কলকাতা, 8 অগস্ট: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের খবর পেয়ে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার সোশাল মিডিয়ার মাধ্যমে তিনি শোকপ্রকাশ করেন ৷ সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের খবর পেয়ে শোকস্তব্ধ ৷
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোকাহত । তিনি একজন দৃঢ় সংকল্প রাজনৈতিক নেতা ছিলেন, যিনি অঙ্গীকারের সঙ্গে রাজ্যের সেবা করেছিলেন । তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আমার আন্তরিক সমবেদনা । ওম শান্তি ।’’
Saddened by the passing of Shri Buddhadeb Bhattacharjee, former CM of West Bengal. He was a political stalwart who served the state with commitment. My heartfelt condolences to his family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) August 8, 2024
Saddened to learn about the passing of veteran CPIM leader and former West Bengal Chief Minister, Shri Buddhadeb Bhattacharjee. Admired for his simplicity and devotion to public service, which spanned over five decades, he played a pivotal role in shaping his state's modern… pic.twitter.com/jHUcnW9E62
— N Chandrababu Naidu (@ncbn) August 8, 2024
শুধু প্রধানমন্ত্রী নন, শোকপ্রকাশ করেছেন দেশের আরও কয়েকজন রাজনৈতিক নেতা ৷ সেই তালিকায় রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৷ তাঁর শোকবার্তা, ‘‘প্রবীণ সিপিএম নেতা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু সম্পর্কে জানতে পেরে দুঃখিত । তিনি সরলতা ও জনসেবার প্রতি নিষ্ঠার জন্য প্রশংসিত, যা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ছিল ৷ তিনি তাঁর রাজ্যের আধুনিক ইতিহাস গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । আমি তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানাই । তাঁর আত্মার চির শান্তি কামনা করি ।’’
শোকপ্রকাশ করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেডি নেতা নবীন পট্টনায়ক ৷ তিনি লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবর জানতে পেরে গভীরভাবে শোকাহত । জনজীবনে তাঁর সততা, কল্যাণমূলক উদ্যোগ ও জাতিগঠনে তাঁর অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন । শোকাহত পরিবারের সদস্য ও ভক্তদের প্রতি আমার সমবেদনা । ওম শান্তি ।’’
Deeply saddened to learn about the passing away of former West Bengal Chief Minister #BuddhadebBhattacharya. He will be remembered for his probity in public life, welfare initiatives and his contribution to nation building. My condolences to the bereaved family members and…
— Naveen Patnaik (@Naveen_Odisha) August 8, 2024
The passing of former West Bengal CM Buddhadeb Bhattacharjee is saddening. A promoter of communist ideology, his dedication to equality and social justice will be remembered. My condolences to his family and the people of West Bengal. pic.twitter.com/O0I3CxINZc
— Siddaramaiah (@siddaramaiah) August 8, 2024
কংগ্রেস নেতা তথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শোকবার্তায় লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ দুঃখজনক । কমিউনিস্ট মতাদর্শের একজন প্রবর্তক, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের প্রতি তাঁর নিবেদন স্মরণ করা হবে চিরকাল । তাঁর পরিবার ও পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আমার সমবেদনা ।’’
I am deeply pained by the passing away of the Former Chief Minister of West Bengal Shri Buddhadeb Bhattacharjee. A stalwart in public service, his extensive experience of over 5 decades as an MLA, Minister and later as Chief Minister has left an indelible mark. His simplicity,… pic.twitter.com/FW2zTZiNYl
— Himanta Biswa Sarma (@himantabiswa) August 8, 2024
শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ৷ তিনি লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত । জনসেবায় একজন অটল ছিলেন তিনি ৷ বিধায়ক, মন্ত্রী ও পরে মুখ্যমন্ত্রী হিসাবে পাঁচ দশকেরও বেশি সময় ধরে তাঁর বিস্তৃত অভিজ্ঞতা একটি চিহ্ন রেখে গেল । তাঁর সরলতা, বাংলা সাহিত্যে অবদান ও সমাজসেবার অঙ্গীকার ছিল লক্ষণীয় । তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আমার আন্তরিক সমবেদনা । ওম শান্তি ।’’