ETV Bharat / state

ভিন রাজ্য থেকে গাঁজা পাচার, পুলিশের জালে দুই - Ganja Smuggling

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 9:27 AM IST

Police Bust Ganja Smuggling racket: ভিন রাজ্য থেকে বর্ধমানে গাঁজা পাচারের আগেই দু'জনকে আটক করল পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে প্রায় 60 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে ৷

ganja smuggling racket
ভিন রাজ্য থেকে গাঁজা পাচার (নিজস্ব চিত্র)

বর্ধমান, 30 অগস্ট: ভিন রাজ্য থেকে বর্ধমানে গাঁজা পাচার করার সময় পুলিশের হাতে ধরা পড়ল দুই ব্যক্তি ৷ বৃহস্পতিবার দুপুর নাগাদ বর্ধমান শহর লাগোয়া দামোদর নদের কৃষক সেতুর কাছ থেকে ওই দু'জনকে আটক করা হয় ৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে প্রায় 60 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কৃষক সেতু সংলগ্ন এলাকায় ওঁত পাতে ৷ দুপুর নাগাদ দুই ব্যক্তি বাস থেকে নামতেই তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগ পুলিশ তল্লাশি করতে শুরু করে ৷ ব্যাগ ভরতি গাঁজা পাওয়া যায়। গাঁজার পরিমাণ প্রায় 60 কেজি। পুলিশ জানতে পেরেছে, ওড়িশা থেকে বাসে করে এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল ৷ ধৃত বাপি সাউ ও ধীরেন্দ্র সাউ বীরভূমের বোলপুর এলাকার লক্ষ্মীপুরের বাসিন্দা ৷

পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, "গাঁজা পাচার করার সময় পুলিশ দু'জনকে ধরেছে ৷ তাদের বাড়ি বোলপুরের লক্ষ্মীপুর এলাকায়। তাদের সঙ্গে কোন কোন রাজ্য ও জেলার যোগাযোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে ৷"

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকায় পালসিট টোল প্লাজার কাছে বস্তা ভর্তি প্রায় 50 কেজি গাঁজা উদ্ধার করেছিল পুলিশ। এই ঘটনায় এক বৃদ্ধা-সহ চার জনকে পুলিশ গ্রেফতার করে ৷ তাদের মধ্যে দু'জনের বাড়ি বীরভূমের বোলপুরে ৷ আর বাকি দু'জন বর্ধমান শহরের বাসিন্দা ৷ পুলিশ জানতে পারে, ওড়িশা থেকে বীরভূমের দিকে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

ইদানিং ওড়িশা থেকে বাস পথে কিংবা ট্রেনে করে রাজ্যে গাঁজা পাচার চক্র বলে জানতে পারে পুলিশ ৷ ফলে পুলিশ রীতিমতো সক্রিয়। এর আগেও চলতি মাসে ওড়িশা থেকে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশ চার জনকে গ্রেফতার করে ৷ ফলে আন্তঃরাজ্য চোরাচালানের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

বর্ধমান, 30 অগস্ট: ভিন রাজ্য থেকে বর্ধমানে গাঁজা পাচার করার সময় পুলিশের হাতে ধরা পড়ল দুই ব্যক্তি ৷ বৃহস্পতিবার দুপুর নাগাদ বর্ধমান শহর লাগোয়া দামোদর নদের কৃষক সেতুর কাছ থেকে ওই দু'জনকে আটক করা হয় ৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে প্রায় 60 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কৃষক সেতু সংলগ্ন এলাকায় ওঁত পাতে ৷ দুপুর নাগাদ দুই ব্যক্তি বাস থেকে নামতেই তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগ পুলিশ তল্লাশি করতে শুরু করে ৷ ব্যাগ ভরতি গাঁজা পাওয়া যায়। গাঁজার পরিমাণ প্রায় 60 কেজি। পুলিশ জানতে পেরেছে, ওড়িশা থেকে বাসে করে এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল ৷ ধৃত বাপি সাউ ও ধীরেন্দ্র সাউ বীরভূমের বোলপুর এলাকার লক্ষ্মীপুরের বাসিন্দা ৷

পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, "গাঁজা পাচার করার সময় পুলিশ দু'জনকে ধরেছে ৷ তাদের বাড়ি বোলপুরের লক্ষ্মীপুর এলাকায়। তাদের সঙ্গে কোন কোন রাজ্য ও জেলার যোগাযোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে ৷"

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকায় পালসিট টোল প্লাজার কাছে বস্তা ভর্তি প্রায় 50 কেজি গাঁজা উদ্ধার করেছিল পুলিশ। এই ঘটনায় এক বৃদ্ধা-সহ চার জনকে পুলিশ গ্রেফতার করে ৷ তাদের মধ্যে দু'জনের বাড়ি বীরভূমের বোলপুরে ৷ আর বাকি দু'জন বর্ধমান শহরের বাসিন্দা ৷ পুলিশ জানতে পারে, ওড়িশা থেকে বীরভূমের দিকে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

ইদানিং ওড়িশা থেকে বাস পথে কিংবা ট্রেনে করে রাজ্যে গাঁজা পাচার চক্র বলে জানতে পারে পুলিশ ৷ ফলে পুলিশ রীতিমতো সক্রিয়। এর আগেও চলতি মাসে ওড়িশা থেকে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশ চার জনকে গ্রেফতার করে ৷ ফলে আন্তঃরাজ্য চোরাচালানের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.