ETV Bharat / state

আবারও বিতর্ক! মাদক-সহ গ্রেফতার সিভিক ভলান্টিয়ার - Civic Volunteer Arrested - CIVIC VOLUNTEER ARRESTED

Police Arrest Civic Volunteer: জলপাইগুড়ি জেলা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হল। তাঁর কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুুলিশের সুপার।

Police Arrest Civic Volunteer
গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 10:34 PM IST

Updated : Aug 29, 2024, 10:49 PM IST

জলপাইগুড়ি, 29 অগস্ট: মাদক-সহ গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার। শহর সংলগ্ন এলাকা থেকে জলপাইগুড়ি জেলা পুলিশের এই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম কিশোর রায়। তাঁর বাড়ি বানারহাটের কলাবাড়িতে। মাদক-সহ সিভিক ভলেন্টিয়ারের গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জেলায় ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার জলপাইগুড়ির পাহাড়পুর বালাপাড়া এলাকায় এক যুবক স্থানীয় একটি ক্লাবের পাশে দাঁড়িয়ে ধূমপান করছিলেন । যুবকের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয় । তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর স্থানীয়রা জানতে পারেন তিনি আদতে সিভিক ভলেন্টিয়ার। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তিনি জজলপাইগুড়ি ষ্টেশন এলাকা থেকে মাদক কিনে বানারহাট যাচ্ছিলেন। এরপর কোতোয়ালি থানার পুলিশকে খবর দেওয়া হয় । সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে মাদক উদ্ধার হয়। কোতোয়ালি থানার পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে বলেন, "বানারহাটের এক সিভিক ভলেন্টিয়ারকে আমরা ধরেছি । তাঁর কাছ থেকে কিছু মাত্রায় মাদক পাওয়া গিয়েছে। এখন সিভিক হিসেবে কর্মরত ছিল না। তাঁকে কাজ থেকে অব্যাহতি দিয়ে রাখা হয়েছে । আমরা ঘটনার তদন্ত করে দেখছি । তিনি কোথা থেকে মাদক পেলেন আর তা কোথায় নিয়ে যাচ্ছিলেন সেটা খতিয়ে দেখা হচ্ছে ।

স্থানীয় পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত সদস্য বিকাশ বসাক বলেন, "মাদক-সহ এক সিভিককে বালাপাড়া এলাকায় সাধারণ মানুষ ধরেছে। জিজ্ঞাসাবাদ করার পর আমাদেরকে সিভিক ভলেন্টিয়ার পরিচয় দিয়েছে ধৃত যুবকটি। তিনি বানারহাট থানায় কর্মরত বলে দাবি করে। আমরা ছেলেটিকে পুলিশের হাতে তুলে দিয়েছি।

এদিকে পুজোর আগেই এবার অবসরকালীন ভাতা বাড়ল সিভিক পুলিশ ও ভিলেজে পুলিশের । 60 বছর পেরলে এতদিন পর্যন্ত অবসরকালীন ভাতা হিসাবে এককালীন 3 লক্ষ টাকা পেতেন এই সিভিক পুলিশ বা ভিলেজ পুলিশরা ৷ এবার সেই ভাতাই একধাক্কায় বেড়ে হল 5 লক্ষ টাকা । সিভিকদের এই ভাতা বৃদ্ধির কথা অর্থ দফতর এবং স্বরাষ্ট্র দফতর থেকে মার্চিং অর্ডার জারি করে বলা হয়েছে ৷ ফলে পুজোর আগে তাঁদের জন্য একটা বড় সুখবর দিল রাজ্য সরকার ৷

জলপাইগুড়ি, 29 অগস্ট: মাদক-সহ গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার। শহর সংলগ্ন এলাকা থেকে জলপাইগুড়ি জেলা পুলিশের এই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম কিশোর রায়। তাঁর বাড়ি বানারহাটের কলাবাড়িতে। মাদক-সহ সিভিক ভলেন্টিয়ারের গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জেলায় ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার জলপাইগুড়ির পাহাড়পুর বালাপাড়া এলাকায় এক যুবক স্থানীয় একটি ক্লাবের পাশে দাঁড়িয়ে ধূমপান করছিলেন । যুবকের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয় । তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর স্থানীয়রা জানতে পারেন তিনি আদতে সিভিক ভলেন্টিয়ার। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তিনি জজলপাইগুড়ি ষ্টেশন এলাকা থেকে মাদক কিনে বানারহাট যাচ্ছিলেন। এরপর কোতোয়ালি থানার পুলিশকে খবর দেওয়া হয় । সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে মাদক উদ্ধার হয়। কোতোয়ালি থানার পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে বলেন, "বানারহাটের এক সিভিক ভলেন্টিয়ারকে আমরা ধরেছি । তাঁর কাছ থেকে কিছু মাত্রায় মাদক পাওয়া গিয়েছে। এখন সিভিক হিসেবে কর্মরত ছিল না। তাঁকে কাজ থেকে অব্যাহতি দিয়ে রাখা হয়েছে । আমরা ঘটনার তদন্ত করে দেখছি । তিনি কোথা থেকে মাদক পেলেন আর তা কোথায় নিয়ে যাচ্ছিলেন সেটা খতিয়ে দেখা হচ্ছে ।

স্থানীয় পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত সদস্য বিকাশ বসাক বলেন, "মাদক-সহ এক সিভিককে বালাপাড়া এলাকায় সাধারণ মানুষ ধরেছে। জিজ্ঞাসাবাদ করার পর আমাদেরকে সিভিক ভলেন্টিয়ার পরিচয় দিয়েছে ধৃত যুবকটি। তিনি বানারহাট থানায় কর্মরত বলে দাবি করে। আমরা ছেলেটিকে পুলিশের হাতে তুলে দিয়েছি।

এদিকে পুজোর আগেই এবার অবসরকালীন ভাতা বাড়ল সিভিক পুলিশ ও ভিলেজে পুলিশের । 60 বছর পেরলে এতদিন পর্যন্ত অবসরকালীন ভাতা হিসাবে এককালীন 3 লক্ষ টাকা পেতেন এই সিভিক পুলিশ বা ভিলেজ পুলিশরা ৷ এবার সেই ভাতাই একধাক্কায় বেড়ে হল 5 লক্ষ টাকা । সিভিকদের এই ভাতা বৃদ্ধির কথা অর্থ দফতর এবং স্বরাষ্ট্র দফতর থেকে মার্চিং অর্ডার জারি করে বলা হয়েছে ৷ ফলে পুজোর আগে তাঁদের জন্য একটা বড় সুখবর দিল রাজ্য সরকার ৷

Last Updated : Aug 29, 2024, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.