ETV Bharat / state

বৃষ্টির হাত থেকে রক্ষা করতে ত্রিপল দিয়ে খড়ের ঘর ঢেকে দিল পুলিশ - JHARGRAM POLICE - JHARGRAM POLICE

JHARGRAM POLICE: পুলিশকে দেখা গেল অন্য ভূমিকায় ৷ বৃষ্টির হাত থেকে রক্ষা করতে ত্রিপল দিয়ে খড়ের ঘর মেরামত করে দিল লালগড় থানার পুলিশ ৷ পুলিশের এই ভূমিকায় স্বভাবতই খুশি গ্রামবাসীরা ৷

JHARGRAM POLICE
ঘর মেরামত করে দিল পুলিশ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 6:50 AM IST

ঝাড়গ্রাম, 26 অগস্ট: বৃষ্টি হলে জল পড়ছিল ঘরের মধ্যে। বাড়িতে থাকা কার্যত শোচনীয় হয়ে উঠেছিল পরিবারের সদস্যদের। সমস্যার সমাধানে এগিয়ে এল লালগড় থানার পুলিশ। খড়ের চালার উপর চড়ল ত্রিপলের ছাউনি ৷ আর সেই ছাউনি দিতে দেখা গেল খোদ থানার আইসি থেকে শুরু করে সাব ইন্সপেক্টর, এএসআই, কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ারদের।

ঘর মেরামত করে দিল পুলিশ (ইটিভি ভারত)

রবিবার লালগড় থানার অন্তর্গত পুর্নাপানি গ্রামে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে লালগড় থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় জনসংযোগ কর্মসূচি। ঝাড়গ্রাম জেলা পুলিশ পরিচালিত দিশা কোচিং সেন্টারের 100 জন ছাত্রছাত্রীর হাতে পড়াশুনার সামগ্রী এবং এলাকার মানুষকে মশাবাহিত রোগের হাত থেকে সুরক্ষিত রাখতে 400টি মশারি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস। জনসংযোগ কর্মসূচির শেষে ত্রিপল নিয়ে দুঃস্থ মানুষগুলির বাড়িতে হাজির হয় লালগড় থানার পুলিশ। সঙ্গে ছিলেন খোদ থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায়-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ৷ পুর্নাপানি গ্রামের যে সমস্ত ব্যক্তির বাড়ির ঘরের চাল থেকে জল পড়ত তাদের বাড়ির ছাউনি পুলিশ নতুন ত্রিপল দিয়ে ঠিক করে দেয়।

এছাড়াও, বেশ কিছু লোকের হাতে তাঁদের বাড়ি গিয়ে ত্রিপল তুলে দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগ দেখে খুশি এলাকার মানুষ। লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায় বলেন, "ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে লালগড় থানার পুলিশ প্রতিনিয়ত সামাজিক কাজ করে চলেছে। পুর্নাপানি এলাকার যে সমস্ত মানুষজনের বাড়ির অবস্থা বেহাল দশা ছিল সেগুলিকে আমরা চিহ্নিত করে নিজেরাই সংস্কার করে দিয়েছি। আবার অনেকের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়েছে ৷" ভগ্নপ্রায় বাড়ি পুলিশ নিজের উদ্যোগে ত্রিপল দিয়ে মেরামত করে দেয়। বাড়িতে আর জল পড়বে না ৷ তাই এবার মুখে হাসি পুর্নাপানি গ্রামের বাসিন্দা বিকাশ শবরের। বিকাশ বলেন, "বৃষ্টি হলে জল পড়ত ঘরের মধ্যে। থাকতে খুবই অসুবিধা হচ্ছিল । আজ দেখলাম পুলিশ এসে নিজেই আমার বাড়িটি ত্রিপল দিয়ে ঠিক করে দিয়েছে। এবার আর জল পড়বে না ৷ আমি অনেক খুশি ৷"

ঝাড়গ্রাম, 26 অগস্ট: বৃষ্টি হলে জল পড়ছিল ঘরের মধ্যে। বাড়িতে থাকা কার্যত শোচনীয় হয়ে উঠেছিল পরিবারের সদস্যদের। সমস্যার সমাধানে এগিয়ে এল লালগড় থানার পুলিশ। খড়ের চালার উপর চড়ল ত্রিপলের ছাউনি ৷ আর সেই ছাউনি দিতে দেখা গেল খোদ থানার আইসি থেকে শুরু করে সাব ইন্সপেক্টর, এএসআই, কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ারদের।

ঘর মেরামত করে দিল পুলিশ (ইটিভি ভারত)

রবিবার লালগড় থানার অন্তর্গত পুর্নাপানি গ্রামে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে লালগড় থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় জনসংযোগ কর্মসূচি। ঝাড়গ্রাম জেলা পুলিশ পরিচালিত দিশা কোচিং সেন্টারের 100 জন ছাত্রছাত্রীর হাতে পড়াশুনার সামগ্রী এবং এলাকার মানুষকে মশাবাহিত রোগের হাত থেকে সুরক্ষিত রাখতে 400টি মশারি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস। জনসংযোগ কর্মসূচির শেষে ত্রিপল নিয়ে দুঃস্থ মানুষগুলির বাড়িতে হাজির হয় লালগড় থানার পুলিশ। সঙ্গে ছিলেন খোদ থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায়-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ৷ পুর্নাপানি গ্রামের যে সমস্ত ব্যক্তির বাড়ির ঘরের চাল থেকে জল পড়ত তাদের বাড়ির ছাউনি পুলিশ নতুন ত্রিপল দিয়ে ঠিক করে দেয়।

এছাড়াও, বেশ কিছু লোকের হাতে তাঁদের বাড়ি গিয়ে ত্রিপল তুলে দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগ দেখে খুশি এলাকার মানুষ। লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায় বলেন, "ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে লালগড় থানার পুলিশ প্রতিনিয়ত সামাজিক কাজ করে চলেছে। পুর্নাপানি এলাকার যে সমস্ত মানুষজনের বাড়ির অবস্থা বেহাল দশা ছিল সেগুলিকে আমরা চিহ্নিত করে নিজেরাই সংস্কার করে দিয়েছি। আবার অনেকের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়েছে ৷" ভগ্নপ্রায় বাড়ি পুলিশ নিজের উদ্যোগে ত্রিপল দিয়ে মেরামত করে দেয়। বাড়িতে আর জল পড়বে না ৷ তাই এবার মুখে হাসি পুর্নাপানি গ্রামের বাসিন্দা বিকাশ শবরের। বিকাশ বলেন, "বৃষ্টি হলে জল পড়ত ঘরের মধ্যে। থাকতে খুবই অসুবিধা হচ্ছিল । আজ দেখলাম পুলিশ এসে নিজেই আমার বাড়িটি ত্রিপল দিয়ে ঠিক করে দিয়েছে। এবার আর জল পড়বে না ৷ আমি অনেক খুশি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.