ETV Bharat / state

রাত পোহালেই শেষ দফার নির্বাচন, সরঞ্জাম নিয়ে রওনার পথে ভোটকর্মীরা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Seventh Phase of Lok Sabha Election 2024: আগামিকাল লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ ৷ এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ভোটকর্মীরা । ভোটের জিনিসপত্র নিয়ে বুথে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা ৷ তাঁদের মধ্যে মহিলা পরিচালিত বুথের জন্য বহু মহিলা ভোটকর্মীদেরও এদিন দেখা গিয়েছে ৷

Seven Phase of Lok Sabha Election 2024
সরঞ্জাম নিয়ে রওনার পথে ভোটকর্মীরা
author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 2:50 PM IST

ডায়মন্ড হারবার, 31 মে: অষ্টাদশ লোকসভা নির্বাচনের একেবারে শেষদফার ভোটগ্রহণ হবে আগামিকাল ৷ শনিবার দমদম, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, মথুরাপুর, কলকাতা উত্তর, দক্ষিণ, জয়নগর, যাদবপুর কেন্দ্রে রাজ্যে ন'টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৷ এর মধ্যে রয়েছে অন্যতম হেভিওয়েট লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ডিসিআরসি থেকে ভোট কর্মীরা তাঁদের ভোটের জিনিসপত্র নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। দুর্গম পথের কারণে অনেকেই গতকালই রওনা দিয়েছেন ৷

জয়নগর লোকসভা কেন্দ্রে 1 হাজার 879টি বুথ রয়েছে ৷ স্পর্শকাতর বুথ রয়েছে 686টি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রয়েছেন হেভিওয়েট প্রার্থী তৃণমূলের অভিষেক বন্দ্য়োপাধ্যায়। ওই আসনেই কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী প্রতীক উর রহমান। বিজেপির হয়ে দাঁড়িয়েছেন অভিজিৎ দাস। রয়েছেন আইএসএফ-এর প্রার্থীও ৷ এই কেন্দ্রে 1 হাজার 961টি বুথ রয়েছে, যার মধ্যে স্পর্শকাতর বুথ 198টি ৷ যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। বাম-কংগ্রেসের ভরসা সৃজন ভট্টাচার্য। বিজেপির প্রার্থী হয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। প্রার্থী দিয়েছে আইএসএফও।

ভোটকর্মীরা রওনা দিচ্ছেন

যাদবপুরে মোট বুথের সংখ্যা 2 হাজার 120টি। এর মধ্যে 323টি বুথ স্পর্শকাতর। ভোট কর্মীরা বুথে। গতকাল দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত দ্বীপ এলাকাগুলিতে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন ভোট কর্মীরা। দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী এলাকায় নিম্নচাপের জেরে বৃষ্টিও শুরু হয়েছে ৷ ভোটের দিনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির মধ্যেও অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী রুট-মার্চ শুরু করে দিয়েছে ৷

ডায়মন্ড হারবার, 31 মে: অষ্টাদশ লোকসভা নির্বাচনের একেবারে শেষদফার ভোটগ্রহণ হবে আগামিকাল ৷ শনিবার দমদম, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, মথুরাপুর, কলকাতা উত্তর, দক্ষিণ, জয়নগর, যাদবপুর কেন্দ্রে রাজ্যে ন'টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৷ এর মধ্যে রয়েছে অন্যতম হেভিওয়েট লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ডিসিআরসি থেকে ভোট কর্মীরা তাঁদের ভোটের জিনিসপত্র নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। দুর্গম পথের কারণে অনেকেই গতকালই রওনা দিয়েছেন ৷

জয়নগর লোকসভা কেন্দ্রে 1 হাজার 879টি বুথ রয়েছে ৷ স্পর্শকাতর বুথ রয়েছে 686টি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রয়েছেন হেভিওয়েট প্রার্থী তৃণমূলের অভিষেক বন্দ্য়োপাধ্যায়। ওই আসনেই কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী প্রতীক উর রহমান। বিজেপির হয়ে দাঁড়িয়েছেন অভিজিৎ দাস। রয়েছেন আইএসএফ-এর প্রার্থীও ৷ এই কেন্দ্রে 1 হাজার 961টি বুথ রয়েছে, যার মধ্যে স্পর্শকাতর বুথ 198টি ৷ যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। বাম-কংগ্রেসের ভরসা সৃজন ভট্টাচার্য। বিজেপির প্রার্থী হয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। প্রার্থী দিয়েছে আইএসএফও।

ভোটকর্মীরা রওনা দিচ্ছেন

যাদবপুরে মোট বুথের সংখ্যা 2 হাজার 120টি। এর মধ্যে 323টি বুথ স্পর্শকাতর। ভোট কর্মীরা বুথে। গতকাল দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত দ্বীপ এলাকাগুলিতে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন ভোট কর্মীরা। দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী এলাকায় নিম্নচাপের জেরে বৃষ্টিও শুরু হয়েছে ৷ ভোটের দিনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির মধ্যেও অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী রুট-মার্চ শুরু করে দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.