ETV Bharat / state

তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ, বিপুল দুর্নীতি-সন্ত্রাস-স্বজন পোষণের অভিযোগ - TMC FACTIONALISM IN DURGAPUR

দুর্গাপুরের কারখানাগুলিতে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ ৷ যোগ্য লোকজনকে চাকরি না-দেওয়ার অভিযোগে পোস্টার দুর্গাপুর পুরনিগমের 28 নম্বর ওয়ার্ডে ৷

TMC FACTIONALISM IN DURGAPUR
দুর্গাপুরে দুর্নীতি-সন্ত্রাস-স্বজন পোষণের অভিযোগে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে পোস্টার ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2024, 4:58 PM IST

দুর্গাপুর, 1 ডিসেম্বর: দুর্গাপুর পুরনিগমে 28 নম্বর ওয়ার্ডে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে লাগামছাড়া দুর্নীতি, সন্ত্রাস ও স্বজন পোষণের অভিযোগে পোস্টার পড়ল ৷ রবিবার রাতে 28 নম্বর ওয়ার্ডের নামো সগড়ভাঙা গ্রামে পোস্টারগুলি লাগানো হয়েছে ৷ আর আজ সকালে সেই পোস্টার নজরে আসতেই তৈরি হয় চাঞ্চল্য ৷ ওই ওয়ার্ডের তৃণমূল সহ-সভাপতি বিধান মাজি এবং অরুণ ধারার বিরুদ্ধে এই পোস্টার লাগানো হয়েছে বলে জানা গিয়েছে ৷

ওই পোস্টারগুলিতে ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ বলে উল্লেখ করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, "এক সময় বর্তমানের তৃণমূলের নেতারা সিপিএম পার্টিতে যুক্ত ছিলেন ৷ সেই সময় সিপিএম নেতাদের সাহায্য নিয়ে স্বজন পোষণ, অত্যাচার চালাতো ৷ কাজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত ৷ স্থানীয় যুবকদের কাজ না-দিয়ে, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে বহিরাগতদের কাজ দিত ৷ সিপিএম সরকার চলে যাওয়ার পর তাঁরাই প্রভাত চট্টোপাধ্যায়-সহ তৃণমূলের জেলা নেতাদের সাহায্যে দুর্গাপুরের একটি বেসরকারি কারখানার শ্রমিক সংগঠনে যুক্ত হয় ৷ তারপর থেকে একইভাবে টাকার বিনিময়ে কাজ দিচ্ছে ৷"

দুর্গাপুরে দুর্নীতি-সন্ত্রাস-স্বজন পোষণের অভিযোগে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে পোস্টার ৷ (ইটিভি ভারত)

অভিযোগ করা হয়েছে, "একাধিক কারখানায় ওই তৃণমূল নেতাদের অনুগত বেশকিছু শ্রমিক সময়ের আগে কাজ থেকে বেরিয়ে যায় ৷ অন্যান্য শ্রমিকরা প্রতিবাদ করলে, তাঁদেরকে কাজ থেকে বসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ৷ এছাড়াও নানা রকমভাবে হুমকি দিয়ে গোটা এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে ৷"

শাসকদলের নেতাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ও পোস্টার নিয়ে বর্ধমান-দুর্গাপুরের বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, "দিকে দিকে সন্ত্রাস অত্যাচার অব্যাহত রয়েছে ৷ তৃণমূল নেতারা কারখানাগুলিতে দাপিয়ে বেড়াচ্ছেন ৷ প্রতিবাদ করলে এলাকাবাসীদের মারধর করা হচ্ছে ৷ স্থানীয়দের চাকরি না-দিয়ে বহিরাগতদের চাকরি দেওয়া হচ্ছে ৷ একাধিকবার আমরা তার প্রতিবাদ করেছি ৷ স্থানীয়রা এবার পোস্টারের মাধ্যমে সেই সব তৃণমূল নেতাদের মুখোশ খুলে দিচ্ছেন ৷"

যদিও, সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত ৷ 28 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সহ-সভাপতি বিধান মাঝির দাবি, "এলাকার মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি ৷ আর কিছু মানুষ বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের নামে বদনাম করার চেষ্টা করছে ৷"

এ নিয়ে 3 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ভীমসেন মণ্ডল বলেন, "এসব বিরোধীদের চক্রান্ত ছাড়া কিছুই নয় ৷ তবুও, দলের তরফে বিষয়টি খতিয়ে দেখা হবে ৷ তবে, দলের মধ্যে থেকে যদি কেউ অন্যায় করে থাকেন, তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ৷"

দুর্গাপুর, 1 ডিসেম্বর: দুর্গাপুর পুরনিগমে 28 নম্বর ওয়ার্ডে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে লাগামছাড়া দুর্নীতি, সন্ত্রাস ও স্বজন পোষণের অভিযোগে পোস্টার পড়ল ৷ রবিবার রাতে 28 নম্বর ওয়ার্ডের নামো সগড়ভাঙা গ্রামে পোস্টারগুলি লাগানো হয়েছে ৷ আর আজ সকালে সেই পোস্টার নজরে আসতেই তৈরি হয় চাঞ্চল্য ৷ ওই ওয়ার্ডের তৃণমূল সহ-সভাপতি বিধান মাজি এবং অরুণ ধারার বিরুদ্ধে এই পোস্টার লাগানো হয়েছে বলে জানা গিয়েছে ৷

ওই পোস্টারগুলিতে ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ বলে উল্লেখ করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, "এক সময় বর্তমানের তৃণমূলের নেতারা সিপিএম পার্টিতে যুক্ত ছিলেন ৷ সেই সময় সিপিএম নেতাদের সাহায্য নিয়ে স্বজন পোষণ, অত্যাচার চালাতো ৷ কাজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত ৷ স্থানীয় যুবকদের কাজ না-দিয়ে, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে বহিরাগতদের কাজ দিত ৷ সিপিএম সরকার চলে যাওয়ার পর তাঁরাই প্রভাত চট্টোপাধ্যায়-সহ তৃণমূলের জেলা নেতাদের সাহায্যে দুর্গাপুরের একটি বেসরকারি কারখানার শ্রমিক সংগঠনে যুক্ত হয় ৷ তারপর থেকে একইভাবে টাকার বিনিময়ে কাজ দিচ্ছে ৷"

দুর্গাপুরে দুর্নীতি-সন্ত্রাস-স্বজন পোষণের অভিযোগে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে পোস্টার ৷ (ইটিভি ভারত)

অভিযোগ করা হয়েছে, "একাধিক কারখানায় ওই তৃণমূল নেতাদের অনুগত বেশকিছু শ্রমিক সময়ের আগে কাজ থেকে বেরিয়ে যায় ৷ অন্যান্য শ্রমিকরা প্রতিবাদ করলে, তাঁদেরকে কাজ থেকে বসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ৷ এছাড়াও নানা রকমভাবে হুমকি দিয়ে গোটা এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে ৷"

শাসকদলের নেতাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ও পোস্টার নিয়ে বর্ধমান-দুর্গাপুরের বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, "দিকে দিকে সন্ত্রাস অত্যাচার অব্যাহত রয়েছে ৷ তৃণমূল নেতারা কারখানাগুলিতে দাপিয়ে বেড়াচ্ছেন ৷ প্রতিবাদ করলে এলাকাবাসীদের মারধর করা হচ্ছে ৷ স্থানীয়দের চাকরি না-দিয়ে বহিরাগতদের চাকরি দেওয়া হচ্ছে ৷ একাধিকবার আমরা তার প্রতিবাদ করেছি ৷ স্থানীয়রা এবার পোস্টারের মাধ্যমে সেই সব তৃণমূল নেতাদের মুখোশ খুলে দিচ্ছেন ৷"

যদিও, সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত ৷ 28 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সহ-সভাপতি বিধান মাঝির দাবি, "এলাকার মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি ৷ আর কিছু মানুষ বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের নামে বদনাম করার চেষ্টা করছে ৷"

এ নিয়ে 3 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ভীমসেন মণ্ডল বলেন, "এসব বিরোধীদের চক্রান্ত ছাড়া কিছুই নয় ৷ তবুও, দলের তরফে বিষয়টি খতিয়ে দেখা হবে ৷ তবে, দলের মধ্যে থেকে যদি কেউ অন্যায় করে থাকেন, তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.