কলকাতা, 25 ফেব্রুয়ারি: সামনেই লোকসভা নির্বাচন ৷ তার আগে সমস্ত প্রস্তুতি সেরে রাখতে চাইছে বিজেপি ৷ তারই অংশ হিসেবে মার্চ মাসে 3 বার রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সূত্রের খবর, সামান্য পরিবর্তন হতে পারে তাঁর সফর সূচিতে। প্রথম দুটি সফরে অবশ্য কোনও বদল না হলেও শেষ সভার দিনটি বদলাতে চলেছে। আগে ঠিক ছিল মোদি রাজ্যে আসবেন 6 মার্চ। এখন জানা গেল 6 তারিখের বদলে 8 মার্চ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসে রাজ্যে এসে সভা করতে পারেন তিনি ৷ বিশেষ দিনে মোদির এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আগেই জানা গিয়েছিল যে, প্রধানমন্ত্রী এই রাজ্যে পর পর তিনটি সভা করবেন মার্চ মাসে। তবে তাঁর শেষ সভার দিন পরিবর্তন হয়েছে বলেই জানা যাচ্ছে। 6 মার্চ বারাসাতে সভা করার কথা ছিল মোদির ৷ সেই সভার দিন পরিবর্তন হয়ে 8 মার্চ নারী দিবসে হতে পারে বলে খবর। তবে সভার জায়গার পরিবর্তন হয়নি। তিনি বারাসাতেই জনসভা করবেন।
1 এবং 2 মার্চও নির্দিষ্ট জায়গায় হবে জনসভা। প্রসঙ্গত আগামী 1 মার্চ আরামবাগে সভা করবেন প্রধানমন্ত্রী। আগামী 2 মার্চ কৃষ্ণনগরে সভা করবেন । ফলে মোদির বাংলা সফরের মধ্য দিয়েই যে ভোটের দামামা একপ্রকার বেজে যাবে, তা একপ্রকার বলাই যায় ৷ অন্যদিকে, 52 দিন ধরে উত্তপ্ত সন্দেশখালি। আর তার মধ্যেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ফলে তাঁর বক্তব্যে যে সন্দেশখালির প্রসঙ্গ উঠবে তাও বলাই বাহুল্য।
সভা মঞ্চ থেকে তিনি সন্দেশখালির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বার্তা দিতে পারেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই জানিয়েছিলেন, রাজ্যের মহিলাদের পাশে থাকার বার্তা দেবেন প্রধানমন্ত্রী। মহিলাদের নিয়ে সভা করবেন। যদি সন্দেশখালির মহিলারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তাহলে নিশ্চয়ই তাঁদের ওই সভায় নিয়ে আসা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করানো হবে ৷ উল্লেখ্য, 8 মার্চ নারী দিবসের পাশাপাশি মহা-শিবরাত্রি। তাই ওই দিনের সভার নাম দেওয়া হয়েছে 'নারী শক্তি বন্দনা কর্মসূচি'। আরও জানা গিয়েছে যে সভায় লক্ষাধিক মহিলাকে হাজির করাতে চায় বিজেপি। তার মধ্যে সন্দেশখালির নির্যাতিতারাও উপস্থিত থাকতে পারেন।
আরও পড়ুন
1. 10 মার্চ জনগর্জন সভা, ব্রিগেড থেকেই ভোট প্রচার শুরু তৃণমূলের
2. আগামী 3 মাস বন্ধ থাকবে মোদির 'মন কি বাত', কেন ?
3. 'মুখ্যমন্ত্রীর পাঠানো আইপিএস-তালিকা বাতিল করুন', নির্বাচন কমিশনে আর্জি শুভেন্দুর