মালদা, 17 ডিসেম্বর: প্রশাসনের কাছে তাঁরা ‘জল চোর’ ৷ অভিযোগ, সরকারি পাইপ লাইন ফুটো করে নিজেদের বাড়িতে আর্সেনিকমুক্ত পানীয় জলের সংযোগ করেছেন তাঁরা ৷ ইংরেজবাজারের সাট্টারি, নয়াটোলা-সহ আশেপাশের গ্রামের এমন 50 জন গ্রামবাসীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 326/এ ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে মামলার নোটিশ গ্রামবাসীদের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে ৷
এই ধারায় অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে ৷ তাই নোটিশ পেয়েই ভয়ে কাঁটা সবাই ৷ তাঁদের দাবি, তাঁরা জল জীবন মিশনে নিজেদের সমস্ত নথিপত্র জমা দিয়েই পানীয় জলের সংযোগ পেয়েছেন ৷ তাঁরা কেউ জল চুরি করেননি ৷
সাট্টারি গ্রামের নতুন পাড়ার বাসিন্দা আমিন মোমিন বলছেন, “দু’বছর আগে প্রশাসনের তরফে আমাদের কাছে আধার কার্ডের জেরক্স আর মোবাইল নম্বর নেওয়া হয় ৷ বলা হয়েছিল, জল জীবন মিশনে আমাদের বাড়িতে প্লাস্টিকের পাইপে পানীয় জলের সংযোগ দেওয়া হবে ৷ সেই পাইপ লাইনের সংযোগ দেওয়া হলেও আমরা ঠিকমতো জল পাচ্ছি না ৷ অথচ এর জন্য আমাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ৷ আমরা নাকি জল চুরি করেছি ৷’’
তিনি আরও বলেন, ‘‘সরকার কালো পাইপ লাইনের সংযোগ আমাদের বাড়িতে দিয়েছিল, এখন তারাই বলছে আমরা নাকি জল চোর ৷ শুধুমাত্র আমার পাড়ায় 40-50 জনের বিরুদ্ধে মামলা হয়েছে ৷ আতঙ্কে আমাদের ঘুম আসছে না ৷ আমরা সবাই গরিব মানুষ ৷ সবাই স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে যাচ্ছে ৷ আজ পর্যন্ত আমাদের নাম পুলিশের খাতায় ওঠেনি ৷ এই প্রথম উঠল ৷”
ওই গ্রামের আরেক বাসিন্দা মোজাম্মেল মিয়াঁর কথায়, “সরকারি প্রকল্পে বিনাপয়সায় জল পাওয়া যায় ৷ জল জীবন মিশনও সরকারি প্রকল্প ৷ আমাদের কাছ থেকে নথিপত্র নিয়ে জলের সংযোগ দেওয়া হয়েছে ৷ এখন আমাদের বিরুদ্ধে 326/এ ধারায় চুরির মামলা রুজু করা হয়েছে ৷ এসব কোন ধরনের রসিকতা জানি না ৷”
এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য ঔরঙ্গজেব হোসেন বলেন, “কয়েকদিন আগে আমাদের পাড়ার কিছু মানুষের নামে পুলিশ নোটিশ আসে ৷ আমি দেখি, গ্রামবাসীদের বিরুদ্ধে জল চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ৷ আমি জিজ্ঞেস করলে সবাই জানায়, তারা কেউ চুরি করে জল নেয়নি ৷’’
তিনি আরও বলেন, ‘‘জল জীবন মিশনে সরকারের তরফেই গ্রামবাসীদের বাড়িতে কালো প্লাস্টিক পাইপে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল ৷ সেই সময় গ্রামবাসীদের কাছ থেকে আধার কার্ডের জেরক্স আর মোবাইল ফোন নম্বর নেওয়া হয়েছিল ৷ কিন্তু সরকারের তরফে কোনও কাগজপত্র দেওয়া হয়নি ৷ এখন 40-50 জনের বিরুদ্ধে জল চুরির মামলা রুজু হয়েছে ৷’’
ঔরঙ্গজেব হোসেন আরও বলেন, ‘‘এনিয়ে পিএইচই-এর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে থানায় আমাদের আলোচনা হয় ৷ তিনি জানিয়েছেন, এক্ষেত্রে তাঁদের কোনও ভুল হয়ে থাকলে তাঁরা মামলা প্রত্যাহার করে নেবেন ৷ কিন্তু কেউ সত্যিই জল চুরি করে থাকলে তাঁরা আইনানুগ ব্যবস্থা নেবেন ৷ গ্রামের কেউ চুরি করে জল নিয়েছে, এমন ঘটনা আমার নজরে আসেনি ৷”
পিএইচই (আর্সেনিক)-এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রমিতকুমার দত্তের বক্তব্য, “আমাদের সাপোর্ট এজেন্সি গ্রামে গ্রামে গিয়ে জল চুরির ঘটনার তদন্ত করেছে ৷ তাদের জমা করা রিপোর্টের ভিত্তিতে আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি ৷ পুলিশ এই ঘটনার তদন্ত করবে ৷ যদি অবৈধ সংযোগের প্রমাণ মেলে, তবে সেই সংযোগ কেটে দেওয়া হবে বা উপযুক্ত পদক্ষেপ করা হবে ৷ কেউ যদি পাইপ লাইন ফুটো করে জলের সংযোগ না নিয়ে থাকেন, তবে তাঁর কোনও ভয় নেই ৷”
কেন্দ্রের জল জীবন মিশনে 2024 সালের মধ্যে প্রতিটি বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে জনস্বাস্থ্য কারিগরি দফতর ৷ ইতিমধ্যে মালদা জেলার 80 শতাংশের বেশি বাড়িতে পানীয় জলের সংযোগ করা হয়েছে বলে দফতর সূত্রে খবর ৷ কিন্তু তবু বেশ কিছু মানুষ পিএইচই-এর পাইপ লাইন ফুটো করে নিজেদের বাড়িতে পানীয় জলের অবৈধ সংযোগ করেছেন৷ মালদা জেলার বিভিন্ন জায়গায় তা নজরেও আসছে ৷
এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পিএইচই দফতরকে তিনি পদক্ষেপ করার নির্দেশও দেন ৷ তাঁর নির্দেশ পেতেই গ্রামে গ্রামে তদন্ত শুরু করেছে পিএইচই দফতরের ইমপ্লিমেন্ট সাপোর্ট এক্সপার্ট এজেন্সির লোকজন ৷ শুধুমাত্র সাট্টারি এলাকাতেই 50 জনের বিরুদ্ধে অবৈধ পানীয় জল সংযোগ করার মামলা রুজু হয়েছে ৷ গোটা জেলায় এই সংখ্যাটি 300 ছাড়িয়েছে বলে দফতরের তরফে জানা গিয়েছে ৷