কলকাতা, 25 জুলাই: এবার খাস কলকাতায় হানা বিহারের গ্যাংয়ের । মূলত তারা অ্যাপ নির্ভর ক্যাব চুরি করে, জিপিএস নিস্ক্রিয় করে দিয়ে গাড়িগুলি চোরাবাজারে বেচে দিত । গত কয়েকমাস ধরেই শহরের বিভিন্ন থানায় এই অভিযোগ আসছিল । মূলত রিজেন্ট পার্ক থানা, নেতাজি নগর থানা, কসবা থানায় এই প্রকারের অ্যাপ-নির্ভর ক্যাব চুরির ঘটনায় একাধিক অভিযোগ দায়ের হয় ।
তার তদন্তে নেমে এবার বাংলা-বিহার সীমান্ত থেকে চুরি হওয়া একটি ক্যাব উদ্ধার করেন তদন্তকারীরা । তবে এই ঘটনায় মূল অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিশ । মূলত থানাগুলির পাশাপাশি এই ঘটনার সমান্তরাল তদন্ত চালাচ্ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের পুলিশ আধিকারিকরাও ।
কলকাতা পুলিশ সূত্রে খবর, সম্প্রতি নেতাজি নগর থানায় যে গাড়ি চুরির মামলাটি হয়, তার তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে মূলত এই গ্যাং শহরের অনলাইন ক্যাবগুলিকে মোটা টাকার লোভ দেখিয়ে ভিনরাজ্য থেকে বুক করত ৷ পরে একটি নির্জন জায়গায় গাড়িগুলি নিয়ে গিয়ে সেখানে গাড়ির জিপিএস সিস্টেম নিষ্ক্রিয় করে সেই গাড়িগুলিকে বর্ডারের কাছে নিয়ে গিয়ে চোরাবাজারে বিক্রি করে দিত ৷
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ চারজনকে গ্রেফতার করে ৷ তাদের গ্রেফতার করে পুলিশ জানতে পারে যে এই ঘটনায় মাস্টারমাইন্ড এখনও পলাতক ৷ সে বিহারে পালিয়ে গিয়েছে ৷ পুলিশ আরও জানতে পারে, সম্প্রতি নেতাজি নগর থেকে একটি গাড়ি বিহারের দিকে নিয়ে যায় তারা । এরপরই বাংলা-বিহার সীমান্ত থেকে উদ্ধার হয় চুরি হওয়া গাড়িটি । সেটিকে ইতিমধ্যেই কলকাতায় আনা হয়েছে । এই ঘটনায় ইতিমধ্যেই বিহার এবং উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা ।