ETV Bharat / state

10 বছরে যা উন্নয়ন হয়েছে তা ট্রেলার, কোচবিহারের সভা থেকে দাবি মোদির - LS POLLS 2024 - LS POLLS 2024

Narendra Modi: এখনও অনেক কাজ করার বাকি ৷ বিগত 10 বছরে যে উন্নয়ন হয়েছে তা শুধুমাত্র ট্রেলার ৷ কোচবিহারের সভা থেকে ফের 'আচ্ছে দিন'-এর বার্তা মোদির ৷

Modi in Bengal
কোচবিহারের সভা প্রধানমন্ত্রীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 6:35 PM IST

Updated : Apr 4, 2024, 6:44 PM IST

কোচবিহার, 4 এপ্রিল: বিগত 10 বছরে দেশে যে উন্নয়ন হয়েছে, তা শুধু ‘ট্রেলার’ ছিল, আরও অনেক কাজ বাকি আছে। বাংলাকে আরও অনেক দূরে নিয়ে যেতে হবে। কোচবিহার রাসমেলার মাঠে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, 10 বছরে 25 কোটি মানুষকে দারিদ্র্য থেকে বার করেছে বিজেপি সরকার। আমাদের উদ্দেশ্য সফল হয়েছে কারণ আমাদের উদ্দেশ্য সৎ ছিল। এদিন শুরুতেই বাংলায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, "সকল কোচবিহারবাসীদের আমার সাদর প্রণাম। দণ্ডবত সবাইকে।" এরপর তিনি বলেন, "2019 এ মমতা সভামঞ্চ ছোট করে দিয়েছিলেন, মানুষ তার জবাব দিয়েছিলেন। মানুষের স্বপ্ন পূরণ করাই মোদির সংকল্প। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছি। সন্ত্রাসবাদ রুখতেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "বিজেপি সরকার 10 বছরে 25 কোটি মানুষকে দরিদ্রমুক্ত করেছে। কোনও দুর্বল সরকার নয়, দিল্লিতে মজবুত সরকার প্রয়োজন। আজ গোটা বিশ্ব বলে, মোদি বিশ্বনেতা। বড় সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু তিনি জনতার সেবক। উদ্দেশ্য সঠিক হলে তবেই ফল পাওয়া যায়।"

এদিন প্রধানমন্ত্রীকে বড়দেবীর প্রতিকৃতি ও দোতারা উপহার দিয়ে স্বাগত জানানো হয়। বক্তব্য শেষে আবার কোচবিহার বিমানবন্দর থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের চপারে হাসিমারার উদ্দেশ্যে রওনা দেন। সভা শেষে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জানান, উনি কিছু পরামর্শ দিয়েছেন। সেগুলো নির্বাচনের কাজে লাগবে। পাশাপাশি অভিভাবকের মতো শরীর ঠিক রেখে নির্বাচনে কাজ করার পরামর্শও দিয়েছেন। প্রসঙ্গত, রাজ্যে ফের 7 এপ্রিল আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এইদিন তিনি জলপাইগুড়িতে ঝড়ে বিধ্বস্ত স্থানীয়দের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন

1. তৃণমূলের গুন্ডারা বাধা দিলে রুখে দাঁড়ান, ভোটারদের বার্তা মোদির

2. 'মানুষ মেরে হাতের রক্ত মোছেননি', নাম না-করে দেবাশিসকে নিশানা মমতার

3. জলপাইগুড়িতে তৃণমূলের অধ্যাপক প্রার্থীর সম্পত্তি কত ? জেনে নিন

কোচবিহার, 4 এপ্রিল: বিগত 10 বছরে দেশে যে উন্নয়ন হয়েছে, তা শুধু ‘ট্রেলার’ ছিল, আরও অনেক কাজ বাকি আছে। বাংলাকে আরও অনেক দূরে নিয়ে যেতে হবে। কোচবিহার রাসমেলার মাঠে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, 10 বছরে 25 কোটি মানুষকে দারিদ্র্য থেকে বার করেছে বিজেপি সরকার। আমাদের উদ্দেশ্য সফল হয়েছে কারণ আমাদের উদ্দেশ্য সৎ ছিল। এদিন শুরুতেই বাংলায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, "সকল কোচবিহারবাসীদের আমার সাদর প্রণাম। দণ্ডবত সবাইকে।" এরপর তিনি বলেন, "2019 এ মমতা সভামঞ্চ ছোট করে দিয়েছিলেন, মানুষ তার জবাব দিয়েছিলেন। মানুষের স্বপ্ন পূরণ করাই মোদির সংকল্প। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছি। সন্ত্রাসবাদ রুখতেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "বিজেপি সরকার 10 বছরে 25 কোটি মানুষকে দরিদ্রমুক্ত করেছে। কোনও দুর্বল সরকার নয়, দিল্লিতে মজবুত সরকার প্রয়োজন। আজ গোটা বিশ্ব বলে, মোদি বিশ্বনেতা। বড় সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু তিনি জনতার সেবক। উদ্দেশ্য সঠিক হলে তবেই ফল পাওয়া যায়।"

এদিন প্রধানমন্ত্রীকে বড়দেবীর প্রতিকৃতি ও দোতারা উপহার দিয়ে স্বাগত জানানো হয়। বক্তব্য শেষে আবার কোচবিহার বিমানবন্দর থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের চপারে হাসিমারার উদ্দেশ্যে রওনা দেন। সভা শেষে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জানান, উনি কিছু পরামর্শ দিয়েছেন। সেগুলো নির্বাচনের কাজে লাগবে। পাশাপাশি অভিভাবকের মতো শরীর ঠিক রেখে নির্বাচনে কাজ করার পরামর্শও দিয়েছেন। প্রসঙ্গত, রাজ্যে ফের 7 এপ্রিল আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এইদিন তিনি জলপাইগুড়িতে ঝড়ে বিধ্বস্ত স্থানীয়দের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন

1. তৃণমূলের গুন্ডারা বাধা দিলে রুখে দাঁড়ান, ভোটারদের বার্তা মোদির

2. 'মানুষ মেরে হাতের রক্ত মোছেননি', নাম না-করে দেবাশিসকে নিশানা মমতার

3. জলপাইগুড়িতে তৃণমূলের অধ্যাপক প্রার্থীর সম্পত্তি কত ? জেনে নিন

Last Updated : Apr 4, 2024, 6:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.