে প্রথম দফার নির্বাচনে । অর্থাৎ দেখা যাচ্ছে, আজ রাজ্যের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছে তাতে বর্তমান 277 কোম্পানি ব্যবহার করে সবকটি বুথ এবং স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা যাবে । অন্যদিকে, কিউআরটি, আরটি-সহ বাকি জায়গায় রাজ্য পুলিশ থাকবে । প্রস্তাবিত সিকিউরিটি প্লানটি স্পেশাল জেনারেল অবজার্ভার এবং পুলিশ অফিসারের সিলমোহরের জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন:

  1. কড়া নিরাপত্তা! প্রথম দফা ভোটের আগেই রাজ্যে আসছে আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
  2. ভূপতিনগরের ঘটনায় বদলাল ছবি, রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী
  3. পাহাড়ে মোতায়েন 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শুরু রুটমার্চ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.