ETV Bharat / state

বিজেপির ফোন রাজন্যাকে? ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে কী যাচ্ছেন জনপ্রিয় নেত্রী ? - rajannya on bjp

Rajanya Halder: লোকসভা নির্বাচনের আগে তৃণমূল দলের অবস্থান বেশ নড়বড়ে ৷ কুণাল ঘোষ, তাপস রায়ের পরে জল্পনা উঠেছিল তৃণমূলের জনপ্রিয় যুব নেত্রী রাজন্যা হালদার ছাড়তে পারেন দল ৷ মঙ্গলবার রাতে নিজের অবস্থান স্পষ্ট করলেন নেত্রী ৷

Etv Bharat
ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে রাজন্যা?
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 8:17 PM IST

কলকাতা, 5 মার্চ: এবার কি তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে নাম লেখাতে চলেছে তৃণমূল কংগ্রেসের 'নতুন মুখ' রাজন্যা? লোকসভা নির্বাচনের আগে চর্চিচ তৃণমূল নেত্রীর বিজেপিতে যোগদান নিয়ে শুরু হয় নানা জল্পনা ৷ তবে গুজব কতটা সত্যি, তা স্পষ্টভাষায় জানালেন রাজন্যা হালদার ৷

তিনি বলেন, "বিজেপি থেকে কিছু দিন আগে আমাকে ফোন করা হয়েছিল। যেখানে প্রলোভন দেখানো হয়। এমপি টিকিট দেওয়া হবে বলেই আমায় বলা হয়। কিন্তু আমি বিষয়টা প্রত্যাখ্যান করি। বরং আমাদের সামনে জনগর্জন সভা আছে। সেটাকে সাফল্যমণ্ডিত করাই আমাদের এখন মূল লক্ষ্য।" তবে এই জনগণ সভার আগেই বড় ভাঙ্গন দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসে। প্রবীণ নেতা ছাত্র আন্দোলন থেকে উঠে আসা তাপস রায় ইতিমধ্যে দল ছেড়েছেন।

তার এই দল থেকে বেরিয়ে আসায় ক্ষতি হয়েছে বলেই মনে করছেন রাজন্যা। রাজন্যার কথায়, "উনি যেটা ভালো মনে করেছেন তা করেছেন। কিন্তু হ্যাঁ আমাদের ক্ষতি হয়েছে। কারণ, আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসের সময় আমাদের খুব সাহায্য করতেন তাপস জেঠু। তাই সেখান থেকে একটা অভাব তো আমরা অনুভব করতেই পারি।"

অন্যদিকে, মঙ্গলবার বিজেপিতে যোগদানের কথা জানান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারই সঙ্গে শাসক শিবিরকে নিশানা করে একাধিক মন্তব্য করেন তিনি। এমনকী নাম না করে দলের যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়ের বিষয় নিয়ে একাধিক কড়া মন্তব্য করেন অভিজিৎ। সেই বিষয়ে ছাত্র রাজনীতির উল্লেখযোগ্য মুখ রাজন্যা বলেন, "এতদিন উনি প্রশাসনিক পদে থেকে বিজেপির দ্বারা প্ররোচিত হয়ে বিভিন্ন কাজ করেছেন। অনেকে ভগবান মনে করেছিলেন।"

রাজন্যা আরও বলেন, " আমার মনে হয় প্রশাসনিক পদে থেকে এ ধরনের কাজ করা অপরাধ। তাই ভগবান কখনও অপরাধ করতে পারে না। উনি যে ভগবান নন, সেটা আজকে উনি প্রমাণ করেছেন। আরও একটি বড় কথা আমাদের যুব নেতা জনজোয়ার করে দেখিয়ে দিয়েছে তাঁর পাশে কত মানুষ আছে। আমি ওনাকে বলব, উনি বরং বাড়ির সামনে বা যদি লোকসভা নির্বাচনে দাঁড়ান, তাহলে দুই-তিন কিলোমিটার হেঁটে দেখাক জনজয়ারের মত মানুষ নিয়ে।" ফলে পদ্মশিবিরে হয়ে প্রচার বা বিজেপির টিকিটে লড়াইকে কেন্দ্র করে রাজন্যাকে নিয়ে যে গুজব উঠেছিল, তা নস্যাৎ করলেন তৃণমূল নেত্রী ৷

আরও পড়ুন

1. 'কেন্দ্রের কাছে ভিক্ষার জন্য হাত পাতবো না'; ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

2. মঙ্গলে শহরে প্রধানমন্ত্রী, বুধে একাধিক কর্মসূচি, আঁটোসাঁটো নিরাপত্তা শহরজুড়ে

3. আধার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে, স্পষ্ট করলেন রাজীব কুমার

কলকাতা, 5 মার্চ: এবার কি তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে নাম লেখাতে চলেছে তৃণমূল কংগ্রেসের 'নতুন মুখ' রাজন্যা? লোকসভা নির্বাচনের আগে চর্চিচ তৃণমূল নেত্রীর বিজেপিতে যোগদান নিয়ে শুরু হয় নানা জল্পনা ৷ তবে গুজব কতটা সত্যি, তা স্পষ্টভাষায় জানালেন রাজন্যা হালদার ৷

তিনি বলেন, "বিজেপি থেকে কিছু দিন আগে আমাকে ফোন করা হয়েছিল। যেখানে প্রলোভন দেখানো হয়। এমপি টিকিট দেওয়া হবে বলেই আমায় বলা হয়। কিন্তু আমি বিষয়টা প্রত্যাখ্যান করি। বরং আমাদের সামনে জনগর্জন সভা আছে। সেটাকে সাফল্যমণ্ডিত করাই আমাদের এখন মূল লক্ষ্য।" তবে এই জনগণ সভার আগেই বড় ভাঙ্গন দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসে। প্রবীণ নেতা ছাত্র আন্দোলন থেকে উঠে আসা তাপস রায় ইতিমধ্যে দল ছেড়েছেন।

তার এই দল থেকে বেরিয়ে আসায় ক্ষতি হয়েছে বলেই মনে করছেন রাজন্যা। রাজন্যার কথায়, "উনি যেটা ভালো মনে করেছেন তা করেছেন। কিন্তু হ্যাঁ আমাদের ক্ষতি হয়েছে। কারণ, আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসের সময় আমাদের খুব সাহায্য করতেন তাপস জেঠু। তাই সেখান থেকে একটা অভাব তো আমরা অনুভব করতেই পারি।"

অন্যদিকে, মঙ্গলবার বিজেপিতে যোগদানের কথা জানান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারই সঙ্গে শাসক শিবিরকে নিশানা করে একাধিক মন্তব্য করেন তিনি। এমনকী নাম না করে দলের যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়ের বিষয় নিয়ে একাধিক কড়া মন্তব্য করেন অভিজিৎ। সেই বিষয়ে ছাত্র রাজনীতির উল্লেখযোগ্য মুখ রাজন্যা বলেন, "এতদিন উনি প্রশাসনিক পদে থেকে বিজেপির দ্বারা প্ররোচিত হয়ে বিভিন্ন কাজ করেছেন। অনেকে ভগবান মনে করেছিলেন।"

রাজন্যা আরও বলেন, " আমার মনে হয় প্রশাসনিক পদে থেকে এ ধরনের কাজ করা অপরাধ। তাই ভগবান কখনও অপরাধ করতে পারে না। উনি যে ভগবান নন, সেটা আজকে উনি প্রমাণ করেছেন। আরও একটি বড় কথা আমাদের যুব নেতা জনজোয়ার করে দেখিয়ে দিয়েছে তাঁর পাশে কত মানুষ আছে। আমি ওনাকে বলব, উনি বরং বাড়ির সামনে বা যদি লোকসভা নির্বাচনে দাঁড়ান, তাহলে দুই-তিন কিলোমিটার হেঁটে দেখাক জনজয়ারের মত মানুষ নিয়ে।" ফলে পদ্মশিবিরে হয়ে প্রচার বা বিজেপির টিকিটে লড়াইকে কেন্দ্র করে রাজন্যাকে নিয়ে যে গুজব উঠেছিল, তা নস্যাৎ করলেন তৃণমূল নেত্রী ৷

আরও পড়ুন

1. 'কেন্দ্রের কাছে ভিক্ষার জন্য হাত পাতবো না'; ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

2. মঙ্গলে শহরে প্রধানমন্ত্রী, বুধে একাধিক কর্মসূচি, আঁটোসাঁটো নিরাপত্তা শহরজুড়ে

3. আধার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে, স্পষ্ট করলেন রাজীব কুমার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.