ETV Bharat / state

দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে, বাংলার বিজেপি কর্মীদের বার্তা প্রধানমন্ত্রীর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Narendra Modi: নমো অ্যাপের মাধ্যমে বাংলার বিজেপি কর্মকর্তাদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী ৷ কর্মীদের মনোবল বাড়ানোই ছিল বুধবার বৈঠকের লক্ষ্য। ৷ এই বৈঠকেই মন্ত্রী আশ্বাস দেন দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার লডাই চালিয়ে যাচ্ছে ৷

Mamo App
নমো অ্যাপের মাধ্যমে বৈঠকে প্রধানমন্ত্রীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 10:44 PM IST

কলকাতা, 3 এপ্রিল: কেন্দ্রীয় সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আগামিদিনেও চালিয়ে যাবে। বুধবার নামো অ্যাপের মাধ্যমে বাংলার বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকে এরকমই প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের আগে আগে বুধবার বাংলার সমস্ত বিজেপি কর্মীদের সঙ্গে নামো অ্যাপের মাধ্যমে একটি বৈঠক করেন তিনি। কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির অভিযানে নামার বার্তাও দিয়েছেন তিনি ৷

এই বৈঠকে তিনি বলেন, "যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁদের সামনে শুধু দু’টি পথ খোলা- জেল বা জামিন। সারা দেশ দেখেছে কীভাবে সন্ত্রাস এবং হিংসার সৃষ্টি করে তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের স্তব্ধ করার চেষ্টা করেছে। কিন্তু গেরুয়া শিবিরের নির্ভীক কর্মীরা শেষ পর্যন্ত লড়াই করেছেন।" তাঁর আরও দাবি, দুর্নীতিতে জড়িতরা বিজেপির বিরুদ্ধে জোট বেঁধেছে। সবসময় তাঁকে (প্রধানমন্ত্রী) লক্ষ্য করে বাজে কথা বলছে। কুৎসা করছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিজেপি। বিরোধীদের এক প্রকার হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "মোদি সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পিছিয়ে আসবে না।"

বাংলার নির্বাচনের সময় হিংসতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "নির্বাচনের সময় হিংসা বাংলার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।" পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় হিংসার ঘটনা বেশি ঘটে । নির্বাচন পরবর্তী হিংসা ও প্রাণহানির ঘটনা কম নয় ৷ তাই এবার আগে থেকে সচেষ্ট নির্বাচন কমিশন ৷ জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করার সবরকম ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন ৷ প্রধানমন্ত্রীর আরও দাবি, "প্রতিটি নির্বাচনের আগে, বিজেপিকে আটকাতে শাসক শিবির সমস্ত রকমের চেষ্টা করে। কিন্তু দেশ দেখেছে বিজেপি কর্মীরা হুমকি সত্ত্বেও কীভাবে কাজ করেছেন। দেশ এটাও দেখেছে যে কীভাবে বিজেপি কর্মীরা নির্ভয়ে বুথে রয়েছন। আমরা এবার আরও বেশি আসনে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী "

আরও পড়ুন:

  1. রাজ্যের একাধিক জায়গায় নমো নবমতদাতা সম্মেলনে পুলিশি বাধা, অভিযোগ বিজেপির
  2. 'দুর্নীতির অভিযোগ শুনে দিদির কান ঝালাপালা', কটাক্ষ আলুহওয়ালিয়ার

কলকাতা, 3 এপ্রিল: কেন্দ্রীয় সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আগামিদিনেও চালিয়ে যাবে। বুধবার নামো অ্যাপের মাধ্যমে বাংলার বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকে এরকমই প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের আগে আগে বুধবার বাংলার সমস্ত বিজেপি কর্মীদের সঙ্গে নামো অ্যাপের মাধ্যমে একটি বৈঠক করেন তিনি। কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির অভিযানে নামার বার্তাও দিয়েছেন তিনি ৷

এই বৈঠকে তিনি বলেন, "যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁদের সামনে শুধু দু’টি পথ খোলা- জেল বা জামিন। সারা দেশ দেখেছে কীভাবে সন্ত্রাস এবং হিংসার সৃষ্টি করে তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের স্তব্ধ করার চেষ্টা করেছে। কিন্তু গেরুয়া শিবিরের নির্ভীক কর্মীরা শেষ পর্যন্ত লড়াই করেছেন।" তাঁর আরও দাবি, দুর্নীতিতে জড়িতরা বিজেপির বিরুদ্ধে জোট বেঁধেছে। সবসময় তাঁকে (প্রধানমন্ত্রী) লক্ষ্য করে বাজে কথা বলছে। কুৎসা করছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিজেপি। বিরোধীদের এক প্রকার হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "মোদি সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পিছিয়ে আসবে না।"

বাংলার নির্বাচনের সময় হিংসতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "নির্বাচনের সময় হিংসা বাংলার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।" পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় হিংসার ঘটনা বেশি ঘটে । নির্বাচন পরবর্তী হিংসা ও প্রাণহানির ঘটনা কম নয় ৷ তাই এবার আগে থেকে সচেষ্ট নির্বাচন কমিশন ৷ জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করার সবরকম ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন ৷ প্রধানমন্ত্রীর আরও দাবি, "প্রতিটি নির্বাচনের আগে, বিজেপিকে আটকাতে শাসক শিবির সমস্ত রকমের চেষ্টা করে। কিন্তু দেশ দেখেছে বিজেপি কর্মীরা হুমকি সত্ত্বেও কীভাবে কাজ করেছেন। দেশ এটাও দেখেছে যে কীভাবে বিজেপি কর্মীরা নির্ভয়ে বুথে রয়েছন। আমরা এবার আরও বেশি আসনে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী "

আরও পড়ুন:

  1. রাজ্যের একাধিক জায়গায় নমো নবমতদাতা সম্মেলনে পুলিশি বাধা, অভিযোগ বিজেপির
  2. 'দুর্নীতির অভিযোগ শুনে দিদির কান ঝালাপালা', কটাক্ষ আলুহওয়ালিয়ার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.