কলকাতা, 20 ফেব্রুয়ারি: নিজের গাড়ির চালককে শিক্ষক সাজিয়ে প্রতিমাসে মোটা অঙ্কের টাকা হাতানোর অভিযোগ উঠেছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলের ট্রাস্টি বোর্ডের এক সদস্য়ের বিরুদ্ধে ৷ এভাবে তাঁর বিরুদ্ধে 10 কোটি টাকা নেওয়ার অভিযোগ ওঠে ৷ সেই অভিযোগে কৃষ্ণ দামানি নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করার পরই এই তথ্য উঠে আসে কলকাতা পুলিশের হাতে ৷
পরে জানা যায় যে 10 কোটি নয়, বালিগঞ্জ এলাকার ওই বেসরকারি স্কুলের ট্রাস্টি বোর্ডের এই সদস্য সব মিলিয়ে 22 কোটি টাকা আত্মসাৎ করেছেন ৷ তাঁর গাড়ির চালকেরও সন্ধান পেয়েছে পুলিশ ৷ প্রয়োজনে সেই ব্যক্তির বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা হতে পারে ৷
উল্লেখ্য, ওই বেসরকারি স্কুলের প্রশাসনিক মহল থেকে প্রথমে অভিযোগ ওঠে ওই স্কুলের প্রশাসক কৃষ্ণ দামানি তহবিল থেকে প্রায় 10 কোটি টাকা সরিয়েছেন । গত 8 ফেব্রুয়ারি আর্থিক তছরূপের অভিযোগে তাঁর অফিস ও বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালায় ৷ তার পর তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ । তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ।
কিন্তু তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে গিয়ে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ পুলিশ জানতে পারে কীভাবে ওই টাকা তহবিল থেকে সরিয়েছিলেন অভিযুক্ত কৃষ্ণ দামানি ৷ পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে নিজের গাড়ির চালককে স্কুলের শিক্ষক সাজিয়েছিলেন অভিযুক্ত ৷ তার পর গাড়ির চালকের নামে মোটা অঙ্কের বেতন নিতেন ৷
তবে অভিযোগ 10 কোটি টাকা আত্মসাতের হলেও মামলার শুনানিতে ব্যাঙ্কশাল আদালতে মুখ্য সরকারি আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে কৃষ্ণ দামানি ওই স্কুলের তহবিল থেকে 22 কোটি টাকা সরিয়েছেন ৷ নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘দামানির গাড়ির চালকের খোঁজ আমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি । তবে তদন্তের স্বার্থে তাঁর নাম প্রকাশ করতে চাইছি না । তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সদুত্তর না পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে ।’’
আরও পড়ুন: