কলকাতা, 28 অগস্ট: ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের দিন সরাসরি কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছ। তাঁরা উর্দি পরে কলকাতার সেন্ট্রাল মেট্রো স্টেশনের বাইরে হাতে হকিস্টিক নিয়ে বেশ কয়েকজনকে মারধর করছেন বলে অভিযোগ । এর পরেই গোটা ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়। পরে প্রশ্ন উঠতে থাকে কলকাতা পুলিশ কর্মীরা কীভাবে হাতে হকি স্টিক নিয়ে পড়ো তো অবস্থায় থাকতে পারেন ? কীভাবে হকি স্টিক দিয়ে পুলিশের পোশাক পড়ে কয়েকজনকে মারতে পারেন ?
এই বিষয় কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, "এই প্রকারের ঘটনার কথা জানার পর আমি নিজে সেন্ট্রাল মেট্রো স্টেশনে যাই। যে কয়েকজন রক্তাক্ত অবস্থায় পড়েছিল তাঁদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। পরে সেখানকার লোকজনকে আমি নিজে অনুরোধ করি যে, অভিযোগ দায়ের করতে। তবে কোনও জায়গা থেকে এখনও পর্যন্ত কোনও রকমের অভিযোগ জমা পড়েনি। এই ঘটনায় ইতিমধ্যেই সেন্ট্রাল মেট্রো স্টেশন মাস্টারের কাছ থেকে কলকাতা পুলিশের তরফ থেকে সেই দিন এবং সেই মুহূর্তের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাওয়া হয়েছে।"
লালবাজার সূত্রের খবর, পুলিশের হাতে হকিস্টিক থাকার বিষয়টি সত্যি হয়, সে ক্ষেত্রে যাবতীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও মনে করছে পুলিশ। এদিন বনধের দিন বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। বিজেপির ডাকা বাংলা বনধের দিন আড়াই হাজার পুলিশ কর্মী মোতায়ন ছিল বলেও জানান ইন্দিরা মুখোপাধ্যায়।
রাজ্যে বিজেপির তরফে 12 ঘণ্টার বাংলা বনধে দেখা গিয়েছে মিশ্র প্রভাব ৷ কোথাও কর্মব্যস্ত দিন দেখা গিয়েছে, তো কোথাও আবার দোকানপাট বন্ধ রেখে বিজেপির বনধকে সফল করার ছবিও ধরা পড়েছে ৷ আবার কোথাও বনধ সফল করতে নেমে পুলিশ ও শাসকদলের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বিজেপির নেতা-কর্মীরা ৷ রাজ্যের দক্ষিণ প্রান্তে সব মিলিয়ে বুধবারের বনধ ছিল ঘটনাবহুল ৷