কোচবিহার, 11 জুন: ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই আসছে হিংসার খবর ৷ অশান্তির আঁচ থেকে রেহাই পাচ্ছেন না রাজ্যের শাসকদলের কর্মীরাও ৷ সোমবার রাতে দিনহাটায় গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। তাঁর নাম ধনেশ্বর দাস। দিনহাটার কোয়ালিদহ গ্রামে গুলি চালveর ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই তৃণমূল কর্মী বর্তমানে কোচবিহারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনায় তৃণমূল নেতৃত্ব বিজেপির বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে। এদিন তৃণমূল নেতা বিশু ধর বলেন, "লোকসভা নির্বাচনে বিজেপির ফল খারাপ হওয়ার পর থেকেই বিভিন্ন এলাকায় অশান্তি করছে বিজেপি। তৃণমূল কর্মীদের মারধর করছে। আখছাড় বোমা, গুলি চালাচ্ছে।" সোমবার রাতে গুলি তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। যদিও বিজেপি যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছে ৷ বিজেপির কোচবিহার জেলা সম্পাদক বিরাজ বোস বলেন, "সবটাই ভিত্তিহীন অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে ওই ঘটনা ঘটেছে।" ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় বারবার উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটা। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ঘটনা যেমন ঘটেছে তার পাশাপাশি তৃণমুল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। একাধিক মৃত্যুর খবরও সামনে এসেছে। পঞ্চায়েত নির্বাচনের মতো না হলেও লোকসভা নির্বাচনের আগেও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোটের মধ্যেই খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক সম্মুখসমরে নেমেছিলেন। ভোটের দিনও অশান্তি হয়েছে জেলায়। তবে লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকে সেভাবে বড় গন্ডগোলের খবর সামনে আসেনি ৷
এরই মধ্যে সোমবার রাতে কোয়ালিদহ বাজার থেকে বাড়ি যাচ্ছিল তৃণমূল কর্মী ধনেশ্বর দাস। তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁকে কোচবিহার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।