ETV Bharat / state

শত্রুঘ্ন নিজেই খামোশ ! বিজেপির প্রার্থী কই? ভোটের জৌলুস নেই আসানসোলে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: বরাবরই লোকসভা ভোটের আগে গমগম করে আসানসোল ৷ প্রার্থীদের ভোটের প্রচার চলে জোরকদমে ৷ রাজনৈতিক নেতাদের বাক্যবাণের জেরে পারদ চড়তে থাকে ৷ তবে এবার সেসবের কোনওটারই দেখা এখন মেলেনি ৷ ভোটের আগে জৌলুসহীন আসানসোল ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 2:01 PM IST

আসানসোল, 28 মার্চ: লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে । অথচ এখনও তেমন ভোটের হাওয়াই লাগেনি আসানসোল লোকসভা কেন্দ্র । অতীতে বাবুল সুপ্রিয়, মুনমুন সেন কিংবা শত্রুঘ্ন সিনহার মতো তারকা প্রার্থীদের প্রচারে গমগম করত এই আসানসোল । এবার এখনও তেমন কোনও জৌলুস নেই এখানে ।

আসানসোলে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি । তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার দীর্ঘদিন আসানসোলে দেখা নেই । দেওয়াল লিখন ছাড়া তৃণমূলের প্রচারে তেমন কোনও তাপ উত্তাপ নেই । শহরের এ প্রান্ত থেকে ওপর প্রান্তে দৌড়চ্ছেন এখন শুধুই একা সিপিএম প্রার্থী জাহানারা খান । বার্নপুর থেকে বারাবনী, জামুড়িয়া থেকে সালানপুর, রোজই প্রচার কর্মসূচি থাকছে সিপিএম প্রার্থীর । প্রচণ্ড গরমে রোজা রেখেও প্রচারে বিরাম দিচ্ছেন না জাহানারা । আসানসোল লোকসভা কেন্দ্র বহুকাল যাবৎ বৈচিত্রপূর্ণ । বরাবরই ভোটের সময় তারকা প্রার্থীদের জমজমাট প্রচারে শিরোনামেই থাকে আসানসোল । কিন্তু এবার ভোটের আগে কোথায় সেসব?

Lok Sabha Election 2024
বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি

লোকসভা ভোটের দিন ঘোষণার বহু আগেই তৃণমূলের তরফে প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয়েছে আসানসোলের বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহার । এরপর আসানসোলে এসে প্রচার শুরুও করেন তিনি । সেই সার ! কিন্তু তারপরে দীর্ঘ সময় আর তাঁর লোকসভা কেন্দ্রে দেখা নেই । বলা যায় নিজেই খামোশ হয়ে গিয়েছেন শত্রুঘ্ন সিনহা । স্বভাবতই তৃণমূলের প্রচারও গিয়েছে থেমে । শুধু মাত্র দেওয়াল লিখন ছাড়া আর তেমন প্রচারের হাওয়া নেই ঘাসফুল শিবিরের । প্রার্থী নেই তাই প্রচার নেই? এমন প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাশন দাশু বলেন, "প্রচার ঠিক চলছে । বুথ লেভেল থেকে কর্মসূচি চলছে । ভোট এখনও অনেক দেরি । সব ঠিক হয়ে যাবে ।"

Lok Sabha Election 2024
বিভিন্ন লেখায় ভরেছে দেওয়াল

বিজেপির অবস্থা আরও তথৈবচ । কর্মীদের মনে কোনও উৎসাহই নেই, কারণ এই কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি । প্রথমে ভোজপুরি গায়ক পবন সিংয়ের নাম ঘোষণা হয়েছিল ৷ তবে পরে তিনি বেঁকে বসায় আর প্রার্থীর নাম ঘোষণা হয়নি । নানান জল্পনা করে করে বিজেপির স্থানীয় নেতা কর্মীরাও হতাশ । বাজারে তাই দেখাই যাচ্ছে না বিজেপির প্রচার । একমাত্র ময়দানে নেমেছেন জিতেন্দ্র তিওয়ারি ৷ তাঁর নিজের উদ্যোগে প্রতিদিন জনসংযোগ চালিয়ে যাচ্ছেন । অনেকেই ভাবছেন প্রার্থী হওয়ার লড়াইয়ে এখনও চেষ্টা চালাচ্ছেন তিনি ।

Lok Sabha Election 2024
দীর্ঘদিন আসানসোলে দেখা নেই তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার

বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের কথায়, "দলের যেমন নির্দেশ আসছে, সেই অনুযায়ী কর্মসূচি করা হচ্ছে । দেওয়াল বুকিংও হয়ে গিয়েছে । প্রার্থীর জন্য শুধু অপেক্ষা ।" তবে প্রচারে ঝড় তুলছে বামেদেরই । রোজই মিছিল, সভা হচ্ছে আসানসোলের বিভিন্ন স্থানে । পারদ চড়েছে তবুও গরমে, রোজা পালন করেও পায়ে হেঁটে প্রচার করছেন জাহানারা খান । তাঁর বক্তব্য, "রাজ্যের নেতারা তো আসবেনই । কিন্তু যত দ্রুত পারা যায় প্রতিটি বিধানসভায় গিয়ে হেঁটে প্রচার সেরে ফেলতে হবে ।"

আরও পড়ুন:

  1. ভোটে জিততে এসপি-আইসিদের নিয়ে বৈঠক প্রসূনের ! কমিশনে খগেন
  2. দেবকে 'সেতু চোর' তকমা দিয়ে বিক্ষোভে হিরণ
  3. প্রচারে 'গোষ্ঠীদ্বন্দ্ব', জুনের গাড়ি থেকে কাউন্সিলরকে নামানোর দাবিতে স্লোগান তৃণমূল কর্মীদের

আসানসোল, 28 মার্চ: লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে । অথচ এখনও তেমন ভোটের হাওয়াই লাগেনি আসানসোল লোকসভা কেন্দ্র । অতীতে বাবুল সুপ্রিয়, মুনমুন সেন কিংবা শত্রুঘ্ন সিনহার মতো তারকা প্রার্থীদের প্রচারে গমগম করত এই আসানসোল । এবার এখনও তেমন কোনও জৌলুস নেই এখানে ।

আসানসোলে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি । তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার দীর্ঘদিন আসানসোলে দেখা নেই । দেওয়াল লিখন ছাড়া তৃণমূলের প্রচারে তেমন কোনও তাপ উত্তাপ নেই । শহরের এ প্রান্ত থেকে ওপর প্রান্তে দৌড়চ্ছেন এখন শুধুই একা সিপিএম প্রার্থী জাহানারা খান । বার্নপুর থেকে বারাবনী, জামুড়িয়া থেকে সালানপুর, রোজই প্রচার কর্মসূচি থাকছে সিপিএম প্রার্থীর । প্রচণ্ড গরমে রোজা রেখেও প্রচারে বিরাম দিচ্ছেন না জাহানারা । আসানসোল লোকসভা কেন্দ্র বহুকাল যাবৎ বৈচিত্রপূর্ণ । বরাবরই ভোটের সময় তারকা প্রার্থীদের জমজমাট প্রচারে শিরোনামেই থাকে আসানসোল । কিন্তু এবার ভোটের আগে কোথায় সেসব?

Lok Sabha Election 2024
বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি

লোকসভা ভোটের দিন ঘোষণার বহু আগেই তৃণমূলের তরফে প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয়েছে আসানসোলের বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহার । এরপর আসানসোলে এসে প্রচার শুরুও করেন তিনি । সেই সার ! কিন্তু তারপরে দীর্ঘ সময় আর তাঁর লোকসভা কেন্দ্রে দেখা নেই । বলা যায় নিজেই খামোশ হয়ে গিয়েছেন শত্রুঘ্ন সিনহা । স্বভাবতই তৃণমূলের প্রচারও গিয়েছে থেমে । শুধু মাত্র দেওয়াল লিখন ছাড়া আর তেমন প্রচারের হাওয়া নেই ঘাসফুল শিবিরের । প্রার্থী নেই তাই প্রচার নেই? এমন প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাশন দাশু বলেন, "প্রচার ঠিক চলছে । বুথ লেভেল থেকে কর্মসূচি চলছে । ভোট এখনও অনেক দেরি । সব ঠিক হয়ে যাবে ।"

Lok Sabha Election 2024
বিভিন্ন লেখায় ভরেছে দেওয়াল

বিজেপির অবস্থা আরও তথৈবচ । কর্মীদের মনে কোনও উৎসাহই নেই, কারণ এই কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি । প্রথমে ভোজপুরি গায়ক পবন সিংয়ের নাম ঘোষণা হয়েছিল ৷ তবে পরে তিনি বেঁকে বসায় আর প্রার্থীর নাম ঘোষণা হয়নি । নানান জল্পনা করে করে বিজেপির স্থানীয় নেতা কর্মীরাও হতাশ । বাজারে তাই দেখাই যাচ্ছে না বিজেপির প্রচার । একমাত্র ময়দানে নেমেছেন জিতেন্দ্র তিওয়ারি ৷ তাঁর নিজের উদ্যোগে প্রতিদিন জনসংযোগ চালিয়ে যাচ্ছেন । অনেকেই ভাবছেন প্রার্থী হওয়ার লড়াইয়ে এখনও চেষ্টা চালাচ্ছেন তিনি ।

Lok Sabha Election 2024
দীর্ঘদিন আসানসোলে দেখা নেই তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার

বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের কথায়, "দলের যেমন নির্দেশ আসছে, সেই অনুযায়ী কর্মসূচি করা হচ্ছে । দেওয়াল বুকিংও হয়ে গিয়েছে । প্রার্থীর জন্য শুধু অপেক্ষা ।" তবে প্রচারে ঝড় তুলছে বামেদেরই । রোজই মিছিল, সভা হচ্ছে আসানসোলের বিভিন্ন স্থানে । পারদ চড়েছে তবুও গরমে, রোজা পালন করেও পায়ে হেঁটে প্রচার করছেন জাহানারা খান । তাঁর বক্তব্য, "রাজ্যের নেতারা তো আসবেনই । কিন্তু যত দ্রুত পারা যায় প্রতিটি বিধানসভায় গিয়ে হেঁটে প্রচার সেরে ফেলতে হবে ।"

আরও পড়ুন:

  1. ভোটে জিততে এসপি-আইসিদের নিয়ে বৈঠক প্রসূনের ! কমিশনে খগেন
  2. দেবকে 'সেতু চোর' তকমা দিয়ে বিক্ষোভে হিরণ
  3. প্রচারে 'গোষ্ঠীদ্বন্দ্ব', জুনের গাড়ি থেকে কাউন্সিলরকে নামানোর দাবিতে স্লোগান তৃণমূল কর্মীদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.