দুর্গাপুর, 2 সেপ্টেম্বর: প্রয়াত হলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদের স্ত্রী পুনম আজাদ। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। নিয়মিত চিকিৎসা চলছিল তাঁর। লোকসভা নির্বাচনে হুইল চেয়ারে বসে তিনি স্বামীর প্রচারের সঙ্গী হয়েছিলেন একাধিকবার। রথযাত্রার দিনও ইসকনে গিয়েছিলেন তিনি।
বিরল স্নায়ুরোগে আক্রান্ত পুনম গত কয়েকদিন ধরে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সোমবার দুপুর 12টা 40 নাগাদ তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন সাংসদ কীর্তি আজাদ। শোকস্তব্ধ দুর্গাপুরের রাজনৈতিক মহলে। শোকজ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের তৃণমূল নেতৃত্বরা। সাংসদের সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতেন। তাঁকে আপন করে নিয়েছিলেন দুর্গাপুরবাসী। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন তাঁরাও।
শোকজ্ঞাপন করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে । এদিন দুপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় দুর্গাপুরের বীরভানপুর শ্মশানে। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত এবং প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, "খুবই বেদনাদায়ক ঘটনা। পুনম আজাদ বিহারের দক্ষ সংগঠক ছিলেন। যেদিন থেকে দুর্গাপুরে এসেছেন তখন থেকেই তিনি অসুস্থ ছিলেন। আজ তাঁর মৃত্যু হয়েছে। আমরা দুর্গাপুরবাসী শোকাহত।"
Saddened to know that Poonam Jha Azad, wife of our MP & World Cup-winner cricketer Kirti Azad, has breathed her last.
— Mamata Banerjee (@MamataOfficial) September 2, 2024
I have known Poonam for a long time. I also knew that she was critically ill for the last few years. Kirti & other family members tried their best & were always…
একদা ভারতীয় দলের খ্যাতনামী ক্রিকেটার কীর্তি লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে এক লক্ষেরও বেশি ভোটে হারিয়ে দেন তিনি। পুনম এবং আজাদের দুই পুত্র রয়েছেন। স্বামী আজাদের মতো এক সময় সক্রিয় রাজনীতিতে ছিলেন পুনমও। 2016 সালে তিনি আপে যোগ দেন। 2017 সালে যোগ দেন কংগ্রেসে। শারীরিক অসুস্থতার জন্য তারপর অবশ্য রাজনীতিতে সক্রিয় থাকতে পারেননি তিনি ৷
আজাদের কীর্তি! পথশ্রীর বেহাল রাস্তা দেখে ক্ষুব্ধ, স্টোনচিপ তুলে ইঞ্জিনিয়ারের পকেটে পুরলেন সাংসদ