কলকাতা, 11 ফেব্রুয়ারি: কেমন আছেন মিঠুন চক্রবর্তী ? এবার সেই খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার হাসপাতালে ভর্তি অভিনেতার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পরপরই অভিনেতাকে ফোন করেন প্রধানমন্ত্রী মোদি। কেমন আছেন অভিনেতা, তা জানতেই ফোন প্রধানমন্ত্রীর। দু'পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ফোনে কথা হয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।
বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মহাগুরু ৷ রবিবার মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে হাসপাতালের তরফে জানানো হয়েছে, আগের থেকে ভালো আছেন অভিনেতা ৷ বলা হয়েছে, "মিঠুন চক্রবর্তী আগের থেকে ভালো আছেন ৷ তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ৷ শারীরিক পরিস্থিতি আগের থেকে স্থিতিশীল ৷ তিনি সম্পূর্ণ সজাগ ৷ তাঁকে হালকা খাবার দেওয়া হয়েছে ৷ আরও বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হবে তাঁর ৷ তারপর ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে ৷ আপাতত তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷"
শনিবার বুলেটিনে বলা প্রকাশ করে জানানো হয়েছিল ব্রেনস্ট্রোকেই আক্রান্ত হয়েছেন অভিনেতা ৷ হাসপাতালের তরফে জানানো হয়, "73 বছর বয়সী জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সকাল 9.40 মিনিটে এমারজেন্সি বিভাগে ভরতি হয় ৷ ডান দিকের উপরে ও নীচে দুর্বলতা অনুভব করছিলেন তিনি ৷ অভিনেতার রেডিয়োলজির পাশাপাশি মস্তিষ্কের এমআরআই করা হয় ৷ ইসকেমিক সেরিব্রোভাস্কুলার অ্যাকসিডেন্ট (স্ট্রোক) অফ ব্রেন-এ আক্রান্ত হন তিনি ৷ বর্তমানে তাঁর ব্রেন স্ট্রোকের চিকিৎসা চলছে ৷ আপাতত তিনি সজ্ঞানে আছেন ৷ হালকা খাবার খেতে দেওয়া হয়েছে ৷"
উল্লেখ্য, সোহম চক্রবর্তী প্রযোজিত 'শাস্ত্রী' ছবির শুটিংয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা মিঠুন ৷ এরপরেই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয় ৷ তাঁকে দেখতে যান অভিনেত্রী দেবশ্রী রায়, পরিচালক রাজ চক্রবর্তী ও বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ৷ রবিবারও অভিনেতাকে হাসপাতালে দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে, সুকান্ত মজুমদার, প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী ৷
আরও পড়ুন
1. আজ মিঠুন হাসপাতালেই! 'মহাগুরু'কে দেখতে গেলেন সুভাষ-জায়া রমলা
2. ব্রেনস্ট্রোকেই আক্রান্ত মিঠুন, রয়েছেন নিউরোফিজিসিয়ান-কার্ডিয়োলজিস্টের নজরদারিতে
3. অসুস্থ মিঠুনকে দেখতে হাসপাতালে দেবশ্রী-রাজ, কেমন আছেন মহাগুরু?