দার্জিলিং, 15 এপ্রিল: দেশ তথা রাজ্যে আগামিকাল দ্বিতীয় দফার ভোটগ্রহণ ৷ পাহাড়ে তৃণমূল থেকে বিজেপি, কংগ্রেস জোট প্রার্থী থেকে বাকিরা প্রচার সেরে ফেলেছেন। বঙ্গে আগামিকাল দার্জিলিং লোকসভা, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে ভোটগ্রহণ ৷ পাহাড় থেকে সমতল, নদী থেকে সাগর সবমিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গ। দেশের বাকি রাজ্যগুলোর মতো বাংলাতেও রয়েছে দুর্গম বুথ ৷ সেখানে পৌঁছনোটা এতটাই দুষ্কর যে ভোটকর্মীদের দু'দিন আগে রওনা দিতে হয় ৷
দার্জিলিং লোকসভায় সাতটি বিধানসভা রয়েছে। এরমধ্যে উত্তর দিনাজপুর জেলার চোপড়া এবং কালিম্পং জেলার কালিম্পং বিধানসভা রয়েছে। বাকি চারটি বিধানসভা দার্জিলিং জেলায় পড়ছে। দার্জিলিং লোকসভা আসনের সামাদেন, দাড়াগাঁও, শ্রীখোলা এলাকার বুথগুলিতে কখনও গাড়িতে তারপর পায়ে হেঁটে পৌঁছোতে হয়। অর্থাৎ সেই রাস্তা এতটাই খারাপ যে সেখানে একটানা গাড়ি করে পৌঁছানো যায় না ৷ তাই হাতে সময় নিয়ে দু'দিন আগেই রওনা হয়ে যান ভোটকর্মী থেকে মালবাহক (সহযোগী) ও কেন্দ্রীয় বাহিনী।
বুধবার বিকেলে একে একে তাঁরা রওনা দেন। দার্জিলিং সদরের মহকুমা শাসক রিচার্ড লেপচা জানান, ভোটকর্মীদের জন্য নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে। বুধবার রওনা হয়ে ভোটকর্মীরা নিরাপত্তারক্ষীদের সঙ্গে শ্রীখোলা এলাকায় রাত কাটাবেন। বৃহস্পতিবার সকাল হতে একে একে তাঁরা রওনা দেন। লোকসভা ভোটে দার্জিলিং লোকসভা আসনে 82 কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকছে। এই লোকসভা আসনের মোট 1999টি বুথের প্রত্যেকটিতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এর আগে আলিপুরদুয়ারে ভোটের সময়ও বক্সাতে এই একই ধরনের ছবি ধরা পড়েছিল। দুর্গম এলাকায় ব্যবহারের জন্য ভোটকর্মীদের স্যাটেলাইন ফোনও দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: