ETV Bharat / state

'নাইট স্টে' করতে বলে মেসেজ ! বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে থানায় ছাত্রীরা - Sexual Harassment in Visva Bharati

Students Sexual Harassment: 'নাইট স্টে' করলেই ছাত্রীদের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ৷ বিশ্বভারতীর অতিধি অধ্যাপকের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ ছাত্রীদের ৷ বিশ্বভারতীর ইন্টারন্যাল কমপ্লেন্ট কমিটি-সহ শান্তিনিকেতন মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন নির্যাতিতারা ৷

Students Sexual Harassment
Students Sexual Harassment
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 3:23 PM IST

Updated : Mar 30, 2024, 4:41 PM IST

বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে থানায় ছাত্রীরা

বোলপুর, 30 মার্চ: 'নাইট স্টে' করলেই পরীক্ষায় পাশ ! ছাত্রীদের এমনই প্রতিশ্রুতি দিয়ে যৌন হেনস্তার অভিযোগ উঠল বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে ৷ এই অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ ছাত্রীরা । তাঁদের অভিয়োগ, রাতে মোবাইলে মেসেজ করে ছাত্রীদের এই ধরনের কথা বলতেন বিশ্বভারতীর অতিথি অধ্যাপক । এই মর্মে বিশ্বভারতীর ইন্টারন্যাল কমপ্লেন্ট কমিটি-সহ শান্তিনিকেতন মহিলা থানায় লিখিত অভিযোগ করলেন তিন ছাত্রী ৷ বিশ্বভারতীর ভাষা ভবনের অন্তর্গত আরবি বিভাগে এক অতিথি অধ্যাপকের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে ।

অভিযোগ, বিভাগের বেশ কিছু ছাত্রীকে দিনের পর দিন ওই অধ্যাপক নানা কুপ্রস্তাব দিয়ে মেসেজ করতেন ৷ পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়া, কখনও পাশ করিয়ে দেওয়া, কখনও জীবন গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীদের 'নাইট স্টে' করতে বলতেন তিনি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ ছাত্রীদের। 28 মার্চ বিশ্বভারতীর ইন্টারন্যাল কমপ্লেন্ট কমিটিতে তিনজন ছাত্রী লিখিত অভিযোগ করেছেন ৷ অভিযোগের পরেও বিশ্বভারতী কর্তৃপক্ষর থেকে কোন উত্তর না পেয়ে শনিবার শান্তিনিকেতনের মহিলা থানার দ্বারস্থ হলেন ছাত্রীরা ৷ অধ্যাপকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা ৷

এক নির্যাতিতা ছাত্রী বলেন, "আমাদের ওই অধ্যাপক রাতে মেয়েদের পার্সোনাল মেসেজ করেন ৷ মেসেজের রিপ্লাই না করলে আবার ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন ৷ এছাড়া নম্বর পাইয়ে দেব বলে নাইট স্টে করতে বলেন ৷ অধ্যাপকের চেয়ারে বসে ফেল করানোর ভয় দেখিয়ে মানসিক নির্যাতন করেন । ছাত্রীদের খারাপভাবে গায়ে হাত দেন। আমরা এই নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ-সহ থানাতেও অভিযোগ দায়ের করলাম ।" যদিও অভিযুক্ত অধ্যাপকের দাবি, "আমি এই ধরনের কোন মেসেজ করিনি ৷ জানি না কেন ছাত্রীরা এমন বলছেন ৷ এত বছর আমি এখানে আছি। এর আগে কখনও এমন অভিযোগ ওঠেনি ৷ আমি কোন ভুল মেসেজ করিনি ৷"

আরও পড়ুন:

  1. ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষককে লাইট পোস্টে বেঁধে গণপ্রহার
  2. অচেনা মহিলাকে 'ডার্লিং' বললে তা ফৌজদারি অপরাধ, যৌন হেনস্থা: কলকাতা হাইকোর্ট
  3. অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ 500 পড়ুয়ার! চিঠি প্রধানমন্ত্রীকে

বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে থানায় ছাত্রীরা

বোলপুর, 30 মার্চ: 'নাইট স্টে' করলেই পরীক্ষায় পাশ ! ছাত্রীদের এমনই প্রতিশ্রুতি দিয়ে যৌন হেনস্তার অভিযোগ উঠল বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে ৷ এই অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ ছাত্রীরা । তাঁদের অভিয়োগ, রাতে মোবাইলে মেসেজ করে ছাত্রীদের এই ধরনের কথা বলতেন বিশ্বভারতীর অতিথি অধ্যাপক । এই মর্মে বিশ্বভারতীর ইন্টারন্যাল কমপ্লেন্ট কমিটি-সহ শান্তিনিকেতন মহিলা থানায় লিখিত অভিযোগ করলেন তিন ছাত্রী ৷ বিশ্বভারতীর ভাষা ভবনের অন্তর্গত আরবি বিভাগে এক অতিথি অধ্যাপকের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে ।

অভিযোগ, বিভাগের বেশ কিছু ছাত্রীকে দিনের পর দিন ওই অধ্যাপক নানা কুপ্রস্তাব দিয়ে মেসেজ করতেন ৷ পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়া, কখনও পাশ করিয়ে দেওয়া, কখনও জীবন গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীদের 'নাইট স্টে' করতে বলতেন তিনি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ ছাত্রীদের। 28 মার্চ বিশ্বভারতীর ইন্টারন্যাল কমপ্লেন্ট কমিটিতে তিনজন ছাত্রী লিখিত অভিযোগ করেছেন ৷ অভিযোগের পরেও বিশ্বভারতী কর্তৃপক্ষর থেকে কোন উত্তর না পেয়ে শনিবার শান্তিনিকেতনের মহিলা থানার দ্বারস্থ হলেন ছাত্রীরা ৷ অধ্যাপকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা ৷

এক নির্যাতিতা ছাত্রী বলেন, "আমাদের ওই অধ্যাপক রাতে মেয়েদের পার্সোনাল মেসেজ করেন ৷ মেসেজের রিপ্লাই না করলে আবার ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন ৷ এছাড়া নম্বর পাইয়ে দেব বলে নাইট স্টে করতে বলেন ৷ অধ্যাপকের চেয়ারে বসে ফেল করানোর ভয় দেখিয়ে মানসিক নির্যাতন করেন । ছাত্রীদের খারাপভাবে গায়ে হাত দেন। আমরা এই নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ-সহ থানাতেও অভিযোগ দায়ের করলাম ।" যদিও অভিযুক্ত অধ্যাপকের দাবি, "আমি এই ধরনের কোন মেসেজ করিনি ৷ জানি না কেন ছাত্রীরা এমন বলছেন ৷ এত বছর আমি এখানে আছি। এর আগে কখনও এমন অভিযোগ ওঠেনি ৷ আমি কোন ভুল মেসেজ করিনি ৷"

আরও পড়ুন:

  1. ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষককে লাইট পোস্টে বেঁধে গণপ্রহার
  2. অচেনা মহিলাকে 'ডার্লিং' বললে তা ফৌজদারি অপরাধ, যৌন হেনস্থা: কলকাতা হাইকোর্ট
  3. অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ 500 পড়ুয়ার! চিঠি প্রধানমন্ত্রীকে
Last Updated : Mar 30, 2024, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.