ETV Bharat / state

সুদের ব্যবসায়ী মিঠুন চক্রবর্তী হত্যায় নয়া মোড়, বিহারে গ্রেফতার মূল পাণ্ডা

বংশীহারির ব্যবসায়ী হত্যার তদন্তে নেমে মূল অভিযুক্ত সুব্রত খানকে গ্রেফতার করল পুলিশ ৷ এর আগে গ্রেফতার হয়েছিল আরেক অভিযুক্ত স্বরূপ সরকার ৷

Police Arrest Main Accused in Businessman Murder Case
মিঠুন চক্রবর্তী হত্যায় নয়া মোড় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

বংশীহারি, 31 অক্টোবর: বংশীহারির ব্যবসায়ী হত্যা রহস্য নতুন মোড় । ঘটনায় যুক্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ । ঘটনায় আগেই এলাকার বাসিন্দা স্বরূপ সরকারকে গ্রেফতার করেছিল পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাকিদের খোঁজ করছিল । তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার মূল মাথা সুব্রত খান সম্বন্ধে জানতে পারে পুলিশ ৷

এরপর তার মোবাইল টাওয়ার লোকেশন দেখে বিহারের কাটিহার থেকে গ্রেফতার করে বংশীহারি থানার পুলিশ । তদন্তকারীরা জানিয়েছেন, 14 অক্টোবর ধুমসা দীঘি এলাকায় সুদ ব্যবসায়ী মিঠুন চক্রবর্তীকে নৃশংসভাবে খুন করে দুষ্কৃতীরা । ঘটনার পর থেকেই বিহারের কাটিহারে গা ঢাকা দিয়েছিল সে । মহকুমা আদালত তার চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে ।

ঘটনার তদন্তে নেমে বংশীহারি থানার পুলিশ স্বরূপ সরকারকে গ্রেফতার করে ৷ 6 দিনের পুলিশ রিমান্ডে থাকার পর স্বরূপ সরকারের বাড়ি থেকে উদ্ধার হয় খুন হওয়ার দিন তার কাছে থাকা অস্ত্র । এবার সুব্রত খানকে গ্রেফতার করে রহস্যভেদের আরও কাছে পৌঁছে গেল পুলিশ ৷

গঙ্গারামপুর মহকুমার অ্যাডিশনাল এসপি ইন্দ্রজিৎ সরকার জানান, বুনিয়াদপুর পুরসভার চকশাদুল্লা এলাকার ধুমশা দীঘি এলাকায় মিঠুন চক্রবর্তী নামে এক সুদ ব্যবসায়ী খুন হন । তার তদন্তে নেমে বংশীহারি থানার পুলিশ প্রথমে সরাইহাট এলাকার বাসিন্দা স্বরূপ সরকারকে গ্রেফতার করে । গতকাল বিহারের কাটিহার থেকে এই খুনের মূল পাণ্ডা সুব্রত খানকে গ্রেফতার করা হয়েছে । তাকে চারদিনের পুলিশি রিমান্ড দিয়েছে আদালত ৷

আরও পড়ুন:

বংশীহারি, 31 অক্টোবর: বংশীহারির ব্যবসায়ী হত্যা রহস্য নতুন মোড় । ঘটনায় যুক্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ । ঘটনায় আগেই এলাকার বাসিন্দা স্বরূপ সরকারকে গ্রেফতার করেছিল পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাকিদের খোঁজ করছিল । তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার মূল মাথা সুব্রত খান সম্বন্ধে জানতে পারে পুলিশ ৷

এরপর তার মোবাইল টাওয়ার লোকেশন দেখে বিহারের কাটিহার থেকে গ্রেফতার করে বংশীহারি থানার পুলিশ । তদন্তকারীরা জানিয়েছেন, 14 অক্টোবর ধুমসা দীঘি এলাকায় সুদ ব্যবসায়ী মিঠুন চক্রবর্তীকে নৃশংসভাবে খুন করে দুষ্কৃতীরা । ঘটনার পর থেকেই বিহারের কাটিহারে গা ঢাকা দিয়েছিল সে । মহকুমা আদালত তার চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে ।

ঘটনার তদন্তে নেমে বংশীহারি থানার পুলিশ স্বরূপ সরকারকে গ্রেফতার করে ৷ 6 দিনের পুলিশ রিমান্ডে থাকার পর স্বরূপ সরকারের বাড়ি থেকে উদ্ধার হয় খুন হওয়ার দিন তার কাছে থাকা অস্ত্র । এবার সুব্রত খানকে গ্রেফতার করে রহস্যভেদের আরও কাছে পৌঁছে গেল পুলিশ ৷

গঙ্গারামপুর মহকুমার অ্যাডিশনাল এসপি ইন্দ্রজিৎ সরকার জানান, বুনিয়াদপুর পুরসভার চকশাদুল্লা এলাকার ধুমশা দীঘি এলাকায় মিঠুন চক্রবর্তী নামে এক সুদ ব্যবসায়ী খুন হন । তার তদন্তে নেমে বংশীহারি থানার পুলিশ প্রথমে সরাইহাট এলাকার বাসিন্দা স্বরূপ সরকারকে গ্রেফতার করে । গতকাল বিহারের কাটিহার থেকে এই খুনের মূল পাণ্ডা সুব্রত খানকে গ্রেফতার করা হয়েছে । তাকে চারদিনের পুলিশি রিমান্ড দিয়েছে আদালত ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.