ETV Bharat / state

পৌঁছতে 'কাঠখড়' পোড়াতে হয় আজও, দুর্গম বুথে ভোটকর্মীরা রওনা হন দু'দিন আগেই - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: রাজ্যে দ্বিতীয় দফার ভোট শুক্রবার। দার্জিলিংয়ের সঙ্গে ভোট রয়েছে বালুরঘাট ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেও ৷ পাহাড়-জঙ্গল-চা-বাগানে ঘেরা দার্জিলিং লোকসভা কেন্দ্র ৷ এই কেন্দ্রে এমন কিছু বুথ রয়েছে সেখানে ভোট করানোটাই দুষ্কর। ঠিক এতটাই দুর্গম এই জায়গাগুলো যে দু'দি আগেই সেখানে রওনা দিলেন ভোটকর্মীরা ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 3:19 PM IST

Updated : Apr 25, 2024, 3:44 PM IST

দুর্গম বুথে ভোটকর্মীরা রওনা হন দু'দিন আগেই

দার্জিলিং, 15 এপ্রিল: দেশ তথা রাজ্যে আগামিকাল দ্বিতীয় দফার ভোটগ্রহণ ৷ পাহাড়ে তৃণমূল থেকে বিজেপি, কংগ্রেস জোট প্রার্থী থেকে বাকিরা প্রচার সেরে ফেলেছেন। বঙ্গে আগামিকাল দার্জিলিং লোকসভা, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে ভোটগ্রহণ ৷ পাহাড় থেকে সমতল, নদী থেকে সাগর সবমিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গ। দেশের বাকি রাজ্যগুলোর মতো বাংলাতেও রয়েছে দুর্গম বুথ ৷ সেখানে পৌঁছনোটা এতটাই দুষ্কর যে ভোটকর্মীদের দু'দিন আগে রওনা দিতে হয় ৷

দার্জিলিং লোকসভায় সাতটি বিধানসভা রয়েছে। এরমধ্যে উত্তর দিনাজপুর জেলার চোপড়া এবং কালিম্পং জেলার কালিম্পং বিধানসভা রয়েছে। বাকি চারটি বিধানসভা দার্জিলিং জেলায় পড়ছে। দার্জিলিং লোকসভা আসনের সামাদেন, দাড়াগাঁও, শ্রীখোলা এলাকার বুথগুলিতে কখনও গাড়িতে তারপর পায়ে হেঁটে পৌঁছোতে হয়। অর্থাৎ সেই রাস্তা এতটাই খারাপ যে সেখানে একটানা গাড়ি করে পৌঁছানো যায় না ৷ তাই হাতে সময় নিয়ে দু'দিন আগেই রওনা হয়ে যান ভোটকর্মী থেকে মালবাহক (সহযোগী) ও কেন্দ্রীয় বাহিনী।

বুধবার বিকেলে একে একে তাঁরা রওনা দেন। দার্জিলিং সদরের মহকুমা শাসক রিচার্ড লেপচা জানান, ভোটকর্মীদের জন্য নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে। বুধবার রওনা হয়ে ভোটকর্মীরা নিরাপত্তারক্ষীদের সঙ্গে শ্রীখোলা এলাকায় রাত কাটাবেন। বৃহস্পতিবার সকাল হতে একে একে তাঁরা রওনা দেন। লোকসভা ভোটে দার্জিলিং লোকসভা আসনে 82 কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকছে। এই লোকসভা আসনের মোট 1999টি বুথের প্রত্যেকটিতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এর আগে আলিপুরদুয়ারে ভোটের সময়ও বক্সাতে এই একই ধরনের ছবি ধরা পড়েছিল। দুর্গম এলাকায় ব্যবহারের জন্য ভোটকর্মীদের স্যাটেলাইন ফোনও দেওয়া হয়েছিল।

আরও পড়ুন:

  1. রাস্তা চাই, ভোট বয়কটের ডাক পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম গেন্দংয়ের
  2. দার্জিলিংয়ে রাজু বিস্তা, মুনিষ তামাং ছাড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামাও কোটিপতি
  3. পাহাড়ের সমীকরণ বদলাতে মরিয়া তৃণমূল, দার্জিলিংয়ে ফের পদ্ম ফোটাতে বদ্ধপরিকর বিজেপি

দুর্গম বুথে ভোটকর্মীরা রওনা হন দু'দিন আগেই

দার্জিলিং, 15 এপ্রিল: দেশ তথা রাজ্যে আগামিকাল দ্বিতীয় দফার ভোটগ্রহণ ৷ পাহাড়ে তৃণমূল থেকে বিজেপি, কংগ্রেস জোট প্রার্থী থেকে বাকিরা প্রচার সেরে ফেলেছেন। বঙ্গে আগামিকাল দার্জিলিং লোকসভা, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে ভোটগ্রহণ ৷ পাহাড় থেকে সমতল, নদী থেকে সাগর সবমিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গ। দেশের বাকি রাজ্যগুলোর মতো বাংলাতেও রয়েছে দুর্গম বুথ ৷ সেখানে পৌঁছনোটা এতটাই দুষ্কর যে ভোটকর্মীদের দু'দিন আগে রওনা দিতে হয় ৷

দার্জিলিং লোকসভায় সাতটি বিধানসভা রয়েছে। এরমধ্যে উত্তর দিনাজপুর জেলার চোপড়া এবং কালিম্পং জেলার কালিম্পং বিধানসভা রয়েছে। বাকি চারটি বিধানসভা দার্জিলিং জেলায় পড়ছে। দার্জিলিং লোকসভা আসনের সামাদেন, দাড়াগাঁও, শ্রীখোলা এলাকার বুথগুলিতে কখনও গাড়িতে তারপর পায়ে হেঁটে পৌঁছোতে হয়। অর্থাৎ সেই রাস্তা এতটাই খারাপ যে সেখানে একটানা গাড়ি করে পৌঁছানো যায় না ৷ তাই হাতে সময় নিয়ে দু'দিন আগেই রওনা হয়ে যান ভোটকর্মী থেকে মালবাহক (সহযোগী) ও কেন্দ্রীয় বাহিনী।

বুধবার বিকেলে একে একে তাঁরা রওনা দেন। দার্জিলিং সদরের মহকুমা শাসক রিচার্ড লেপচা জানান, ভোটকর্মীদের জন্য নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে। বুধবার রওনা হয়ে ভোটকর্মীরা নিরাপত্তারক্ষীদের সঙ্গে শ্রীখোলা এলাকায় রাত কাটাবেন। বৃহস্পতিবার সকাল হতে একে একে তাঁরা রওনা দেন। লোকসভা ভোটে দার্জিলিং লোকসভা আসনে 82 কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকছে। এই লোকসভা আসনের মোট 1999টি বুথের প্রত্যেকটিতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এর আগে আলিপুরদুয়ারে ভোটের সময়ও বক্সাতে এই একই ধরনের ছবি ধরা পড়েছিল। দুর্গম এলাকায় ব্যবহারের জন্য ভোটকর্মীদের স্যাটেলাইন ফোনও দেওয়া হয়েছিল।

আরও পড়ুন:

  1. রাস্তা চাই, ভোট বয়কটের ডাক পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম গেন্দংয়ের
  2. দার্জিলিংয়ে রাজু বিস্তা, মুনিষ তামাং ছাড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামাও কোটিপতি
  3. পাহাড়ের সমীকরণ বদলাতে মরিয়া তৃণমূল, দার্জিলিংয়ে ফের পদ্ম ফোটাতে বদ্ধপরিকর বিজেপি
Last Updated : Apr 25, 2024, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.