ETV Bharat / state

রাজভবন ও নবান্নের নাম বিকল্প ধরনাস্থল হিসেবে হাইকোর্টে পেশ শুভেন্দুর আইনজীবীর - Post Poll Violence Case - POST POLL VIOLENCE CASE

Post-Poll Violence Case: ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধরনা সংক্রান্ত মামলা ৷ সেই মামলার শুনানিতে ধরনা দেওয়ার জন্য দু’টি বিকল্প জায়গার মৌখিক প্রস্তাব পেশ করা হল ৷ এই প্রস্তাব পেশ করলেন মামলাকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী ৷ মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 3:15 PM IST

Updated : Jun 21, 2024, 3:57 PM IST

কলকাতা, ২১ জুন: ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধরনা দিতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে 144 ধারা জারি থাকার কথা জানিয়ে শুভেন্দুর আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা পুলিশ ৷ এই নিয়ে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের কাছ থেকেও এখনও ইতিবাচক সাড়া পাননি বিরোধী দলনেতা ৷ তাই শুক্রবার মামলার শুনানিতে ধরনা দেওয়ার জন্য বিকল্প জায়গার প্রস্তাব দেওয়া হল শুভেন্দু অধিকারীর তরফে ৷ তাঁর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এ দিন আদালতে জানান, রাজভবনের সামনে যদি ধরনা দিতে না দেওয়া হয়, তাহলে ভবানী ভবনে ডিজি-র অফিসের সামনে অথবা নবান্নের সামনে করতে দেওয়া হোক তাদের ধরনা কর্মসূচি ৷ এ দিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মৌখিক ভাবে এই প্রস্তাব দিয়েছেন বিরোধী দলনেতার আইনজীবী ৷

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধরনা দেওয়ার জন্য যে আবেদন কলকাতা পুলিশের কাছে করেছিলেন শুভেন্দু অধিকারী, সেখানে গত বছরের অক্টোবরে তৃণমূলের একটি ধরনা কর্মসূচির উল্লেখ ছিল ৷ রাজভবনের সামনেই সেই কর্মসূচি হয়েছিল ৷ শুভেন্দুও একই জায়গায় ধরনা দিতে চেয়েছিলেন ৷ কলকাতা পুলিশ সেই আবেদন বাতিল করে দেওয়ার পর আদালতে অনুমতি চেয়ে করা আবেদনেও একই যুক্তি দেখানো হয় শুভেন্দুর পক্ষ থেকে ৷

তবে এর আগের শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন যে কেন তৃণমূলের তরফে দেওয়া ধরনাস্থলকেই নিজেদের কর্মসূচির জন্য বেছে নিচ্ছে বিজেপি ? এই নিয়ে শুভেন্দুর আইনজীবী একাধিক যুক্তি দিয়েছিলেন ৷ তবে বিচারপতি তাঁদের বিকল্প ধরনাস্থল বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ৷ সেই মতোই শুক্রবারের শুনানিতে বিকল্প ধরনাস্থলের প্রস্তাব বিরোধী দলনেতার আইনজীবীর তরফে দেওয়া হল ৷ এ দিন মামলার শুনানি থাকলেও পূর্ণাঙ্গ শুনানি হয়নি । মঙ্গলবার এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি সিনহা ।

অন্যদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে আরও একটি মামলা এ দিন উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ৷ ওই মামলা করে বঙ্গ বিবেক নামে একটি রাষ্ট্রবাদী সংগঠন ৷ তারা আগামী সোমবার কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে মিছিল করতে চায় ৷ সেই নিয়ে অনুমতি চাইতে মামলা করা হয় ৷ সেখানে জানানো হয়, দুপুর দেড়টায় মিছিল শুরু হবে ৷ শেষ হওয়ার পর জমায়েত হবে ৷

বিচারপতি সিনহা কোনও আগ্নেয়াস্ত্র ছাড়া অনধিক 300 লোক নিয়ে মিছিল ও জমায়েত করার অনুমতি দিয়েছেন ৷ তাঁর আরও নির্দেশ, কোনোরকম প্ররোচনামূলক বা উস্কানিমূলক মন্তব্য এই মিছিল বা জমায়েত থেকে করা যাবে না । যদি রাজভবনের সচিবালয়ের পক্ষ থেকে অনুমতি মেলে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে প্রতিনিধিদল রাজভবনে যেতে পারবেন ৷

এছাড়া কলকাতায় ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতায় নতুন করে অশান্তিতে লাগাম টানতে নির্দেশ হাইকোর্টের । এক্ষেত্রে আদালতে জানানো হয় যে বেলেঘাটা, নারকেলবাগান থানা এলাকায় শতাধিক মানুষ ঘরছাড়া । এই মামলাটি করেছেন বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ ৷ এই মামলারও শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ৷ বুধবার মামলার পরবর্তী শুনানি ।

কলকাতা, ২১ জুন: ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধরনা দিতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে 144 ধারা জারি থাকার কথা জানিয়ে শুভেন্দুর আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা পুলিশ ৷ এই নিয়ে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের কাছ থেকেও এখনও ইতিবাচক সাড়া পাননি বিরোধী দলনেতা ৷ তাই শুক্রবার মামলার শুনানিতে ধরনা দেওয়ার জন্য বিকল্প জায়গার প্রস্তাব দেওয়া হল শুভেন্দু অধিকারীর তরফে ৷ তাঁর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এ দিন আদালতে জানান, রাজভবনের সামনে যদি ধরনা দিতে না দেওয়া হয়, তাহলে ভবানী ভবনে ডিজি-র অফিসের সামনে অথবা নবান্নের সামনে করতে দেওয়া হোক তাদের ধরনা কর্মসূচি ৷ এ দিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মৌখিক ভাবে এই প্রস্তাব দিয়েছেন বিরোধী দলনেতার আইনজীবী ৷

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধরনা দেওয়ার জন্য যে আবেদন কলকাতা পুলিশের কাছে করেছিলেন শুভেন্দু অধিকারী, সেখানে গত বছরের অক্টোবরে তৃণমূলের একটি ধরনা কর্মসূচির উল্লেখ ছিল ৷ রাজভবনের সামনেই সেই কর্মসূচি হয়েছিল ৷ শুভেন্দুও একই জায়গায় ধরনা দিতে চেয়েছিলেন ৷ কলকাতা পুলিশ সেই আবেদন বাতিল করে দেওয়ার পর আদালতে অনুমতি চেয়ে করা আবেদনেও একই যুক্তি দেখানো হয় শুভেন্দুর পক্ষ থেকে ৷

তবে এর আগের শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন যে কেন তৃণমূলের তরফে দেওয়া ধরনাস্থলকেই নিজেদের কর্মসূচির জন্য বেছে নিচ্ছে বিজেপি ? এই নিয়ে শুভেন্দুর আইনজীবী একাধিক যুক্তি দিয়েছিলেন ৷ তবে বিচারপতি তাঁদের বিকল্প ধরনাস্থল বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ৷ সেই মতোই শুক্রবারের শুনানিতে বিকল্প ধরনাস্থলের প্রস্তাব বিরোধী দলনেতার আইনজীবীর তরফে দেওয়া হল ৷ এ দিন মামলার শুনানি থাকলেও পূর্ণাঙ্গ শুনানি হয়নি । মঙ্গলবার এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি সিনহা ।

অন্যদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে আরও একটি মামলা এ দিন উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ৷ ওই মামলা করে বঙ্গ বিবেক নামে একটি রাষ্ট্রবাদী সংগঠন ৷ তারা আগামী সোমবার কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে মিছিল করতে চায় ৷ সেই নিয়ে অনুমতি চাইতে মামলা করা হয় ৷ সেখানে জানানো হয়, দুপুর দেড়টায় মিছিল শুরু হবে ৷ শেষ হওয়ার পর জমায়েত হবে ৷

বিচারপতি সিনহা কোনও আগ্নেয়াস্ত্র ছাড়া অনধিক 300 লোক নিয়ে মিছিল ও জমায়েত করার অনুমতি দিয়েছেন ৷ তাঁর আরও নির্দেশ, কোনোরকম প্ররোচনামূলক বা উস্কানিমূলক মন্তব্য এই মিছিল বা জমায়েত থেকে করা যাবে না । যদি রাজভবনের সচিবালয়ের পক্ষ থেকে অনুমতি মেলে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে প্রতিনিধিদল রাজভবনে যেতে পারবেন ৷

এছাড়া কলকাতায় ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতায় নতুন করে অশান্তিতে লাগাম টানতে নির্দেশ হাইকোর্টের । এক্ষেত্রে আদালতে জানানো হয় যে বেলেঘাটা, নারকেলবাগান থানা এলাকায় শতাধিক মানুষ ঘরছাড়া । এই মামলাটি করেছেন বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ ৷ এই মামলারও শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ৷ বুধবার মামলার পরবর্তী শুনানি ।

Last Updated : Jun 21, 2024, 3:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.