ETV Bharat / state

সম্মুখসমরে তৃণমূল ও বিজেপির জেলা সভাপতি, মাদারিহাটে 2 সাংসদের প্রেস্টিজ ফাইট - ASSEMBLY BYPOLLS 2024

মাদারিহাট বিধানসভায় প্রার্থী যেই হোন, এখানে আসলে তৃণমূল কংগ্রেস আর বিজেপির জেলা সভাপতির প্রেস্টিজ ফাইট ৷ উপনির্বাচনে সম্মুখসমরে দুই দলের জেলা সভাপতি ৷

ETV BHARAT
মাদারিহাটে 2 সাংসদের প্রেস্টিজ ফাইট (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2024, 5:55 PM IST

জলপাইগুড়ি, 13 নভেম্বর: মাদারিহাট বিধানসভায় তৃণমূল কংগ্রেস আর বিজেপি প্রার্থীদের মধ্যে জোর টক্কর হলেও, এখানকার উপনির্বাচন মূলত দুই সাংসদের সম্মানের লড়াই । একজন লোকসভার সাংসদ, আর অন্যজন রাজ্যসভার । এই ভোট আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা বিজেপির জেলা সভাপতি মনোজ টিগ্গা ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইকের প্রেস্টিজ ফাইট ।

গত লোকসভা নির্বাচনে প্রকাশ চিক বরাইক ও মনোজ টিগ্গার লড়াইয়ে জয়ী হয়েছেন দ্বিতীয়জন । এবার আবার দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য সম্মুখসমরে যুযুধান দুই জেলা সভাপতি । মাদারিহাট নির্বাচনে শেষ হাসি কে হাসবে, তার জন্য অপেক্ষা করতে হবে 23 তারিখ পর্যন্ত ।

2016 সাল থেকে বিজেপির দখলে মাদারিহাট বিধানসভা ৷ 2016 ও 2021 সালে মাদারিহাট বিধানসভা নির্বাচনে জয়ী হন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা । এরপর তিনি আবার 2024 সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন । 2024 সালের লোকসভা নির্বাচনের বিচারেও এই বিধানসভায় এগিয়ে বিজেপি । সেই আসনে এবার উপনির্বাচন ।

2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত নাগাড়ে মাদারিহাট আসনে জয় ধরে রেখেছে বিজেপি । 2019 ও 2024 সালে লোকসভা নির্বাচনেও বিজেপিকে ভালো লিড দিয়েছে মাদারিহাট । 2016 সালে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা পেয়েছিলেন 66,989 ভোট, তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদম লামা পেয়েছিলেন 44,951 ভোট ।

2021 সালে মাদারিহাটে মোট ভোট পড়ে 1,66,920 ৷ মনোজ টিগ্গা পেয়েছিলেন 90,718 ভোট । তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজেশ লাকড়া পেয়েছিলেন 61,033 ভোট । লোকসভা নির্বাচনেও বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ চিক বরাইককে হারিয়ে জয়ী হন মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা । এবার তাঁর আসনেই দুই শাসক ও বিরোধী নেতার অগ্নিপরীক্ষা ।

জলপাইগুড়ি জেলার সাকোয়াঝোড়া 1 ও বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত নিয়ে আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা গঠিত । এই দুটো গ্রাম পঞ্চায়েতের উপর নির্ভর করছে কে শেষ হাসি হাসবে । কারণ বিগত দিনগুলিতে বিজেপি এই দুটো গ্রাম পঞ্চায়েত থেকেই সবচেয়ে বেশি লিড পেয়েছিল ।

বিজেপির সাংসদ তথা বিজেপির আলিপুরদুয়ারের জেলা সভাপতি মনোজ টিগ্গা বলেন, "দীর্ঘদিন ধরেই মাদারিহাট বীরপাড়ার মানুষজন বিজেপিকে আশির্বাদ করে আসছেন, এবারও তাই করবেন । তৃণমূল কংগ্রেস বুথ জ্যাম করে ভোট করানোর চেষ্টা করছে । আমাদের প্রার্থীর উপর আক্রমণ করেছে শাসকদল । হেরে যাওয়ার ভয়ে হেনস্থা করা হচ্ছে । 2016 সাল থেকে মাদারিহাটের মানুষ বিজেপিকে আশির্বাদ করে আসছে ৷ এবারও আমরা লাগাতার তিনবার জিতে হ্যাটট্রিক করব ৷"

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক বলেন, "বিজেপিকে ভোট দিয়ে মাদারিহাট বীরপাড়ার মানুষের কোনও উন্নয়ন হয়নি । মনোজ টিগ্গা কোনও কাজ করেননি । এবার আমরা জিতে উন্নয়ন করব । মানুষ শান্তিপূর্ণ ভাবে উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন ।"

জলপাইগুড়ি, 13 নভেম্বর: মাদারিহাট বিধানসভায় তৃণমূল কংগ্রেস আর বিজেপি প্রার্থীদের মধ্যে জোর টক্কর হলেও, এখানকার উপনির্বাচন মূলত দুই সাংসদের সম্মানের লড়াই । একজন লোকসভার সাংসদ, আর অন্যজন রাজ্যসভার । এই ভোট আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা বিজেপির জেলা সভাপতি মনোজ টিগ্গা ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইকের প্রেস্টিজ ফাইট ।

গত লোকসভা নির্বাচনে প্রকাশ চিক বরাইক ও মনোজ টিগ্গার লড়াইয়ে জয়ী হয়েছেন দ্বিতীয়জন । এবার আবার দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য সম্মুখসমরে যুযুধান দুই জেলা সভাপতি । মাদারিহাট নির্বাচনে শেষ হাসি কে হাসবে, তার জন্য অপেক্ষা করতে হবে 23 তারিখ পর্যন্ত ।

2016 সাল থেকে বিজেপির দখলে মাদারিহাট বিধানসভা ৷ 2016 ও 2021 সালে মাদারিহাট বিধানসভা নির্বাচনে জয়ী হন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা । এরপর তিনি আবার 2024 সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন । 2024 সালের লোকসভা নির্বাচনের বিচারেও এই বিধানসভায় এগিয়ে বিজেপি । সেই আসনে এবার উপনির্বাচন ।

2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত নাগাড়ে মাদারিহাট আসনে জয় ধরে রেখেছে বিজেপি । 2019 ও 2024 সালে লোকসভা নির্বাচনেও বিজেপিকে ভালো লিড দিয়েছে মাদারিহাট । 2016 সালে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা পেয়েছিলেন 66,989 ভোট, তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদম লামা পেয়েছিলেন 44,951 ভোট ।

2021 সালে মাদারিহাটে মোট ভোট পড়ে 1,66,920 ৷ মনোজ টিগ্গা পেয়েছিলেন 90,718 ভোট । তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজেশ লাকড়া পেয়েছিলেন 61,033 ভোট । লোকসভা নির্বাচনেও বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ চিক বরাইককে হারিয়ে জয়ী হন মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা । এবার তাঁর আসনেই দুই শাসক ও বিরোধী নেতার অগ্নিপরীক্ষা ।

জলপাইগুড়ি জেলার সাকোয়াঝোড়া 1 ও বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত নিয়ে আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা গঠিত । এই দুটো গ্রাম পঞ্চায়েতের উপর নির্ভর করছে কে শেষ হাসি হাসবে । কারণ বিগত দিনগুলিতে বিজেপি এই দুটো গ্রাম পঞ্চায়েত থেকেই সবচেয়ে বেশি লিড পেয়েছিল ।

বিজেপির সাংসদ তথা বিজেপির আলিপুরদুয়ারের জেলা সভাপতি মনোজ টিগ্গা বলেন, "দীর্ঘদিন ধরেই মাদারিহাট বীরপাড়ার মানুষজন বিজেপিকে আশির্বাদ করে আসছেন, এবারও তাই করবেন । তৃণমূল কংগ্রেস বুথ জ্যাম করে ভোট করানোর চেষ্টা করছে । আমাদের প্রার্থীর উপর আক্রমণ করেছে শাসকদল । হেরে যাওয়ার ভয়ে হেনস্থা করা হচ্ছে । 2016 সাল থেকে মাদারিহাটের মানুষ বিজেপিকে আশির্বাদ করে আসছে ৷ এবারও আমরা লাগাতার তিনবার জিতে হ্যাটট্রিক করব ৷"

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক বলেন, "বিজেপিকে ভোট দিয়ে মাদারিহাট বীরপাড়ার মানুষের কোনও উন্নয়ন হয়নি । মনোজ টিগ্গা কোনও কাজ করেননি । এবার আমরা জিতে উন্নয়ন করব । মানুষ শান্তিপূর্ণ ভাবে উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.