হাওড়া, 22 এপ্রিল: ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ৷ সোমবার হাওড়ার দাশনগর এলাকার ঘটনার ৷ মৃতের নাম রাজকুমার রাম (55) ৷ নির্বাচনী আবহে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷ ওই ব্যক্তি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা এখনও জানা যায়নি ৷
মৃতের পরিবার সূত্রে খবর, ওই ব্যক্তি পেশায় ভ্যান চালক ছিলেন । রবিবার এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন স্থানীয় একটি ক্যাটারিং-এর বাসনপত্র পৌঁছে দিতে ৷ দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও রাতে বাড়ি ফেরেননি তিনি ৷ এরপরই সোমবার ভোর রাতে স্থনীয়দের মারফত স্বামীর মৃত্যুর খবর পান নিহতের স্ত্রী । বিরাজময়ী রোড এলাকায় একটি ক্লাবের পাশে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখন স্থানীয়রা ৷ এলাকাবাসীদের সঙ্গে নিয়েই ঘটনাস্থলে যান মৃতের পরিবারের লোকজন ৷ মৃতের পরিবারের লোকজনই দেহটি শনাক্ত করেন ৷ খবর দেওয়া হয় দাশনগর থানার পুলিশকেও ৷
খবর পেয়েই ঘটনাস্থলে আসে দাশনগর থানার পুলিশ ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে সন্তোষজনক কোনও তথ্য না পাওয়ায় একটি অস্বাভাবিক মৃ্তুর মামলা রুজু করেছে ৷ তবে ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে ৷ প্রাথমিকভাবে পুলিশরে অনুমান, এটি খুনের ঘটনা হতে পারে ৷ পাশিপাশি, নিহত ব্যক্তির কারও সঙ্গে কোনও শত্রুতা থাকতে পারে, যার জেরেই এই খুন হয়ে থাকতে পারে বলেও মনে করছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা ৷ সেই মতোই ঘটনার তদন্তে শুরু করেছে দাশনগর থানার পুলিশ ৷
আরও পড়ুন: