শিলিগুড়ি, 12 মার্চ: নতুন বন্দে ভারত পাচ্ছে উত্তরবঙ্গ ৷ মঙ্গলবার সারা দেশে 10টি নতুন বন্দে ভারতের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর তারই মধ্যে একটি বন্দে ভারত ছুটবে নিউ জলপাইগুড়ি থেকে পটনা পর্যন্ত ৷ এতে বাংলা-বিহারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে মনে করছে যাত্রী ও পর্যটনমহল ৷ বন্দে ভারত ট্রেন চালুর পাশাপাশি আজই প্রধানমন্ত্রী দেশের 764টি জায়গায় বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৷
বাংলা ও বিহারের যাত্রীদের বিশ্বমানের যাত্রার অভিজ্ঞতার জন্যই নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে ৷ এদিন 85 হাজার কোটি টাকারও বেশি ছ'হাজার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ৷ অনুষ্ঠানে মোট 1 হাজার 584টি ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টল চালু করা হবে ৷ 14টি ক্যাটাগরির মোট প্রায় 6 লক্ষ কারিগরকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷
এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনে অন্য সামগ্রীর সঙ্গে অসমে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্টের 77টি, পশ্চিমবঙ্গে 40টি, বিহারে 9টি, ত্রিপুরায় 5টি এবং অরুণাচল প্রদেশে 2টি আউটলেটের উদ্বোধন করবেন ৷ অসমে 5টি, পশ্চিমবঙ্গে 5টি এবং বিহারে 5টি রেল কোচ রেস্তোরাঁর উদ্বোধন করবেন তিনি ৷ অসমে 3টি ও বিহারে 1টি ন্যায্য মূল্যের ওষুধের দোকানেরও উদ্বোধন হবে এদিন । উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "প্রধানমন্ত্রী উত্তরবঙ্গবাসীদের জন্য ওই নতুন বন্দে ভারত উপহার দিয়েছেন ৷ এতে যাত্রীদের ও পর্যটকদের খুবই সুবিধে হবে ৷"
জানা গিয়েছে, 22233 বন্দে ভারত সেমি বুলেট ট্রেনটি মঙ্গলবার বাদে সপ্তাহে 6 দিন এনজেপি থেকে ভোর 5.15 মিনিটে ছাড়বে ৷ পটনা পৌঁছবে দুপুর 12.10 মিনিটে ৷ আবার পটনা থেকে দুপুর 1টায় ছেড়ে সেদিনই এনজেপি পৌঁছবে রাত 8টায় ৷ মাঝে শুধু মাত্র কিশানগঞ্জ ও কাটিহার জংশনে পাঁচ মিনিট সময়ের স্টপেজ রাখা হয়েছে ৷
আরও পড়ুন: