ETV Bharat / state

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ব্যবসায়ীরা, আলুর দাম বৃদ্ধির আশঙ্কা - Potato Traders Strike - POTATO TRADERS STRIKE

Potato Traders Strike: পুলিশি হয়রানি-সহ একাধিক অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করেছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন ৷ এর ফলে বাজারে আলুর জোগান কমবে ৷ তার জেরে দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

Potato Traders Strike
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ব্যবসায়ীরা, আলুর দাম বৃদ্ধির আশঙ্কা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 1:15 PM IST

Updated : Jul 22, 2024, 2:15 PM IST

সিঙ্গুর ও চন্দ্রকোনা, 22 জুলাই: হিমঘর বোঝাই আলু থাকলেও আলু ব্যবসায়ীদের কর্মবিরতির ডাকে অচলাবস্থা সৃষ্টি হয়েছে রাজ্যে । পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ৷ ফলে উত্তর থেকে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে বন্ধ কাজ ৷

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ব্যবসায়ীরা, আলুর দাম বৃদ্ধির আশঙ্কা (ইটিভি ভারত)

এর ফলেই আলুর বাজারে প্রভাব পড়বে বলে আশঙ্কা সাধারণ মানুষের । এমনিতেই খুচরো বাজারে আলুর দাম 30 টাকা থেকে বেড়ে 38 টাকা (কেজি প্রতি) হয়েছে । এর উপর হিমঘর থেকে আলু বাজারে না এলে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে আলুর দাম । আর আখেরে ভোগান্তির মুখে পড়বে সাধারণ মানুষ ।

আলু ব্যবসায়ী সমিতির অভিযোগ, ভিনরাজ্যে আলু রফতানি করতে গেলে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা । আটকে দেওয়া হচ্ছে আলুর লরি । এতে আলু নষ্ট হচ্ছে৷ ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের ৷ তাই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন ব্যবসায়ীরা । তাঁদের দাবি, যতদিন না এর সুরাহা হচ্ছে, ততদিন অনির্দিষ্টকালের জন্য আলুর ব্যবসা বন্ধ রাখবে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ।

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায়ের দাবি, ‘‘আমরা যে বাজারে আলু সরবরাহের কাজ করি, সেটা আজ থেকে বন্ধ আছে কর্মবিরতির কারণে । সারা রাজ্য প্রায় 80 হাজার ব্যবসায়ী এই কর্মবিরতিতে সামিল হয়েছে । ভিনরাজ্যে আলু পাঠাতে নিষেধ না করলেও আমাদের গাড়ি পুলিশি হয়রানির শিকার হচ্ছে । সেটা যাতে বন্ধ হয়, মুখ্যমন্ত্রী যাতে এই বিষয়ে হস্তক্ষেপ করেন, সেই বিষয়ে আমরা আশাবাদী । মাননীয় কৃষি বিপণন মন্ত্রীকে আমরা জানিয়েছি । কোনও উপায় না দেখেই এই কর্মবিরতি করা হয়েছে ।’’

এই বিষয়ে চাষিদের দাবি, সরকার আলু ব্যবসায়ী সমিতির মধ্যে টানাপোড়েনে এই কর্মবিরতির জেরে সমস্যায় পড়তে হবে তাঁদের । কারণ, হিমঘর থেকে আলু নামিয়ে তা বিক্রি করা না গেলে আর্থিকভাবে সমস্যা দেখা দেবে বর্ষায় চাষের কাজে ।তাই দ্রুত সমস্যা মিটুক চাইছেন চাষিরাও ।

Potato Traders Strike
গাড়িতে বোঝাই করা হচ্ছে আলুর বস্তা (নিজস্ব চিত্র)

দু’দিন আগেই রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী) বেচারাম মান্না জানিয়েছিলেন, যে হারে আলু দাম বাড়ছে, তাতে সমস্যা হচ্ছে । তাই আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনা করেই সমাধান মিটে যাবে । এ দিন তিনি বলেন, ‘‘আলু ব্যবসায়ীদের তরফে সরকারকে লিখিত ভাবে সমস্যার কথা জানানো হয়নি । যদি ওঁরা বলেন জানিয়েছেন, সেটা মিথ্যা কথা । রাজ্য সরকার সমস্ত রকম পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত আছে । সুফল বাংলায় আলু বিক্রি তো হচ্ছে ৷ এছাড়াও ব্যবস্থা নেওয়া হবে ।’’

Potato Traders Strike
খুচরো বাজারে বিক্রি হচ্ছে আলু৷ (নিজস্ব চিত্র)

যদিও প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির ডাক মানেননি সিঙ্গুরের আলু ব্যবসায়ীরা । তাঁদের মতে, কর্মবিরতিকে সমর্থন করছেন তাঁরা । কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে ব্যবসা খুলে রাখার এই চিন্তা ভাবনা । সিঙ্গুরের রতনপুর আলু ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক প্রহ্লাদ মণ্ডল বলেন, ‘‘প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে ইস্যুতে কর্মবিরতি ডেকেছে, আমরা সেটাকে সমর্থন করি । কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে আমরা বাজার খোলা রেখেছি ৷ না হলে আলুর দাম আগুন হয়ে যাবে । সরকারের উচিত বিষয়টিতে হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করা ও যে ট্রাকগুলি আটকে আছে, সেগুলিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা ।’’

অন্যদিকে হাসনাবাদ থেকে আলু কিনতে আসা এক পাইকারি ক্রেতা মনসুর আলি সরদারের দাবি, ‘‘বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম । আলু অল্প পাচ্ছি । এই ভাবে চললে বাজারে যোগান হবে না । ফলে দাম বেড়ে যাবে । এখনই এর সমাধান চাই আমরা ।’’

সিঙ্গুর ও চন্দ্রকোনা, 22 জুলাই: হিমঘর বোঝাই আলু থাকলেও আলু ব্যবসায়ীদের কর্মবিরতির ডাকে অচলাবস্থা সৃষ্টি হয়েছে রাজ্যে । পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ৷ ফলে উত্তর থেকে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে বন্ধ কাজ ৷

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ব্যবসায়ীরা, আলুর দাম বৃদ্ধির আশঙ্কা (ইটিভি ভারত)

এর ফলেই আলুর বাজারে প্রভাব পড়বে বলে আশঙ্কা সাধারণ মানুষের । এমনিতেই খুচরো বাজারে আলুর দাম 30 টাকা থেকে বেড়ে 38 টাকা (কেজি প্রতি) হয়েছে । এর উপর হিমঘর থেকে আলু বাজারে না এলে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে আলুর দাম । আর আখেরে ভোগান্তির মুখে পড়বে সাধারণ মানুষ ।

আলু ব্যবসায়ী সমিতির অভিযোগ, ভিনরাজ্যে আলু রফতানি করতে গেলে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা । আটকে দেওয়া হচ্ছে আলুর লরি । এতে আলু নষ্ট হচ্ছে৷ ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের ৷ তাই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন ব্যবসায়ীরা । তাঁদের দাবি, যতদিন না এর সুরাহা হচ্ছে, ততদিন অনির্দিষ্টকালের জন্য আলুর ব্যবসা বন্ধ রাখবে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ।

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায়ের দাবি, ‘‘আমরা যে বাজারে আলু সরবরাহের কাজ করি, সেটা আজ থেকে বন্ধ আছে কর্মবিরতির কারণে । সারা রাজ্য প্রায় 80 হাজার ব্যবসায়ী এই কর্মবিরতিতে সামিল হয়েছে । ভিনরাজ্যে আলু পাঠাতে নিষেধ না করলেও আমাদের গাড়ি পুলিশি হয়রানির শিকার হচ্ছে । সেটা যাতে বন্ধ হয়, মুখ্যমন্ত্রী যাতে এই বিষয়ে হস্তক্ষেপ করেন, সেই বিষয়ে আমরা আশাবাদী । মাননীয় কৃষি বিপণন মন্ত্রীকে আমরা জানিয়েছি । কোনও উপায় না দেখেই এই কর্মবিরতি করা হয়েছে ।’’

এই বিষয়ে চাষিদের দাবি, সরকার আলু ব্যবসায়ী সমিতির মধ্যে টানাপোড়েনে এই কর্মবিরতির জেরে সমস্যায় পড়তে হবে তাঁদের । কারণ, হিমঘর থেকে আলু নামিয়ে তা বিক্রি করা না গেলে আর্থিকভাবে সমস্যা দেখা দেবে বর্ষায় চাষের কাজে ।তাই দ্রুত সমস্যা মিটুক চাইছেন চাষিরাও ।

Potato Traders Strike
গাড়িতে বোঝাই করা হচ্ছে আলুর বস্তা (নিজস্ব চিত্র)

দু’দিন আগেই রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী) বেচারাম মান্না জানিয়েছিলেন, যে হারে আলু দাম বাড়ছে, তাতে সমস্যা হচ্ছে । তাই আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনা করেই সমাধান মিটে যাবে । এ দিন তিনি বলেন, ‘‘আলু ব্যবসায়ীদের তরফে সরকারকে লিখিত ভাবে সমস্যার কথা জানানো হয়নি । যদি ওঁরা বলেন জানিয়েছেন, সেটা মিথ্যা কথা । রাজ্য সরকার সমস্ত রকম পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত আছে । সুফল বাংলায় আলু বিক্রি তো হচ্ছে ৷ এছাড়াও ব্যবস্থা নেওয়া হবে ।’’

Potato Traders Strike
খুচরো বাজারে বিক্রি হচ্ছে আলু৷ (নিজস্ব চিত্র)

যদিও প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির ডাক মানেননি সিঙ্গুরের আলু ব্যবসায়ীরা । তাঁদের মতে, কর্মবিরতিকে সমর্থন করছেন তাঁরা । কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে ব্যবসা খুলে রাখার এই চিন্তা ভাবনা । সিঙ্গুরের রতনপুর আলু ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক প্রহ্লাদ মণ্ডল বলেন, ‘‘প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে ইস্যুতে কর্মবিরতি ডেকেছে, আমরা সেটাকে সমর্থন করি । কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে আমরা বাজার খোলা রেখেছি ৷ না হলে আলুর দাম আগুন হয়ে যাবে । সরকারের উচিত বিষয়টিতে হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করা ও যে ট্রাকগুলি আটকে আছে, সেগুলিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা ।’’

অন্যদিকে হাসনাবাদ থেকে আলু কিনতে আসা এক পাইকারি ক্রেতা মনসুর আলি সরদারের দাবি, ‘‘বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম । আলু অল্প পাচ্ছি । এই ভাবে চললে বাজারে যোগান হবে না । ফলে দাম বেড়ে যাবে । এখনই এর সমাধান চাই আমরা ।’’

Last Updated : Jul 22, 2024, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.