কলকাতা, 30 জুলাই: বৃষ্টিভেজা ভরা শ্রাবণ ৷ রোদ-বৃষ্টি ও মেঘের লুকোচুরিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে অস্বস্তিতে জনজীবন। এই পরিস্থিতি আগামী 7 দিন চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে পশ্চিমবঙ্গে। যার প্রভাবে রাজ্যের সমস্ত জেলায় আগামী সাতদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।
তিনি জানান, সোমবার পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃ্ষ্টি হয়েছে ৷ মঙ্গলবার দিনের আকাশ মেঘলা থাকতে পারে ৷ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ ভারী বৃষ্টির পূর্বাভাস কালিম্পং এবং আলিপুরদুয়ারে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, হুগলি, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ৷
গ্রহের অবস্থান সৌভাগ্য আনবে কার কার জীবনে ?
আগামিকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে । তবে উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ভারী বৃষ্টি হতে পারে দুই 24 পরগনা, দুই মেদিনীপুরে ৷ বৃহস্পতি ও শুক্রবার রাজ্যের সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পূর্ব বর্ধমান, নদীয়া, হুগলি এবং দুই 24 পরগনা, উত্তরের দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও । শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে । উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস ।
সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95 শতাংশ ৷ সর্বনিম্ন আপেক্ষিক আদ্রতার পরিমাণ 70 শতাংশ।