ETV Bharat / state

চোর সন্দেহে থানায় গৃহবধূকে অকথ্য অত্যাচার, সাসপেন্ড পুলিশ আধিকারিক; বিক্ষোভ গ্রামবাসীর

Police allegedly tortures housewife: পুলিশ আধিকারিকের ব্রেসলেট চুরি যাওয়ার ঘটনায় এক নাবালক পড়ুয়াকে সন্দেহ করেন তিনি ৷ এরপর তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে থানায় বেধড়ক মারধর করেন বলে অভিযোগ ৷ এছাড়া ওই নির্যাতিতার উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন বলেও অভিযোগ উঠেছে ৷

ETV Bharat
থানায় বিক্ষোভ গ্রামবাসীদের
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 7:00 AM IST

সন্দেহের বশে গৃহবধূকে থানায় নিয়ে গিয়ে তাঁর উপর অকথ্য অত্যাচারের অভিযোগ উঠল পুলিশ আধিকারিকের বিরুদ্ধে

খানাকুল, 24 ফ্রেব্রুয়ারি: চুরির অপবাদে থানায় তুলে নিয়ে গিয়ে গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ৷ শুধু মারধরই নয়, চোখের তলায়, শরীরের গোপনাঙ্গে লঙ্কা ঘষে পাশবিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ ৷ বর্তমানে নির্যাতিতা আরামবাগে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ অভিযোগ পুলিশ আধিকারিক তুষার মণ্ডলের বিরুদ্ধে ৷ অভিযুক্ত পুলিশকে সাসপেন্ড করেছে পুলিশ প্রশাসন ৷

ঘটনাটি হুগলির খানাকুলের মালঞ্চ এলাকার ৷ ঘটনার জেরে শুক্রবার বিকেলে ওই ফাঁড়ির সামনে থেকে বিক্ষোভ মিছিল করে গ্রামবাসীরা ৷ পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা করে খানাকুল থানার সামনে বিক্ষোভ দেখায় বামেরা ৷ এদিকে ঘটনার জেরে গৃহবধূর মায়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে ৷ এর সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে ৷ এছাড়া আর কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাও তদন্ত করে দেখা হচ্ছে, জানিয়েছেন হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিস সেন ৷ একজন পুরুষ পুলিশ আধিকারিক হয়ে কীভাবে এক মহিলার উপর অত্যাচার চালালেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে এলাকায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খানাকুলের চিংড়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ এলাকায় খানাকুল থানার পুলিশ ফাঁড়ির পাশেই একটি প্রাইমারি স্কুল আছে ৷ সেই স্কুলেরই ছাত্র ওই নির্যাতিত গৃহবধূর নাবালক ছেলে ৷ কয়েকদিন আগে ফাঁড়ির বড়বাবু তুষার মণ্ডলের একটি সোনার ব্রেসলেট হারিয়ে যায় ৷ আর সেই ঘটনায় ওই পুলিশ আধিকারিক নির্যাতিতা গৃহবধূর শিশুসন্তানকে সন্দেহ করেন ৷ অভিযোগ, এরপরই ব্রেসলেট ফিরিয়ে দেওয়ার জন্য বারবার ওই গৃহবধূকে চাপ দিচ্ছিলেন পুলিশ আধিকারিক তুষার মণ্ডল ৷ ওই গৃহবধূ পরিষ্কার জানিয়ে দেন, তিনি কোনও গয়না পাননি ৷

তুষার মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, গৃহবধূর কোনও কথাই শোনেননি ওই পুলিশ আধিকারিক ৷ এরপর বুধবার বিকেল তিনটের সময়ে তাঁকে তুলে নিয়ে যান তুষার মণ্ডল ৷ প্রায় 11 ঘণ্টা পর অর্থাৎ রাত 2 টোর সময় অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে যায় ৷ এর সঙ্গে চিকিৎসা করানোর জন্য ওই গৃহবধূর আঁচলে এক হাজার টাকা বেঁধে দিয়ে বলেন, "কেউ যেন না জানতে পারে ৷" পরিবার পরিজনের অভিযোগ, মিথ্যা অভিযোগ দিয়ে একজন পুরুষ পুলিশ কর্মী কী ভাবে একজন মহিলাকে তুলে নিয়ে যায় ? শারীরিক অত্যাচার করে কী করে ?

এরপর গতকাল রাতে ওই নির্যাতিতাকে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় আরামবাগে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷
নির্যাতিতা বলেন, "আমি কিছুই জানি না ৷ কে ওনার ব্রেসলেট কুড়িয়ে পেয়েছে ? বারবার বলা সত্বেও তিনি আমাকে ছাড়েননি ৷ প্রচুর মারধর করেন। এর পর আমি আর কিছু জানি না ৷ আমার কোনও জ্ঞান ছিল না ৷ জ্ঞান ফিরে দেখি আমি নার্সিংহোমে ৷" তাঁরই আত্মীয় সমর বাগ ও কাকলি ধারা বলেন, "যেভাবে মারা হয়েছে, তা ভাষায় বলা যাবে না ৷" ঘটনা প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. 9 বছরের নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী যুবক
  2. সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়, শিবু-উত্তমদের বিরুদ্ধে গণধর্ষণ-খুনের চেষ্টার ধারা
  3. সন্দেশখালিতে নির্যাতিতা মহিলাদের বয়ান নেওয়া আইপিএস পাপিয়াকে অতিরিক্ত দায়িত্ব নবান্নের

সন্দেহের বশে গৃহবধূকে থানায় নিয়ে গিয়ে তাঁর উপর অকথ্য অত্যাচারের অভিযোগ উঠল পুলিশ আধিকারিকের বিরুদ্ধে

খানাকুল, 24 ফ্রেব্রুয়ারি: চুরির অপবাদে থানায় তুলে নিয়ে গিয়ে গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ৷ শুধু মারধরই নয়, চোখের তলায়, শরীরের গোপনাঙ্গে লঙ্কা ঘষে পাশবিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ ৷ বর্তমানে নির্যাতিতা আরামবাগে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ অভিযোগ পুলিশ আধিকারিক তুষার মণ্ডলের বিরুদ্ধে ৷ অভিযুক্ত পুলিশকে সাসপেন্ড করেছে পুলিশ প্রশাসন ৷

ঘটনাটি হুগলির খানাকুলের মালঞ্চ এলাকার ৷ ঘটনার জেরে শুক্রবার বিকেলে ওই ফাঁড়ির সামনে থেকে বিক্ষোভ মিছিল করে গ্রামবাসীরা ৷ পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা করে খানাকুল থানার সামনে বিক্ষোভ দেখায় বামেরা ৷ এদিকে ঘটনার জেরে গৃহবধূর মায়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে ৷ এর সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে ৷ এছাড়া আর কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাও তদন্ত করে দেখা হচ্ছে, জানিয়েছেন হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিস সেন ৷ একজন পুরুষ পুলিশ আধিকারিক হয়ে কীভাবে এক মহিলার উপর অত্যাচার চালালেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে এলাকায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খানাকুলের চিংড়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ এলাকায় খানাকুল থানার পুলিশ ফাঁড়ির পাশেই একটি প্রাইমারি স্কুল আছে ৷ সেই স্কুলেরই ছাত্র ওই নির্যাতিত গৃহবধূর নাবালক ছেলে ৷ কয়েকদিন আগে ফাঁড়ির বড়বাবু তুষার মণ্ডলের একটি সোনার ব্রেসলেট হারিয়ে যায় ৷ আর সেই ঘটনায় ওই পুলিশ আধিকারিক নির্যাতিতা গৃহবধূর শিশুসন্তানকে সন্দেহ করেন ৷ অভিযোগ, এরপরই ব্রেসলেট ফিরিয়ে দেওয়ার জন্য বারবার ওই গৃহবধূকে চাপ দিচ্ছিলেন পুলিশ আধিকারিক তুষার মণ্ডল ৷ ওই গৃহবধূ পরিষ্কার জানিয়ে দেন, তিনি কোনও গয়না পাননি ৷

তুষার মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, গৃহবধূর কোনও কথাই শোনেননি ওই পুলিশ আধিকারিক ৷ এরপর বুধবার বিকেল তিনটের সময়ে তাঁকে তুলে নিয়ে যান তুষার মণ্ডল ৷ প্রায় 11 ঘণ্টা পর অর্থাৎ রাত 2 টোর সময় অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে যায় ৷ এর সঙ্গে চিকিৎসা করানোর জন্য ওই গৃহবধূর আঁচলে এক হাজার টাকা বেঁধে দিয়ে বলেন, "কেউ যেন না জানতে পারে ৷" পরিবার পরিজনের অভিযোগ, মিথ্যা অভিযোগ দিয়ে একজন পুরুষ পুলিশ কর্মী কী ভাবে একজন মহিলাকে তুলে নিয়ে যায় ? শারীরিক অত্যাচার করে কী করে ?

এরপর গতকাল রাতে ওই নির্যাতিতাকে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় আরামবাগে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷
নির্যাতিতা বলেন, "আমি কিছুই জানি না ৷ কে ওনার ব্রেসলেট কুড়িয়ে পেয়েছে ? বারবার বলা সত্বেও তিনি আমাকে ছাড়েননি ৷ প্রচুর মারধর করেন। এর পর আমি আর কিছু জানি না ৷ আমার কোনও জ্ঞান ছিল না ৷ জ্ঞান ফিরে দেখি আমি নার্সিংহোমে ৷" তাঁরই আত্মীয় সমর বাগ ও কাকলি ধারা বলেন, "যেভাবে মারা হয়েছে, তা ভাষায় বলা যাবে না ৷" ঘটনা প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. 9 বছরের নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী যুবক
  2. সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়, শিবু-উত্তমদের বিরুদ্ধে গণধর্ষণ-খুনের চেষ্টার ধারা
  3. সন্দেশখালিতে নির্যাতিতা মহিলাদের বয়ান নেওয়া আইপিএস পাপিয়াকে অতিরিক্ত দায়িত্ব নবান্নের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.