ETV Bharat / state

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদি-সহ দেশের রাজনৈতিক নেতাদের - Buddhadeb Bhattacharjee Passes Away

Buddhadeb Bhattacharjee Passes Away: বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ অন্যরা ৷

Buddhadeb Bhattacharjee Passes Away
বুদ্ধদেব ভট্টাচার্য (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 8, 2024, 2:01 PM IST

Updated : Aug 8, 2024, 6:35 PM IST

কলকাতা, 8 অগস্ট: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের খবর পেয়ে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার সোশাল মিডিয়ার মাধ্যমে তিনি শোকপ্রকাশ করেন ৷ সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের খবর পেয়ে শোকস্তব্ধ ৷

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোকাহত । তিনি একজন দৃঢ় সংকল্প রাজনৈতিক নেতা ছিলেন, যিনি অঙ্গীকারের সঙ্গে রাজ্যের সেবা করেছিলেন । তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আমার আন্তরিক সমবেদনা । ওম শান্তি ।’’

শুধু প্রধানমন্ত্রী নন, শোকপ্রকাশ করেছেন দেশের আরও কয়েকজন রাজনৈতিক নেতা ৷ সেই তালিকায় রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৷ তাঁর শোকবার্তা, ‘‘প্রবীণ সিপিএম নেতা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু সম্পর্কে জানতে পেরে দুঃখিত । তিনি সরলতা ও জনসেবার প্রতি নিষ্ঠার জন্য প্রশংসিত, যা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ছিল ৷ তিনি তাঁর রাজ্যের আধুনিক ইতিহাস গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । আমি তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানাই । তাঁর আত্মার চির শান্তি কামনা করি ।’’

শোকপ্রকাশ করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেডি নেতা নবীন পট্টনায়ক ৷ তিনি লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবর জানতে পেরে গভীরভাবে শোকাহত । জনজীবনে তাঁর সততা, কল্যাণমূলক উদ্যোগ ও জাতিগঠনে তাঁর অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন । শোকাহত পরিবারের সদস্য ও ভক্তদের প্রতি আমার সমবেদনা । ওম শান্তি ।’’

কংগ্রেস নেতা তথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শোকবার্তায় লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ দুঃখজনক । কমিউনিস্ট মতাদর্শের একজন প্রবর্তক, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের প্রতি তাঁর নিবেদন স্মরণ করা হবে চিরকাল । তাঁর পরিবার ও পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আমার সমবেদনা ।’’

শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ৷ তিনি লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত । জনসেবায় একজন অটল ছিলেন তিনি ৷ বিধায়ক, মন্ত্রী ও পরে মুখ্যমন্ত্রী হিসাবে পাঁচ দশকেরও বেশি সময় ধরে তাঁর বিস্তৃত অভিজ্ঞতা একটি চিহ্ন রেখে গেল । তাঁর সরলতা, বাংলা সাহিত্যে অবদান ও সমাজসেবার অঙ্গীকার ছিল লক্ষণীয় । তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আমার আন্তরিক সমবেদনা । ওম শান্তি ।’’

কলকাতা, 8 অগস্ট: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের খবর পেয়ে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার সোশাল মিডিয়ার মাধ্যমে তিনি শোকপ্রকাশ করেন ৷ সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের খবর পেয়ে শোকস্তব্ধ ৷

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোকাহত । তিনি একজন দৃঢ় সংকল্প রাজনৈতিক নেতা ছিলেন, যিনি অঙ্গীকারের সঙ্গে রাজ্যের সেবা করেছিলেন । তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আমার আন্তরিক সমবেদনা । ওম শান্তি ।’’

শুধু প্রধানমন্ত্রী নন, শোকপ্রকাশ করেছেন দেশের আরও কয়েকজন রাজনৈতিক নেতা ৷ সেই তালিকায় রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৷ তাঁর শোকবার্তা, ‘‘প্রবীণ সিপিএম নেতা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু সম্পর্কে জানতে পেরে দুঃখিত । তিনি সরলতা ও জনসেবার প্রতি নিষ্ঠার জন্য প্রশংসিত, যা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ছিল ৷ তিনি তাঁর রাজ্যের আধুনিক ইতিহাস গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । আমি তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানাই । তাঁর আত্মার চির শান্তি কামনা করি ।’’

শোকপ্রকাশ করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেডি নেতা নবীন পট্টনায়ক ৷ তিনি লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবর জানতে পেরে গভীরভাবে শোকাহত । জনজীবনে তাঁর সততা, কল্যাণমূলক উদ্যোগ ও জাতিগঠনে তাঁর অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন । শোকাহত পরিবারের সদস্য ও ভক্তদের প্রতি আমার সমবেদনা । ওম শান্তি ।’’

কংগ্রেস নেতা তথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শোকবার্তায় লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ দুঃখজনক । কমিউনিস্ট মতাদর্শের একজন প্রবর্তক, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের প্রতি তাঁর নিবেদন স্মরণ করা হবে চিরকাল । তাঁর পরিবার ও পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আমার সমবেদনা ।’’

শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ৷ তিনি লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত । জনসেবায় একজন অটল ছিলেন তিনি ৷ বিধায়ক, মন্ত্রী ও পরে মুখ্যমন্ত্রী হিসাবে পাঁচ দশকেরও বেশি সময় ধরে তাঁর বিস্তৃত অভিজ্ঞতা একটি চিহ্ন রেখে গেল । তাঁর সরলতা, বাংলা সাহিত্যে অবদান ও সমাজসেবার অঙ্গীকার ছিল লক্ষণীয় । তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আমার আন্তরিক সমবেদনা । ওম শান্তি ।’’

Last Updated : Aug 8, 2024, 6:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.