কলকাতা, 18 জুলাই: সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ। রাজ্যে বাড়তে চলেছে মদের দাম। সব ধরনের মদের দামই বাড়ছে। রাজ্য প্রশাসনের একটি সূত্রের দাবি, আগামী 14 অগস্ট থেকে বর্ধিত দামেই বিক্রি হবে মদ। বিয়ার-সহ অন্য মদের দাম শেষবার বেড়েছিল 2021 সালে। প্রায় তিন বছর বাদে আবারও দাম বাড়ার খবর মিলল। তবে এর মধ্যে 2022 সালে বিয়ারের দাম কিছুটা কমে যায়। এবার অবশ্য আরও একবার বাড়তে চলেছে বিয়ার-সহ সমস্ত ধরনের মদের দাম। ঠিক কতটা বাড়ছে তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন বা ডব্লিউবিএসবিসি বিয়ার, বিলিতি মদ ও বিদেশি মদ প্রস্তুতকারক সংস্থাগুলির কাছ থেকে 12 জুলাই আগ্রহপত্র চেয়েছে। মনে করা হচ্ছে, বিলিতি এবং বিদেশি মদের ক্ষেত্রে পাঁচ থেকে সাত শতাংশ হারে দাম বাড়তে পারে। দেশি মদের ক্ষেত্রে পাঁচ থেকে 10 টাকা দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আবগারি দফতর সূত্রে খবর, আগামী 26 জুলাই আগ্রহপত্র জমা করার শেষ দিন। 29 জুলাই এই আগ্রহপত্র খোলা হবে। এরপর 14 অগস্ট থেকে নতুন দাম কার্যকর করা হবে। ফলে আগামী মাসের মাঝামাঝি থেকে মদের নতুন দামেই মদ বিক্রি হবে। প্রসঙ্গত, রাজ্যে শেষবার মদের দাম বেড়েছিল প্রায় তিন বছর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর । বিয়ার থেকে শুরু করে সব ধরনের মদেই তা কার্যকর হয়েছিল। তবে 2022 সালে দেখা যায় বিয়ারের দাম কিছুটা কমে যায়। এবার লোকসভা নির্বাচন মেটার কিছুদিন পর দাম বাড়ার কথা জানা গেল। নতুন আগ্রহপত্র জমা নেয়ার পর এই দাম কী হয় সেটাই এখন দেখার।