ETV Bharat / state

বর্ধমান স্টেশনে বিজেপি নেতার ছবি দেওয়া পোস্টার ঘিরে বিতর্ক - বিজেপি

BJP leader poster controversy: অযোধ্যার জন্য স্পেশাল ট্রেন আস্থা ৷ রামকে সামনে রেখে রাজনীতি ৷ দাবি কংগ্রেস ও তৃণমূলের ৷ বিরোধী রাজনৈতিক দলগুলি কুৎসিত মন্তব্য করছে। এমনটাই মন্তব্য বিজেপির ৷

BJP leader poster controversy
বর্ধমান স্টেশনে বিজেপি নেতার ছবি পোস্টার
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 3:32 PM IST

বর্ধমান, 9 ফেব্রুয়ারি: বর্ধমান স্টেশনের প্রবেশ পথে টাঙানো হয়েছে বিজেপি জেলা নেতৃত্বের ছবি । যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক । রাজনৈতিক দলগুলির দাবি, রামকে সামনে রেখে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করছে বিজেপি ।

বর্ধমান থেকে অযোধ্যা যাওয়ার জন্য আস্থা স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। স্টেশনের প্রবেশ পথে বিজেপির পক্ষ থেকে ফ্লেক্স টাঙানো হয়েছে । সেই ফ্লেক্সে বিজেপি সাংসদ ছাড়াও রয়েছে স্থানীয় বিজেপি নেতাদের ছবি ৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই বিষয়টিকে নিয়ে রাজনৈতিক দলগুলি বিতর্ক শুরু করেছে। এটা অস্থায়ী ফ্লেক্স ।

এই ঘটনা প্রসঙ্গেই প্রদেশ কংগ্রেসের সদস্য গৌরব সমাদ্দার বলেন, "রামকে সামনে রেখে 2024 সালের নির্বাচন বৈতরণী পার করার চেষ্টা করছে বিজেপি ৷ যা সাধারণ মানুষের কাছে পরিষ্কার। তাদের একটাই অ্যাজেন্ডা রাম। অযোধ্যায় কারা যাবেন সেটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। তাই বর্ধমান রেলস্টেশনের মতো সরকারি জায়গা বিজেপি দলীয় প্রচারের জন্য ব্যবহার করছে। সরকারি জায়গায় বিজেপি কিভাবে ফ্লেক্স টাঙায়। অথচ অন্যান্য রাজনৈতিক দলকে সেখানে ফ্লেক্স টাঙাতে দেওয়া হয় না।"

এই বক্তব্য়ের রেশ টেনেই তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, 'ওরা সব কিছু হারিয়ে রাম মন্দিরকে সামনে রেখেই নির্বাচনে যেতে চাইছে । তাই সরকারি জায়গা ওরা ফ্লেক্স টাঙিয়ে নিজেদের প্রচার করছে। অথচ ওরা তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলে। এদিকে নিজেরা সরকারি জায়গাকে অনৈতিকভাবে দলীয় প্রচার করছে। রামকে কোন ধর্মের মানুষই অসম্মান করে না। রামকে নিয়ে ওরা নোংরা রাজনীতি করছে।"

এই দুই নেতার বক্তব্যে পরিপ্রেক্ষিতেই বিজেপির জেলা সহ-সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "অযোধ্যায় শ্রীরাম জন্মভূমিতে মন্দির দর্শনের জন্য আস্থা ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ৷ তাদের জন্য বিজেপির পক্ষ থেকে সেবা ও সহযোগিতা করার জন্য বর্ধমান স্টেশনে বিজেপির নেতারা উপস্থিত থাকছেন। তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য বর্ধমান স্টেশনে যে ফ্লেক্স টাঙানো হয়েছে তা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি কুৎসিত মন্তব্য করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।"

আরও পড়ুন:

  1. পশ্চিম বর্ধমানে মলয়ের একাধিপত্যের অবসান ঘটাতেই কি ভোটের আগে অরূপকে দায়িত্ব?
  2. আমূলের মিষ্টি দই খেয়ে অসুস্থ শতাধিক, বিক্রি বনধের নির্দেশ বর্ধমানে
  3. চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলেন যাত্রী, আরপিএফের তৎপরতায় রক্ষা পেলেন মৃত্যুর হাত থেকে

বর্ধমান, 9 ফেব্রুয়ারি: বর্ধমান স্টেশনের প্রবেশ পথে টাঙানো হয়েছে বিজেপি জেলা নেতৃত্বের ছবি । যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক । রাজনৈতিক দলগুলির দাবি, রামকে সামনে রেখে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করছে বিজেপি ।

বর্ধমান থেকে অযোধ্যা যাওয়ার জন্য আস্থা স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। স্টেশনের প্রবেশ পথে বিজেপির পক্ষ থেকে ফ্লেক্স টাঙানো হয়েছে । সেই ফ্লেক্সে বিজেপি সাংসদ ছাড়াও রয়েছে স্থানীয় বিজেপি নেতাদের ছবি ৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই বিষয়টিকে নিয়ে রাজনৈতিক দলগুলি বিতর্ক শুরু করেছে। এটা অস্থায়ী ফ্লেক্স ।

এই ঘটনা প্রসঙ্গেই প্রদেশ কংগ্রেসের সদস্য গৌরব সমাদ্দার বলেন, "রামকে সামনে রেখে 2024 সালের নির্বাচন বৈতরণী পার করার চেষ্টা করছে বিজেপি ৷ যা সাধারণ মানুষের কাছে পরিষ্কার। তাদের একটাই অ্যাজেন্ডা রাম। অযোধ্যায় কারা যাবেন সেটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। তাই বর্ধমান রেলস্টেশনের মতো সরকারি জায়গা বিজেপি দলীয় প্রচারের জন্য ব্যবহার করছে। সরকারি জায়গায় বিজেপি কিভাবে ফ্লেক্স টাঙায়। অথচ অন্যান্য রাজনৈতিক দলকে সেখানে ফ্লেক্স টাঙাতে দেওয়া হয় না।"

এই বক্তব্য়ের রেশ টেনেই তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, 'ওরা সব কিছু হারিয়ে রাম মন্দিরকে সামনে রেখেই নির্বাচনে যেতে চাইছে । তাই সরকারি জায়গা ওরা ফ্লেক্স টাঙিয়ে নিজেদের প্রচার করছে। অথচ ওরা তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলে। এদিকে নিজেরা সরকারি জায়গাকে অনৈতিকভাবে দলীয় প্রচার করছে। রামকে কোন ধর্মের মানুষই অসম্মান করে না। রামকে নিয়ে ওরা নোংরা রাজনীতি করছে।"

এই দুই নেতার বক্তব্যে পরিপ্রেক্ষিতেই বিজেপির জেলা সহ-সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "অযোধ্যায় শ্রীরাম জন্মভূমিতে মন্দির দর্শনের জন্য আস্থা ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ৷ তাদের জন্য বিজেপির পক্ষ থেকে সেবা ও সহযোগিতা করার জন্য বর্ধমান স্টেশনে বিজেপির নেতারা উপস্থিত থাকছেন। তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য বর্ধমান স্টেশনে যে ফ্লেক্স টাঙানো হয়েছে তা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি কুৎসিত মন্তব্য করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।"

আরও পড়ুন:

  1. পশ্চিম বর্ধমানে মলয়ের একাধিপত্যের অবসান ঘটাতেই কি ভোটের আগে অরূপকে দায়িত্ব?
  2. আমূলের মিষ্টি দই খেয়ে অসুস্থ শতাধিক, বিক্রি বনধের নির্দেশ বর্ধমানে
  3. চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলেন যাত্রী, আরপিএফের তৎপরতায় রক্ষা পেলেন মৃত্যুর হাত থেকে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.