ETV Bharat / state

6 মাসের মধ্যে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বদল, এবার দায়িত্বে অরবিন্দ মণ্ডল - Visva Bharati University New VC

author img

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 6:08 PM IST

Updated : May 29, 2024, 8:34 PM IST

Visva Bharati University New VC: নিয়োগের 6 মাসের মধ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বদল করা হল ৷ কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিকের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন ৷

Arabinda Mondal
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল ৷ (নিজস্ব চিত্র)

বোলপুর, 29 মে: মেয়াদ শেষ হওয়ায় বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য বদল ৷ নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন পল্লী সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল ৷ অর্থাৎ, স্থায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অবসরের পর, 6 মাস ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব সামলেছেন কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিক ৷ অধ্যক্ষ পদে তাঁর মেয়াদ শেষ হয়ে গিয়েছে ৷ ফলে, বিশ্বভারতীর নিজস্ব সংবিধান অনুযায়ী তিনি আর কর্মসমিতির সদস্য নন ৷ তাই সঞ্জয় কুমার মল্লিক দায়িত্ব ছেড়ে দিলেন ৷ তাঁর জায়গায় এলেন, অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল ৷ পরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "পঠন-পাঠন প্রক্রিয়া সচ্ছল রাখার অঙ্গিকার করেছি। এছাড়া, যাবতীয় ছোটখাটো বিষয়, সেগুলো ভারপ্রাপ্ত উপাচার্যর এক্তিয়ারের মধ্যে পরে সেসব দেখব ৷ শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ। তাই হেরিটেজ তকমা রক্ষা করাও আমাদের সবার দায়িত্ব।"

সাংবাদিকদের মুখোমুখি নয়া উপাচার্য (ইটিভি ভারত)

2018 সালে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী ৷ তাঁর 5 বছরের সময়কালে নানান বিতর্ক, সমালোচনা হয়েছিল ৷ কখনও রাজ্য সরকার, তো কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ৷ তো আবার কখন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে জমি দখলের অভিযোগ তুলে বিতর্কে জড়িয়ে ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী ৷ এমনকি অমর্ত্য সেন প্রসঙ্গে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷

Arabinda Mondal
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য পদে অরবিন্দ মণ্ডলের নিয়োগের বিজ্ঞপ্তি (নিজস্ব চিত্র)

বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হতেই 2023 সালের 9 নভেম্বর বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হন কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিক ৷ বিশ্বভারতীর নিজস্ব সংবিধান রয়েছে ৷ সেই সংবিধানের 3(6) ধারা অনুযায়ী, কর্মসমিতির বর্ষীয়ান সদস্যই উপাচার্যের ভার সামলাবেন ৷ যতদিন না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক স্থায়ী উপাচার্য নিয়োগ করেন ৷ সেই মতো সঞ্জয় কুমার মল্লিকের 2 বছরের অধ্যক্ষের মেয়াদ শেষ হয়ে গিয়েছে গত 25 মে ৷ তাই তিনি আর কর্মসমিতির সদস্য পদে নেই ৷

এই মুহূর্তে কর্মসমিতির বর্ষীয়ান সদস্য পল্লী সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল ৷ তাই তাঁকেই বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য করা হয়েছে ৷ ইতিমধ্যে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো ৷ অর্থাৎ, 6 মাসের মাথায় ফের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদল করা হল ৷ উল্লেখ্য, এই মুহূর্তে লোকসভা নির্বাচন চলছে ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের অধীনে হওয়ায়, আচার্য খোদ প্রধানমন্ত্রী নিজে ৷ তাই নির্বাচনের মধ্যে স্থায়ী উপাচার্য নিয়োগ করা সম্ভব নয় ৷ সেই জন্য ভারপ্রাপ্ত উপাচার্যকে দিয়েই চলবে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম ৷

বোলপুর, 29 মে: মেয়াদ শেষ হওয়ায় বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য বদল ৷ নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন পল্লী সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল ৷ অর্থাৎ, স্থায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অবসরের পর, 6 মাস ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব সামলেছেন কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিক ৷ অধ্যক্ষ পদে তাঁর মেয়াদ শেষ হয়ে গিয়েছে ৷ ফলে, বিশ্বভারতীর নিজস্ব সংবিধান অনুযায়ী তিনি আর কর্মসমিতির সদস্য নন ৷ তাই সঞ্জয় কুমার মল্লিক দায়িত্ব ছেড়ে দিলেন ৷ তাঁর জায়গায় এলেন, অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল ৷ পরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "পঠন-পাঠন প্রক্রিয়া সচ্ছল রাখার অঙ্গিকার করেছি। এছাড়া, যাবতীয় ছোটখাটো বিষয়, সেগুলো ভারপ্রাপ্ত উপাচার্যর এক্তিয়ারের মধ্যে পরে সেসব দেখব ৷ শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ। তাই হেরিটেজ তকমা রক্ষা করাও আমাদের সবার দায়িত্ব।"

সাংবাদিকদের মুখোমুখি নয়া উপাচার্য (ইটিভি ভারত)

2018 সালে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী ৷ তাঁর 5 বছরের সময়কালে নানান বিতর্ক, সমালোচনা হয়েছিল ৷ কখনও রাজ্য সরকার, তো কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ৷ তো আবার কখন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে জমি দখলের অভিযোগ তুলে বিতর্কে জড়িয়ে ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী ৷ এমনকি অমর্ত্য সেন প্রসঙ্গে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷

Arabinda Mondal
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য পদে অরবিন্দ মণ্ডলের নিয়োগের বিজ্ঞপ্তি (নিজস্ব চিত্র)

বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হতেই 2023 সালের 9 নভেম্বর বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হন কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিক ৷ বিশ্বভারতীর নিজস্ব সংবিধান রয়েছে ৷ সেই সংবিধানের 3(6) ধারা অনুযায়ী, কর্মসমিতির বর্ষীয়ান সদস্যই উপাচার্যের ভার সামলাবেন ৷ যতদিন না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক স্থায়ী উপাচার্য নিয়োগ করেন ৷ সেই মতো সঞ্জয় কুমার মল্লিকের 2 বছরের অধ্যক্ষের মেয়াদ শেষ হয়ে গিয়েছে গত 25 মে ৷ তাই তিনি আর কর্মসমিতির সদস্য পদে নেই ৷

এই মুহূর্তে কর্মসমিতির বর্ষীয়ান সদস্য পল্লী সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল ৷ তাই তাঁকেই বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য করা হয়েছে ৷ ইতিমধ্যে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো ৷ অর্থাৎ, 6 মাসের মাথায় ফের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদল করা হল ৷ উল্লেখ্য, এই মুহূর্তে লোকসভা নির্বাচন চলছে ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের অধীনে হওয়ায়, আচার্য খোদ প্রধানমন্ত্রী নিজে ৷ তাই নির্বাচনের মধ্যে স্থায়ী উপাচার্য নিয়োগ করা সম্ভব নয় ৷ সেই জন্য ভারপ্রাপ্ত উপাচার্যকে দিয়েই চলবে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম ৷

Last Updated : May 29, 2024, 8:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.